*জগাইবাড়ী মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন* শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন । শুক্রবার সারা দেশ ও রাজ্যের সাথে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে তৈয়ীবিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। এদিন আঞ্জুমানে তৈয়ীবিয়ার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়রি, কলম, জলের বোতল এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করলেই পরিপূর্ণ শিক্ষিত হতে পারবে বলে মত প্রকাশ করেন অতিথিরা। জম্পুইজলা মহকুমার একমাত্র ক্বাওমী বেসরকারি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্টজনেরা। মাদ্রাসা ছাত্রদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জম্পুইজলা মহকুমা ওয়াকফ কমিটির প্রাক্তন সম্পাদক বিল্লাল মিঞা, বিশিষ্ট সমাজসেবী খলিল মিঞা, দুদু মিঞা, সজল মিঞা, হানিফ মিঞা, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা এমরান হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ সফিউল্লাহ সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী।
*জগাইবাড়ী মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন* শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন । শুক্রবার সারা দেশ ও রাজ্যের সাথে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে তৈয়ীবিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। এদিন আঞ্জুমানে তৈয়ীবিয়ার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়রি, কলম, জলের বোতল এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করলেই পরিপূর্ণ শিক্ষিত হতে পারবে বলে মত প্রকাশ করেন অতিথিরা। জম্পুইজলা মহকুমার একমাত্র ক্বাওমী বেসরকারি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্টজনেরা। মাদ্রাসা ছাত্রদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জম্পুইজলা মহকুমা ওয়াকফ কমিটির প্রাক্তন সম্পাদক বিল্লাল মিঞা, বিশিষ্ট সমাজসেবী খলিল মিঞা, দুদু মিঞা, সজল মিঞা, হানিফ মিঞা, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা এমরান হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ সফিউল্লাহ সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী।
- User3492Dharmanagar, North Tripura😂on 8 September
- দোকানদার ভাইদের কাছে অনুরোধ 🙏🙏বাংলাদেশি পণ্য দোকানে রাখবেন না এবং যারা আমরা কনজিউমার আছি বা কাস্টমার আছে তাদের কাছে অনুরোধ থাকবো আমরাও বাংলাদেশী কোন পণ্য ব্যবহার করুম না😡💪🙏1
- বিশ্রামগঞ্জ স্থিত **প্রমোদনগর আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাঙ্গনে** সিপাহীজলা জেলাভিত্তিক **জাতীয় পোলিও দিবস–২০২৫** উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার সভাধিপতি **সুপ্রিয়া দাস দত্ত** বলেন, “**শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি যেন না থাকে, সেই দিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।** পোলিও মুক্ত সমাজ গঠনে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।” এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন **চড়িলাম ব্লকের BAC চেয়ারম্যান জাকলু দেববর্মা**, সিপাহীজলা জেলার **CMO ডা. দেবাশীষ দাস**, **ডা. পুজা দেব** সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা। কর্মসূচির মাধ্যমে পোলিও টিকাকরণ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের পোলিও প্রতিরোধে টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।1
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- লক্ষণ ঘোষের উদ্যোগে হাতিশালাতে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় অনুষ্ঠান ।1
- Post by Somj1
- সালারে উনুনের আগুন কেড়ে নিলো : এক প্রতিবন্ধী তরুণীর প্রাণ1
- হরিশ্চন্দ্রপুর এলাকায় গরীরের বন্ধু মতিউল রহমান সাধারণ মানুষের পাশে।1
- Indian Railway তে Talent যাযাবর_ হয়ে গেলো 😭❗ কেউ এর কদর করে না 🙏😥 সবাই ভাইটির পাশে থাকবেন 🙏♦️🙏1