Shuru
Apke Nagar Ki App…
বিপ্লবী প্রভাংশু শেখর পালের জন্মভুমিতে কাদের দেখা গেল আজ পশ্চিম মেদিনীপুরে দাসপুরের শহীদ বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্মভিটা গোকুলনগর থেকে বিপ্লবী প্রভাংশু শেখর পালের জন্মভুমি খাঞ্জাপুর পর্যন্ত ছাত্র যুবদের দীর্ঘ পদযাত্রা শেষে সমাবেশ।
ARNAB
বিপ্লবী প্রভাংশু শেখর পালের জন্মভুমিতে কাদের দেখা গেল আজ পশ্চিম মেদিনীপুরে দাসপুরের শহীদ বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্মভিটা গোকুলনগর থেকে বিপ্লবী প্রভাংশু শেখর পালের জন্মভুমি খাঞ্জাপুর পর্যন্ত ছাত্র যুবদের দীর্ঘ পদযাত্রা শেষে সমাবেশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ইডিকে দিয়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূল। সোমবার কেশিয়াড়িতে এই কর্মসূচি হয়েছে। বিধায়ক পরেশ মুর্মুর উদ্যোগে কেশিয়াড়ির বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী জয়া দত্ত। তৃণমূল জানাচ্ছে, বিজেপি ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের তথ্য চুরি করাচ্ছে। অমিত শাহের নির্দেশেই হচ্ছে এই কাজ। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি ও তার নেতৃত্বাধীন সরকার। এদিন রাজ্যে গণতন্ত্র হত্যা ও আইপ্যাকের অফিসে হানা দেওয়ার প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়াড়ী ব্লক তৃনমূলের সভাপতি অশোক রাউৎ,জেলা মহিলা সভানেত্রী মামনী মান্ডি,কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি,কেশিয়াড়ী ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী পলি সাহা সহ অন্যান্যরা।এদিন নেত্রীত্বরা বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাজ্যের বিরোধী দলনেতাকে একাধিক বিশয় নিয়ে আক্রমন করেন রাজ্য নেত্রী জয় দত্ত।1
- দাসপুরের রাজনগরে খেলা মেলায় পরিনত হয়ে গেছে | দেখলে চমকে যাবেন1
- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য হিন্দু মেলা1
- Post by News Arambagh Town1
- বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথিতে গোঁসাইবাজার এলাকায় থাকা বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন। চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া , উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌর সভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ আরো অনেকে। আজ সকাল দশটা নাগাদ গোঁসাইবাজার এলাকায় থাকা বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ।1
- ট্র্যাক্টরের সাথে মোটর বাইকের সংঘর্ষ। আহত মোটর সাইকেল আরোহী। গ্রামবাসীর তৎপরতায় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।1
- শ্রী শ্রী রাধা মাধব গোপালের নবকুঞ্জ ও মহামিলন মহোৎসব যজ্ঞের সূচনা হতে চলেছে লক্ষ্মীপুর গ্রামের কুন্ডু পাড়ায় আগামী ৩রা মাঘ ১৪৩২ (ইং-17/01/2026) শনিবার। ৫ দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠানটি চলবে। তারই প্রস্তুতিপর্ব চলছে, জোর কদমে। ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে লক্ষ্মীপুর, শোলা ও বলরামপুর গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই মহোৎসবে যোগদান করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই উৎসবকে নিয়ে তাই লক্ষ্মীপুরবাসীর মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।1
- তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্বরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্লোড স্টোর কর্তৃপক্ষের সঙ্গে বচসা, শ্রমিকদের দাবি দীর্ঘদিন বোনাস নিয়ে জটিলতা, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়নি, ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ। ঘটনাটি চন্দ্রকোনা১ ব্লকের মহালক্ষী ক্লোড স্টোরে । জানা যায় ঐ দিন চন্দ্রকানার গৌরাঙ্গ, মহালক্ষী, অলকা দণ্ডপাট আরও তিনটি স্টোরে ডেপুটেশন দেওয়া হয়েছে।1