Shuru
Apke Nagar Ki App…
গোপীবল্লভপুর ২ নং ব্লকের অন্তর্গত "পেটবিন্ধি দিলীপ কুমার মেমোরিয়াল হাইস্কুল(H.S)" এ অনুষ্ঠিত হলো ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। বর্ণাঢ্য শোভাযাত্রা, মনিষীগণের আবক্ষ মূর্তি উন্মোচন, পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে বেশ সাড়ম্বরে উদযাপিত হলো প্লাটিনাম জয়ন্তী।
জঙ্গলমহল
গোপীবল্লভপুর ২ নং ব্লকের অন্তর্গত "পেটবিন্ধি দিলীপ কুমার মেমোরিয়াল হাইস্কুল(H.S)" এ অনুষ্ঠিত হলো ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। বর্ণাঢ্য শোভাযাত্রা, মনিষীগণের আবক্ষ মূর্তি উন্মোচন, পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে বেশ সাড়ম্বরে উদযাপিত হলো প্লাটিনাম জয়ন্তী।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পিংলায় বিরোধীদের কড়া বার্তা—ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতির তীব্র হুঁশিয়ারি।1
- চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে বসে রইলেন ছয় ঘন্টা রাজ্যের বিরোধী দলনেতা , পশ্চিম মেদিনীপুরে1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে পাড়ায় সংলাপ নিয়ে এদিন তারা মায়ের মন্দিরে পূজো দিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছালেন বিধায়ক তরুণ কুমার মাইতি।1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড1
- জেলার সব থানায় ফুটবলের জোয়ার, শুরু জেলা পুলিশের ‘জার্মান কাপ’1
- দাসপুর থানা এলাকায় পুলিশের উদ্যোগে ফুটবলের মহা যুদ্ধ। এলাকার সরকারি হাই স্কুলের অনূর্ধ্ব–১৭ ফুটবল টিম অংশগ্রহণ করছে এই খেলায়। দাসপুর সবুজ সংঘ ময়দান ও কলড়া ফুটবল ময়দানে এই খেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি শনিবার থেকে। দাসপুর থানার অধীন মোট কুড়িটি স্কুলের ফুটবল টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখান থেকে দুটি দল মহকুমাস্তরে অংশগ্রহণ করবে। সেখান থেকে জেলা স্তরে বাছাই করা ফুটবল খেলোয়াড়দের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই প্রশিক্ষণের মাধ্যমে স্কুলের এই প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা ভবিষ্যতে একাধিক জায়গায় এবং বড় টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার ব্যবস্থাপনায় এই খেলা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ ও বিভিন্ন থানার সহযোগিতায় স্কুল পড়ুয়াদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এলাকার সর্বস্তরের মানুষ। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে খেলাধুলাকেও গুরুত্ব দিয়ে দেখছে, তাতে আগামী দিনে খেলাধুলার মাধ্যমেও যে ভবিষ্যৎ গড়া সম্ভব, তা স্পষ্ট।1
- দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা2
- গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের ৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।1