Shuru
Apke Nagar Ki App…
#উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে পাড়ায় সংলাপ নিয়ে এদিন তারা মায়ের মন্দিরে পূজো দিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছালেন বিধায়ক তরুণ কুমার মাইতি।
Hiralal samanta
#উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে পাড়ায় সংলাপ নিয়ে এদিন তারা মায়ের মন্দিরে পূজো দিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছালেন বিধায়ক তরুণ কুমার মাইতি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে পাড়ায় সংলাপ নিয়ে এদিন তারা মায়ের মন্দিরে পূজো দিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছালেন বিধায়ক তরুণ কুমার মাইতি।1
- পিংলায় বিরোধীদের কড়া বার্তা—ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতির তীব্র হুঁশিয়ারি।1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড1
- জেলার সব থানায় ফুটবলের জোয়ার, শুরু জেলা পুলিশের ‘জার্মান কাপ’1
- দাসপুর থানা এলাকায় পুলিশের উদ্যোগে ফুটবলের মহা যুদ্ধ। এলাকার সরকারি হাই স্কুলের অনূর্ধ্ব–১৭ ফুটবল টিম অংশগ্রহণ করছে এই খেলায়। দাসপুর সবুজ সংঘ ময়দান ও কলড়া ফুটবল ময়দানে এই খেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি শনিবার থেকে। দাসপুর থানার অধীন মোট কুড়িটি স্কুলের ফুটবল টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখান থেকে দুটি দল মহকুমাস্তরে অংশগ্রহণ করবে। সেখান থেকে জেলা স্তরে বাছাই করা ফুটবল খেলোয়াড়দের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই প্রশিক্ষণের মাধ্যমে স্কুলের এই প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা ভবিষ্যতে একাধিক জায়গায় এবং বড় টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার ব্যবস্থাপনায় এই খেলা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ ও বিভিন্ন থানার সহযোগিতায় স্কুল পড়ুয়াদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এলাকার সর্বস্তরের মানুষ। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে খেলাধুলাকেও গুরুত্ব দিয়ে দেখছে, তাতে আগামী দিনে খেলাধুলার মাধ্যমেও যে ভবিষ্যৎ গড়া সম্ভব, তা স্পষ্ট।1
- দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা2
- চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে বসে রইলেন ছয় ঘন্টা রাজ্যের বিরোধী দলনেতা , পশ্চিম মেদিনীপুরে1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ, #UnnayanerSonglap #tarunkumarmaity #TrinamoolCongress #facebookviral #viralvideo #hilights1