Shuru
Apke Nagar Ki App…
বিশালগড়ে আয়োজিত -❗ শিশুমেলায় বিশেষ আকর্ষণ কি ছিল দেখুন😲❗
Samiran Sutradhar
বিশালগড়ে আয়োজিত -❗ শিশুমেলায় বিশেষ আকর্ষণ কি ছিল দেখুন😲❗
More news from ত্রিপুরা and nearby areas
- Post by Gouranga Majumder1
- Jio Tv News আগামীকাল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা স্থান কলি যুগা গোবর্ধনপুর থানা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা1
- बांग्लादेश में बर्बरता: हिंदू विधवा से गैंगरेप कर पेड़ से बांधा, रूह कंपा देगी झेनाइदह की ये घटना!1
- ভরতপুরের আমলাই পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের ১৭৯৬ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন1
- বালিগড়ি আলোর দিশারি ক্লাবের উদ্যোগে জোড়া বাইকের ফুটবল টুর্নামেন্ট।1
- মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।1
- ট্রাক্টারে করে। যুবকদের নাঙ্গল চষা পিকনিক1
- মালদা তে পিঠেপুলি উৎসব পালন করা হল রুপ সনাতন মিলন মন্দিরে। শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। প্রায় পাঁচ শতাধিক পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রীচৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। মঙ্গলবার পিঠে পুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলে উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয় এদিন। এই প্রথম ঘটা করে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, ও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকেই পূজার্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে । সংকীর্তনের মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় ১০ রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য সারা বছর মন্দিরে যে কোন অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি।1
- লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার অন্তর্গত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। সোমবারের এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘি থানার রসাখোয়া সঈদপুর এলাকার বাসিন্দা তনু সিংহ রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার সে প্রাইভেট টিউশন পড়তে রসাখোয়ায় আসে। পড়া শেষ করে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় একটি লরি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয় তনু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘি থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।1