মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।
মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।
- এই ভিডিওটা কেমন হয়েছে শেয়ার কমেন্ট করে জানাবেন1
- ভগবানগোলা শিক্ষা চক্র অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা, স্টাফ অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ স্থানীয়দের1
- সিপিএমের রামপুরহাট ১ এরিয়া কমিটির উদ্যোগে রামপুরহাটে বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার রামপুরহাট শহরে।বুধবার ।সকাল ১১-৩০ রামপুরহাট শ্রীফলা মোড় থেকে শুরু হয় বাংলা বাঁচাও যাত্রা গোটা রামপুরহাট শহর পরিক্রমা করার পর রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিএমের রামপুরহাট এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিক সহ সিপিএমের নেতাকর্মীরা।1
- ভরতপুরে ১২ চাকা ট্রাকের ধাক্কায় বাম পা বাদ পড়লো যুবকের1
- ভাইরাল দীপঙ্কর ১২ফুট দৈর্ঘের ময়াল সাপ ধরল1
- সর্বদা সত্য প্রকাশে আমরা আছি আপনার পাশে, শাসক বিরোধী বুঝিনা জনতাই শেষ কথা1
- পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের নারায়ণ পুরের ১২ নম্বর জাতীয় সড়কের ধারে চাকী মোড়ের কাছে জলঙ্গা এম এস কে স্কুল মাঠে আগামী ৮ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় দলীয় সভা করতে আসছেন অভিষেক ব্যানার্জি | সেই সভা কে কেন্দ্র করে সোমবার দুপুরে প্রশাসনিকভাবে এবং দলীয় গত ভাবে জলঙ্গা মাঠ পরিদর্শন করা হয়। পরিদর্শনে আসেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মালদা সদর মহকুমা শাসক সহ তৃণমূলের জেলার নেতা আশিষ কুন্ডু, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ ও তৃণমূলের নেতাকর্মীরা । সভাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা।1
- বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন1
- দীর্ঘ টালবাহানার পর লালগোলার তারানগর বাঁশি পাট্টা হাতে পেল1