Shuru
Apke Nagar Ki App…
বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন
Himanshushekhar Mandal
বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন
More news from Maldah and nearby areas
- অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে ওল্ড মালদা বিধানসভার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্দিয়া মাঠে অনুষ্ঠিত হলো নমঃশূদ্র ও মতুয়া ধর্মীয় মিলন মেলা উৎসব। মালদা জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় মিলন মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার,মালদা জেলার কনভেনার সৌগত সরকার,জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার ধনঞ্জয় সরকার সহ বিশেষ অতিথিবর্গ | ধর্মিয় আচার-অনুষ্ঠান ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মেলায় মতুয়া ধর্মের আদর্শ ও ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃত্বরা মতুয়া সম্প্রদায়ের ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নের বার্তা দেন। মেলায় আগত সকল ভক্তদের জন্য দুপুরে খিচুড়ি প্রসাদের বিশেষ আয়োজন করা হয়। ধর্মীয় মিলন মেলাকে কেন্দ্র করে সারাদিন সেন্দিয়া মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।1
- Post by Himanshushekhar Mandal1
- ৯ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ শ্রমিক রিঙ্কু শেখকে ঘিরে চরম উৎকণ্ঠায় পরিবার1
- বিজেপি করার ‘অপরাধে’ প্রাণঘাতী হামলা! BLA-2 কাউসার আলী মোল্লা সহ ৬ জন জখম দক্ষিণ দিনাজপুরে1
- বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা। প্রসঙ্গত ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"। এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।1
- পুজো দিলেন অভিষেক1
- উন্নয়নের পথে আরও এক ধাপ : ভরতপুর-২ ব্লকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের সূচনা1
- ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মোথাবাড়ির এক পরিযায়ী শ্রমিকের। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গাজিয়াপাড়া এলাকার বাসিন্দা উৎপল মন্ডল প্রায় এক মাস আগে মুম্বাইয়ের থানেতে পরিবারের তাগিদে কাজে যায়।তার পরিবারে রয়েছে বাবা মা সহ স্ত্রী ও দেড় বছরের এক ছেলে। আগামীকাল তার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই সেখানে অসুস্থ্য হয়ে হাসপাতালে তাকে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উৎপল। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিছু আর্থিক সাহায্য সহ পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন মন্ত্রী।।1