logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মোথাবাড়ির এক পরিযায়ী শ্রমিকের। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গাজিয়াপাড়া এলাকার বাসিন্দা উৎপল মন্ডল প্রায় এক মাস আগে মুম্বাইয়ের থানেতে পরিবারের তাগিদে কাজে যায়।তার পরিবারে রয়েছে বাবা মা সহ স্ত্রী ও দেড় বছরের এক ছেলে। আগামীকাল তার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই সেখানে অসুস্থ্য হয়ে হাসপাতালে তাকে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উৎপল। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিছু আর্থিক সাহায্য সহ পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন মন্ত্রী।।

1 day ago
user_Malda News
Malda News
English Bazar, Maldah•
1 day ago

ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মোথাবাড়ির এক পরিযায়ী শ্রমিকের। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গাজিয়াপাড়া এলাকার বাসিন্দা উৎপল মন্ডল প্রায় এক মাস আগে মুম্বাইয়ের থানেতে পরিবারের তাগিদে কাজে যায়।তার পরিবারে রয়েছে বাবা মা সহ স্ত্রী ও দেড় বছরের এক ছেলে। আগামীকাল তার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই সেখানে অসুস্থ্য হয়ে হাসপাতালে তাকে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উৎপল। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিছু আর্থিক সাহায্য সহ পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন মন্ত্রী।।

More news from Maldah and nearby areas
  • বৃহস্পতিবার পুরাতন মালদার জলঙ্গা মাঠে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    1
    বৃহস্পতিবার পুরাতন মালদার জলঙ্গা মাঠে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    8 hrs ago
  • ৮ জানুয়ারি , গাজোল :- নিখোঁজ যুবকের পচা গলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজোল এলাকায় ।
    1
    ৮ জানুয়ারি  , গাজোল :- 
নিখোঁজ যুবকের পচা গলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজোল এলাকায় ।
    user_Samim Reja
    Samim Reja
    Journalist গাজোল, মালদা, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • জাক্ cha cha bujbar parche
    1
    জাক্ cha cha bujbar parche
    user_MANOROMA MOHANTA
    MANOROMA MOHANTA
    Journalist Dakshin Dinajpur, West Bengal•
    13 hrs ago
  • নাম ভুল ও ডবল নাম সংক্রান্ত সন্দেহে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং নির্বাচন কমিশনের
    1
    নাম ভুল ও ডবল নাম সংক্রান্ত সন্দেহে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং নির্বাচন কমিশনের
    user_MD ALMIR HOSSAIN
    MD ALMIR HOSSAIN
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • সাগর থানা পুলিশের বড় সাফল্য
    1
    সাগর থানা পুলিশের বড় সাফল্য
    user_কলকাতা টিভি নিউজ
    কলকাতা টিভি নিউজ
    সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • বালুরঘাট: লোকসভা নির্বাচনের গাড়ির বিল বাকি—সরব মালিকরা, সতর্কবার্তা প্রশাসনকে
    1
    বালুরঘাট: লোকসভা নির্বাচনের গাড়ির বিল বাকি—সরব মালিকরা, সতর্কবার্তা প্রশাসনকে
    user_Hili News Bangla
    Hili News Bangla
    Journalist হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • কলকাতায় I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলী সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল পড়েযায়,তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল।
    1
    কলকাতায়  I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে  ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলী সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল পড়েযায়,তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল।
    user_LOCAL VOICE
    LOCAL VOICE
    Journalist Rampurhat - I, Birbhum•
    7 hrs ago
  • গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন গাজোল শহরে। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজোল ব্লক আই এন টি টি ইউসি সভাপতি সিরাজুল ইসলাম, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজকুমার সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার । বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে গাজোল শহরে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই। তিনি বলেন বিজিপি পরিচালিত ইডি যতবার হামলা করবে ততবার তৃণমূল কংগ্রেস জিতবে বাংলায়। আজ গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে গাজোল শহরে একটি ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। বিজেপি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে দেখে। তাই ই ডি দিয়ে আই প্যাক অফিসে তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। আজ এই ধিক্কার ও বিক্ষোভ মিছিলে প্রচুর কর্মী ও লোকের সমাগম হয়। এই কর্মী ও মানুষের সমাগম দেখে বোঝা যায় আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে গাজোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। আমরা একজন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। ইডি তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন স্তব্ধ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন। ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হবে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা তে শ্রমিকদের নিয়ে একটি সভা করেন। তিনি মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন তিনি শ্রমিকদের পাশে রয়েছেন শ্রমিকদের পাশে থাকবেন আজ তিনি দুপুরে শ্রমিকদের সাথে দুপুরের আহার করেন।
    1
    গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন গাজোল শহরে। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজোল ব্লক আই এন টি টি ইউসি  সভাপতি সিরাজুল ইসলাম,  গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজকুমার সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি  হানার  । বিজেপি পরিচালিত ইডির এই আচমকা  হানার  বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে গাজোল শহরে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই। তিনি বলেন  বিজিপি পরিচালিত ইডি যতবার হামলা করবে  ততবার তৃণমূল কংগ্রেস জিতবে বাংলায়। আজ গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে গাজোল শহরে একটি ধিক্কার  ও বিক্ষোভ মিছিল করা হয়। বিজেপি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে দেখে। তাই ই ডি দিয়ে আই  প্যাক অফিসে তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। আজ এই ধিক্কার ও বিক্ষোভ মিছিলে প্রচুর কর্মী ও লোকের সমাগম হয়। এই কর্মী ও মানুষের সমাগম দেখে বোঝা যায় আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে গাজোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। আমরা একজন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। ইডি তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন স্তব্ধ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন। ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হবে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা তে শ্রমিকদের নিয়ে একটি সভা করেন। তিনি মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন তিনি শ্রমিকদের পাশে রয়েছেন শ্রমিকদের পাশে থাকবেন আজ তিনি দুপুরে শ্রমিকদের সাথে দুপুরের আহার করেন।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.