বয়স ১০২ তবুও নাম নেই ভোটার তালিকায়,ডাক পড়ল হিয়ারিং এ পশ্চিম মেদিনীপুর:- ১০২ বছরের বৃদ্ধাকে যেতে হবে শুনানিতে শুনেই আতঙ্কে নাওয়া খাওয়া ভুলে আতঙ্কে বৃদ্ধা।রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রথম পর্বের শুনানির কাজ।এস আই আর এর শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যম্ত।এই শুনানির শুরুতেই দেখা গেল ১০২ বছরের বৃদ্ধাকে-ও আসতে হবে শুনানিতে।ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় এলাকার ৩২নম্বর অংশের বাসিন্দা গান্ধারী জানা। বয়সের ভারে জীর্ণ ওই বৃদ্ধা শুধুমাত্র গ্রামের মধ্যেই বয়জ্যেষ্ঠ নন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ ।বয়স ১০২ বছর।এতবছর ধরে তিনি ভোট দিয়ে আসছে কিন্তু এই এসআইআর এ নেই নাম।তাই শুনানিতে ডাকা হয়েছে, বাড়িতে দেওয়া হয়েছে নোটিশ।তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বাড়ি থেকে কোথাও যাবেন না।তিনি বলেন এতদিন ভোট দিয়েছে কোনো সমস্যা হয়নি।ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন।
বয়স ১০২ তবুও নাম নেই ভোটার তালিকায়,ডাক পড়ল হিয়ারিং এ পশ্চিম মেদিনীপুর:- ১০২ বছরের বৃদ্ধাকে যেতে হবে শুনানিতে শুনেই আতঙ্কে নাওয়া খাওয়া ভুলে আতঙ্কে বৃদ্ধা।রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রথম পর্বের শুনানির কাজ।এস আই আর এর শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যম্ত।এই শুনানির শুরুতেই দেখা গেল ১০২ বছরের বৃদ্ধাকে-ও আসতে হবে শুনানিতে।ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় এলাকার ৩২নম্বর অংশের বাসিন্দা গান্ধারী জানা। বয়সের ভারে জীর্ণ ওই বৃদ্ধা শুধুমাত্র গ্রামের মধ্যেই বয়জ্যেষ্ঠ নন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ ।বয়স ১০২ বছর।এতবছর ধরে তিনি ভোট দিয়ে আসছে কিন্তু এই এসআইআর এ নেই নাম।তাই শুনানিতে ডাকা হয়েছে, বাড়িতে দেওয়া হয়েছে নোটিশ।তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বাড়ি থেকে কোথাও যাবেন না।তিনি বলেন এতদিন ভোট দিয়েছে কোনো সমস্যা হয়নি।ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন।
- পশ্চিম মেদিনীপুর:- ১০২ বছরের বৃদ্ধাকে যেতে হবে শুনানিতে শুনেই আতঙ্কে নাওয়া খাওয়া ভুলে আতঙ্কে বৃদ্ধা।রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রথম পর্বের শুনানির কাজ।এস আই আর এর শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যম্ত।এই শুনানির শুরুতেই দেখা গেল ১০২ বছরের বৃদ্ধাকে-ও আসতে হবে শুনানিতে।ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় এলাকার ৩২নম্বর অংশের বাসিন্দা গান্ধারী জানা। বয়সের ভারে জীর্ণ ওই বৃদ্ধা শুধুমাত্র গ্রামের মধ্যেই বয়জ্যেষ্ঠ নন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ ।বয়স ১০২ বছর।এতবছর ধরে তিনি ভোট দিয়ে আসছে কিন্তু এই এসআইআর এ নেই নাম।তাই শুনানিতে ডাকা হয়েছে, বাড়িতে দেওয়া হয়েছে নোটিশ।তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বাড়ি থেকে কোথাও যাবেন না।তিনি বলেন এতদিন ভোট দিয়েছে কোনো সমস্যা হয়নি।ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবার পর যা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। তেমনি আজ এলাকার মানুষজনকে পরিষেবা দিতে ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর পৌঁছে যাই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি। ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমান চিকিৎসার কেন্দ্র পরিদর্শন করেন চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ, এবং ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশরাফুল মল্লিক।1
- চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ, হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো ASI1
- #YouTube#pbnbangla#Ashabuddinkhan #starwars #starseverywherefypシ゚viralシypシ゚viralシhtagypシ゚viralシhtag #facebookphotochallenge #facebookpost2025 #photographychallenge #viralreelschallenge2024viralreelschallenge #viralpost2025シ2025 #facebook1
- #fanny video😁1
- চা খেতে গিয়ে মদ্যপদের সাথে হাতাহাতিতে জড়িয়ে জখম হয়েছিলেন! চিকিৎসাধীন অবস্থায় উড়িষ্যার কটকএ মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। খড়্গপুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ ২ শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মদ্যপদের সাথে প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে ছিলেন। কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। শনিবার বছর তিরিশের এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এও জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে (ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য ১৬ ডিসেম্বর, রাত্রি ১২টা নাগাদ) উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাঁদের নানাভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাঁরা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু, ওই মদ্যপ যুবক না সরায় শেষমেশ তাঁকে ঠেলে সরিয়ে দেন উদয় ওরফে তুলসি। এরপরই আরও কিছু মদ্যপ যুবক জড়ো হয়ে তুলসিদের উপর চড়াও হয়। তাঁদের মধ্যেই কেউ বোতল দিয়ে তুলসির মাথায় সজোরে আঘাত করলে, গুরুতর চোট পান তুলসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুলসির মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার ভোরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ২৭ ডিসেম্বর কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসির। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।1
- বাঁকুড়ার জয়পুর ব্লকে দুটি রাস্তার উদ্বোধন1
- নদীর ঘাট বাঁধানোর নামে গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ।1