গঙ্গারামপুর রেলস্টেশন পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার #sabarsangbad #DakshinDinajpur #WestBengalNews #BreakingNews #Banglanews #maldanews #HumanStory ⭕চলতি মাসের ১৭ তারিখে রাজ্যে বেশ কিছু ট্রেনের শুভ সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারমধ্যে বালুরঘাট - বেঙ্গালুরু নতুন ট্রেন রয়েছে । এই ট্রেন উদ্বোধনের আগে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর- পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও উত্তর- পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ । এদিন দুপুরে একটি বিশেষ ট্রেনে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের নেতৃত্বে এক বিশাল প্রতিনিধি দল । প্রতিনিধি দলটি গঙ্গারামপুর রেল স্টেশনের নব নির্মিত ফুট ওভার ব্রিজ, দ্বিতীয় প্ল্যাটফর্ম, তৃতীয় লুপ লাইন, পার্কিং এরিয়া পরিদর্শন করেন । এছাড়াও ১নং প্ল্যাটফর্মে নির্মীয়মান পিপি শেড সহ বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন । এদিন জেনারেল ম্যানেজার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হননি । তবে তিনি আশ্বাস দেন গঙ্গারামপুর রেলস্টেশনে যাত্রী প্রতীক্ষালয় এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার সমস্যা খুব দ্রুতই মিটে যাবে ।
গঙ্গারামপুর রেলস্টেশন পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার #sabarsangbad #DakshinDinajpur #WestBengalNews #BreakingNews #Banglanews #maldanews #HumanStory ⭕চলতি মাসের ১৭ তারিখে রাজ্যে বেশ কিছু ট্রেনের শুভ সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারমধ্যে বালুরঘাট - বেঙ্গালুরু নতুন ট্রেন রয়েছে । এই ট্রেন উদ্বোধনের আগে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর- পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও উত্তর- পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ । এদিন দুপুরে একটি বিশেষ ট্রেনে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের নেতৃত্বে এক বিশাল প্রতিনিধি দল । প্রতিনিধি দলটি গঙ্গারামপুর রেল স্টেশনের নব নির্মিত ফুট ওভার ব্রিজ, দ্বিতীয় প্ল্যাটফর্ম, তৃতীয় লুপ লাইন, পার্কিং এরিয়া পরিদর্শন করেন । এছাড়াও ১নং প্ল্যাটফর্মে নির্মীয়মান পিপি শেড সহ বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন । এদিন জেনারেল ম্যানেজার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হননি । তবে তিনি আশ্বাস দেন গঙ্গারামপুর রেলস্টেশনে যাত্রী প্রতীক্ষালয় এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার সমস্যা খুব দ্রুতই মিটে যাবে ।
- হরিরামপুরে উৎসাহ–উদ্দীপনায় পালিত স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী1
- হিলি: দুই দেশের কূটনৈতিক দূরত্ব বাড়লেও সচল হিলি স্থলবন্দর—বিবেকানন্দ জন্ম জয়ন্তীতেও চালু রপ্তানি-আমদানি1
- Master Shahid Saddique jindabad Amra 2026 Mla dekta chai Amra Mamata Banerjee jindabad Abhishek Banerjee jindabad Joy Bangla1
- আজ ১২ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বিবেকানন্দ স্ট্যাচু প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধের শপথ নেওয়া হয়। এরপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ। জাতীয় সংগীতের সুরে সমগ্র এলাকা এক ভাবগম্ভীর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। স্বামীজির আদর্শ ও জীবনদর্শনের ওপর ভিত্তি করে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কচিকাঁচাদের নিয়ে 'বসে আঁকো' প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে সোসাইটির পক্ষ থেকে এলাকার প্রায় ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান যুব সমাজের অবক্ষয় রোধে স্বামীজির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বামীজির সেই কালজয়ী মহামন্ত্র— 'ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না'— যুব সমাজের কাছে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তাঁদের দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি শেষ পর্যন্ত একটি মিলন উৎসবে পরিণত হয়। স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তীকে ঘিরে দিনভর এলাকায় এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।1
- মল্লারপুরে সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের🛑🛑🛑🛑1
- দীর্ঘ ৩৪ বছরের অবহেলা কাটিয়ে অবশেষে মোহাম্মদপুরে রাস্তা, উপনির্বাচনের বয়কটের পর মিলল সুরাহা1
- হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ দিলেন মুর্শিদাবাদের যেখানে সভা করবে ৪৮ ঘন্টার মধ্যে হুমায়ুন কবির সভা করবেন সেখানে #news #bangla #news #open_challenge #MamataBanerjee #kolkata #hilightseveryonefollowers2025 #Murshidabad1
- প্রত্যন্ত গ্রামের প্রথম মাধ্যমিক পরীক্ষার্থীর যাবতীয় দায়িত্ব আজীবন গ্রহণ করলেন এই সমাজসেবী1