SIR আতঙ্কে সৌদিতে আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক SIR আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। মঙ্গলবার SIR হেয়ারিং-এর জন্য ডাক পরেছিল কান্দি থানার হিজল নতুনপাড়ার বাসিন্দা ইব্রাহীম সেখের। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা। কান্দি থানার আইসি গাড়ি করে রেকশোনা বিবিকে বাড়ি পৌঁছে দেন। পরিবার সুত্রে জানাযায়, বাড়িতে হেয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিল ইব্রাহীম। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে মঙ্গলবার হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পরে রেকশোনা বিবি। স্ত্রীর অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকার সাথে ইব্রাহীমের বাবার নাম বর্তমান ভোটার তালিকায় মিস ম্যাচ হওয়ায় তাকে হেয়ারিং-এ ডাকা হয়েছিল। এই নোটিশ পেয়ে আতঙ্কে সে আত্মহত্যা করেছে। দুই সন্তান কে কি ভানে মানুষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা ইব্রাহীমের দেহ বাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
SIR আতঙ্কে সৌদিতে আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক SIR আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। মঙ্গলবার SIR হেয়ারিং-এর জন্য ডাক পরেছিল কান্দি থানার হিজল নতুনপাড়ার বাসিন্দা ইব্রাহীম সেখের। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা। কান্দি থানার আইসি গাড়ি করে রেকশোনা বিবিকে বাড়ি পৌঁছে দেন। পরিবার সুত্রে জানাযায়, বাড়িতে হেয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিল ইব্রাহীম। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে মঙ্গলবার হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পরে রেকশোনা বিবি। স্ত্রীর অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকার সাথে ইব্রাহীমের বাবার নাম বর্তমান ভোটার তালিকায় মিস ম্যাচ হওয়ায় তাকে হেয়ারিং-এ ডাকা হয়েছিল। এই নোটিশ পেয়ে আতঙ্কে সে আত্মহত্যা করেছে। দুই সন্তান কে কি ভানে মানুষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা ইব্রাহীমের দেহ বাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
- SIR আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। মঙ্গলবার SIR হেয়ারিং-এর জন্য ডাক পরেছিল কান্দি থানার হিজল নতুনপাড়ার বাসিন্দা ইব্রাহীম সেখের। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা। কান্দি থানার আইসি গাড়ি করে রেকশোনা বিবিকে বাড়ি পৌঁছে দেন। পরিবার সুত্রে জানাযায়, বাড়িতে হেয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিল ইব্রাহীম। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে মঙ্গলবার হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পরে রেকশোনা বিবি। স্ত্রীর অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকার সাথে ইব্রাহীমের বাবার নাম বর্তমান ভোটার তালিকায় মিস ম্যাচ হওয়ায় তাকে হেয়ারিং-এ ডাকা হয়েছিল। এই নোটিশ পেয়ে আতঙ্কে সে আত্মহত্যা করেছে। দুই সন্তান কে কি ভানে মানুষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা ইব্রাহীমের দেহ বাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।1
- ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন1
- ৩৩ টি সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মুড়াগাছা সেন্ট্রাল কমিটির উদ্যোগে1
- রামপুরহাটে ট্রেনের ধাক্কায় মৃত মোষ1
- ফিটনেস কিংডম জিমে রয়েছে আধুনিক মানের জিম ইকুইপমেন্ট, অভিজ্ঞ প্রশিক্ষক, ওজন কমানো ও শরীরচর্চার জন্য আলাদা ট্রেনিং প্রোগ্রাম, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সুবিধা এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ। সুস্থ শরীর ও ফিট লাইফস্টাইল গড়ে তুলতে এই জিম রামপুরহাটবাসীর কাছে একটি আদর্শ ঠিকানা হয়ে উঠবে বলেই আশা। ঠিকানা: রামপুরহাট হাসপাতাল পাড়া, এম সি দত্ত নার্সিং হোম ও হোটেল আপনজনের বিপরীতে, প্রথম ও প্রতিমা ফার্মেসির তৃতীয় তলায়।1
- নদীয়া, কৃষ্ণনগর: সরস্বতী পূজার একদিন পরে, গত 25/01/26 রবিবার, কৃষ্ণনগরের অধিকাংশ ঠাকুর বিসর্জন হল। বিসর্জনের শোভাযাত্রা চলেছে প্রায় সারা রাত্রি ব্যাপি। গাড়িতে চেপে বা সাং এ, উভয়রকম ভাবেই প্রতিমা স্থানান্তরিত হয়েছে। তোমাদের জন্য সঙ্গে রইল, বিসর্জনের শোভাযাত্রার কিছুটা দৃশ্য ; ঐদিন রাত্রে তোলা। লেখা, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- কৃষ্ণনগর শহর INTTUC এর পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে পালিত হলো সাধারণতন্ত্র দিবস।1
- নওদা ব্লকের কোদালকাটী ঈদগাহ ময়দানে বাউন্ডারি ওয়াল-এর শুভ উদ্বোধন নওদা ব্লকের বালি ২ নম্বর অঞ্চলের কোদালকাটী ঈদগাহ ময়দানের বাউন্ডারি ওয়াল-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে এই বাউন্ডারি ওয়াল-এর উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল নেতৃত্ব, স্থানীয় প্রধান ও উপপ্রধান, জনপ্রতিনিধি সহ দলীয় কর্মী-সমর্থকরা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দেওয়া হয়।1