Shuru
Apke Nagar Ki App…
পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে তিনদিন ব্যাপী স্বসহায়ক দলের প্রদর্শনী ও মেলা
Prasenjit mallik
পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে তিনদিন ব্যাপী স্বসহায়ক দলের প্রদর্শনী ও মেলা
More news from Panisagar and nearby areas
- ত্রিপুরা বেম্বো মিশন ও TRLM এর সহযোগিতায় দক্ষিণ ঊনকোটি SHG ভিলেজ ফেডারেশন এবং পানিসাগর পেকুছড়া ভিলেজ ফেডারেশন নর্থইস্ট কাউন্সিলের আর্থিক সহযোগিতায় আগরবাতি তৈরির ক্লাস্টার বানানোর হয়েছে। এই দুটি আগরবাতি ক্লাস্টার প্রাথমিক ভাবে আগরবাতি তৈরীর প্রশিক্ষণ শুরু হয়েছে ।1
- পানিসাগর উত্তর দেওছড়ায় ERC & Sresta eyehospital এর উদ্যোগে এবং মৌচাক সংঘের পরিচালনায় এক মেঘা চক্ষু শিবির1
- দোসরা জানুয়ারি দুপুর বারো ঘটিকায় পানিসাগর পঞ্চায়েত সমিতি কার্যালয়ে অনুষ্টিত হয় স্বচ্ছ ভারত মিশন গ্রামীন প্রকল্পের আর্থিক সহায়তায়1
- Distribution of 3nos. tricycles for garbage collection under Panisagar RD Block আমাদের পানিসাগর-Amader Panisagar1
- এক যাত্রীবাহী টুকটুক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন । ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে কদমতলা থানাধীন মহেশপুর থেকে ধর্মনগর যাওয়ার সড়কে বিষ্ণুপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। তাদের মধ্যে রয়েছে টুকটুক চালক সহ টুকটুক থাকে আর তিনজন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে পাশাপাশি খবর দেওয়া হয় কদমতলা থানায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় দমকল বাহিনী কর্মীরা সহ কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতরা হল যথাক্রমে টুকটুক চালক সন্দীপ চক্রবর্তী বাড়ি পানিসাগর বিলথৈ এলাকায়। টুকটুকে থাকা যাত্রী অংশু চক্রবর্তী , সন্তোষ চক্রবর্তী ,সুজন চক্রবর্তী তাদের সকলের বাড়ি শনিছড়া নদীয়াপুর এলাকায়। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে টুকটুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত জারী রেখেছে।1
- ত্রিপুরা বেম্বো মিশন ও TRLM এর সহযোগিতায় দক্ষিণ ঊনকোটি SHG ভিলেজে ফেডারেশন, এবং পানিসাগর পেকুছড়া ভিলেজ ফেডারেশনে, নর্থইস্ট কাউন্সিলের আর্থিক সহযোগিতায় আগরবাতি তৈরীর ক্লাস্টার বানানো হয়েছে।1
- Unakoti mini vlog1
- অঙ্কন মেধাবির ছাত্রীকে আর্থিকভাবে সাহায্য করল কৈলাসহর জার্নালিস্ট ক্লাব1