Shuru
Apke Nagar Ki App…
Jayanta Biswas
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Jayanta Biswas1
- নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।1
- শান্তিপুরে সোনার দোকানে চুরি! কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো পুলিশ তদন্তে দেখুন আসল সত্যতা।1
- কালনার জলপরী সায়নী দাস এশিয়ার মধ্য প্রথম মহিলা সপ্তসিন্ধু চ্যানেল পার করতে চলেছেন1
- মল্লিক পটল চারা সেন্টার,যোগাযোগ নম্বর -8327317301,এখানে কাজলি, হরিবাদ, পাপড়া, হাইবিত, সাদা পটল, নাত বোম্বাই, লাদেন পটল সব ধরনের পটল চর পাওয়া যায় .গ্যারান্টি পটল.4
- মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতেই পুকুর ভরাটের এত রমরমা বললেন অর্জুন সিং --------------------------------------------- জল সংরক্ষনের লক্ষে জলাশয় ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ দেদার চলছে। অভিযোগ উঠেছে, শাসকদল এবং প্রশাসনের মদতেই জগদ্দল বিধানসভা কেন্দ্র জুড়ে জলাশয় কিংবা পুকুর ভরাটের কাজ অবাধে চলছে।কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পদ্মবিল ভরাটের অভিযোগ উঠেছিল। আপাতত: পদ্মবিল ভরাটের কাজ স্থগিত রয়েছে। এবার জমি মাফিয়ারা থাবা বসাল ৩১ নম্বর ওয়ার্ডের কেউটিয়ায়। সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী সুবিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে চলছে। এলাকাবাসীর যাতে ওদিকে নজর না পড়ে, সেদিকে খেয়াল রেখে জমিটার চারদিক সবুজ রঙের চট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও জলাভূমি ভরাট নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ভরাটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা-সহ প্রশাসনিক কর্তাদের নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন। জল সংরক্ষনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জল ধরো, জল ভরো' প্রকল্প চালু করেছেন। অথচ 'জল ধরো, জল ভরো' স্লোগান উঠিয়ে দিয়ে বাজারে এখন চলছে 'তৃণমূল জিন্দাবাদ, পুকুর ভরাট জিন্দাবাদ' এখন এই স্লোগান বাজারে চলছে। তাঁর অভিযোগ, পুকুর বুজিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শুধু নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৬ টি 'বার' গজিয়ে উঠেছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতে বারগুলো রমরমিয়ে চলছে। কেউটিয়ায় জলাভূমি ভরাট নিয়ে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি পুরসভায় কোনও অভিযোগ জমাও পড়ে নি। তবে তিনি বিষয়টি নিয়ে চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করবেন।3
- বর্তমানে এলাকার রাস্তাঘাট উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিক বৈঠক : বড়ঞার BJP নেতা মহঃ জালাল উদ্দিন (আফাজ)-র1
- Post by Jayanta Biswas1