শীতলা মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল! সে অশ্রু দেখে কাঁদছে ভক্তরাও! কয়েকদিন আগে মন্দির থেকে চুরি গিয়েছে শীতলা মাতার গহনা। সেই ঘটনায় এখনও শোক আর ক্ষোভ কাটেনি ভক্তদের মনে। ঠিক সেই আবহেই আজ মকরসংক্রান্তির পবিত্র দিনে মন্দিরে জড়ো হয়ে এক আশ্চর্য দৃশ্য দেখার দাবি উঠছে—শীতলা মাতার চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। ভক্তদের বিশ্বাস, এ শুধু কাকতালীয় নয়। মায়ের গহনা হারানোর যন্ত্রণা, ভক্তদের কষ্ট—সব মিলিয়ে যেন মায়েরই বেদনা প্রকাশ পাচ্ছে ওই অশ্রুতে। কেউ বলছেন, মা কাঁদছেন নিজের অপমান আর অবহেলার জন্য, কেউ আবার বলছেন, এটা ভক্তদের প্রতি মায়ের সতর্ক বার্তা। মকরসংক্রান্তির দিনে, যখন নতুন সূর্যের পথে যাত্রা শুরু হয়, তখন মায়ের চোখের জল ভক্তদের মনে আরও গভীর আবেগের সৃষ্টি করেছে। মন্দির চত্বরে প্রার্থনা, ধূপ-ধুনোর সঙ্গে সঙ্গে অনেকের চোখেও জল। সকলের একটাই প্রার্থনা—মায়ের গহনা ফিরে আসুক, মায়ের মুখে আবার হাসি ফুটুক, আর শীতলা মা রক্ষা করুন তাঁর সন্তানদের। ঘটনা দাসপুর ২ ব্লকের ভুঁইয়াড়া গ্রামের। উ জানুয়ারী দেখা যায় ওই গ্রামের পণ্ডিতদের ৩০০ বছরের প্রাচীন শীতলা মন্দিরে থাকা দেবী মূর্তির প্রায় ৭ লক্ষ টাকার সোনা রূপোর গহনা চুরি গেছে। সেই মন্দিরেই দেবী মূর্তির চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। আর তা ঘিরেই ভক্তদের মধ্যে কার্যত উন্মাদনা। এই ঘটনার সত্যতা যাই হোক, ভক্তদের বিশ্বাসে আজ শীতলা মায়ের অশ্রু হয়ে উঠেছে এক গভীর অনুভূতির প্রতীক।
শীতলা মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল! সে অশ্রু দেখে কাঁদছে ভক্তরাও! কয়েকদিন আগে মন্দির থেকে চুরি গিয়েছে শীতলা মাতার গহনা। সেই ঘটনায় এখনও শোক আর ক্ষোভ কাটেনি ভক্তদের মনে। ঠিক সেই আবহেই আজ মকরসংক্রান্তির পবিত্র দিনে মন্দিরে জড়ো হয়ে এক আশ্চর্য দৃশ্য দেখার দাবি উঠছে—শীতলা মাতার চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। ভক্তদের বিশ্বাস, এ শুধু কাকতালীয় নয়। মায়ের গহনা হারানোর যন্ত্রণা, ভক্তদের কষ্ট—সব মিলিয়ে যেন মায়েরই বেদনা প্রকাশ পাচ্ছে ওই অশ্রুতে। কেউ বলছেন, মা কাঁদছেন নিজের অপমান আর অবহেলার জন্য, কেউ আবার বলছেন, এটা ভক্তদের প্রতি মায়ের সতর্ক বার্তা। মকরসংক্রান্তির দিনে, যখন নতুন সূর্যের পথে যাত্রা শুরু হয়, তখন মায়ের চোখের জল ভক্তদের মনে আরও গভীর আবেগের সৃষ্টি করেছে। মন্দির চত্বরে প্রার্থনা, ধূপ-ধুনোর সঙ্গে সঙ্গে অনেকের চোখেও জল। সকলের একটাই প্রার্থনা—মায়ের গহনা ফিরে আসুক, মায়ের মুখে আবার হাসি ফুটুক, আর শীতলা মা রক্ষা করুন তাঁর সন্তানদের। ঘটনা দাসপুর ২ ব্লকের ভুঁইয়াড়া গ্রামের। উ জানুয়ারী দেখা যায় ওই গ্রামের পণ্ডিতদের ৩০০ বছরের প্রাচীন শীতলা মন্দিরে থাকা দেবী মূর্তির প্রায় ৭ লক্ষ টাকার সোনা রূপোর গহনা চুরি গেছে। সেই মন্দিরেই দেবী মূর্তির চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। আর তা ঘিরেই ভক্তদের মধ্যে কার্যত উন্মাদনা। এই ঘটনার সত্যতা যাই হোক, ভক্তদের বিশ্বাসে আজ শীতলা মায়ের অশ্রু হয়ে উঠেছে এক গভীর অনুভূতির প্রতীক।
- ফোন-পে-র এক ক্লুতেই পর্দাফাঁস, সাত দিনের মাথায় গ্রেফতার ৫ ছিনতাইকারী, রাতভর যৌথ অভিযানে সাফল্য পুলিশের1
- ঘাটাল–পাঁশকুড়া সড়কে দাসপুরে রহস্যজনক মৃ*তদেহ উদ্ধার1
- দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর অঞ্চলের, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটেছে ঘটনাটি1
- ভয়াবহ অগ্নিকাণ্ড কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। কামারপুকুর চটি কাছাকাছি একটি ক্লাব ঘরে আগুন লেগে যায় এবং তার ফলে ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এলাকা বাসির তৎপরতায় ও কামারপুকুর অঞ্চল প্রধানের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকল কেও খবর দেওয়া হয়।4
- হুগলী সিঙ্গুর : হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোদীর সভার প্রস্তুতির কাজ। #newsupdat #hooghly #singur #bjp #tdbangla #PMNarendraModi #tdbangla1
- স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান সংবেদনা ও স্বাগত বিশেষ অতিথি সংবর্ধনা1
- ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায় বাইকের ধাক্কা। বাইকের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। জানা গেছে বুধবারের সকাল প্রায় ১০টা নাগাদ হরিরামপুরের দিক থেকে এক যুবক বাইকে করে আসার সময় নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে রোদে বসে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।1
- মকর সংক্রান্তি চালের গুঁড়ো , মুড়ির মোয়া চিঁড়ের মোয়া কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়1
- মাধবপুর1