Shuru
Apke Nagar Ki App…
খড়গপুরে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং খড়গপুর সতকুই বিডিও অফিসে আজ অনুষ্ঠিত হচ্ছে খড়গপুর সদর ২২৪ ও খড়গপুর ২২৮ বিধানসভা কেন্দ্রের হিয়ারিং। উপস্থিত রয়েছেন BDO, AERO, BLO Supervisor ও OC Election—ভোটার তালিকা
JANJEET KUMAR SAHOO
খড়গপুরে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং খড়গপুর সতকুই বিডিও অফিসে আজ অনুষ্ঠিত হচ্ছে খড়গপুর সদর ২২৪ ও খড়গপুর ২২৮ বিধানসভা কেন্দ্রের হিয়ারিং। উপস্থিত রয়েছেন BDO, AERO, BLO Supervisor ও OC Election—ভোটার তালিকা
More news from West Bengal and nearby areas
- খড়গপুরে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং খড়গপুর সতকুই বিডিও অফিসে আজ অনুষ্ঠিত হচ্ছে খড়গপুর সদর ২২৪ ও খড়গপুর ২২৮ বিধানসভা কেন্দ্রের হিয়ারিং। উপস্থিত রয়েছেন BDO, AERO, BLO Supervisor ও OC Election—ভোটার তালিকা1
- কেমন থাকবে আবহাওয়া? এক নজরে দেখে নিন! বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।1
- ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর পীরতলায় পথ দুর্ঘটনা, আহত ১। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা। বাইকের সাথে সাইলের ধাক্কা। গুরুতর জখম সাইকেল চালক। তাকে উদ্ধার পড়ে পাঠানো হয় হাসপাতালে।1
- আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতি রক্ষার্থে ব্যাঁজা তুঁই অর্থাৎ তীর নিক্ষেপ প্রতিযোগিতা1
- দাসপুরের আজুড়িয়ায় এসে কি বললেন তৃণমূলের সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী রাজন্যা হালদার1
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1
- উপযুক্ত কারণ ছাড়ায় দফায় দফায় এসআরআই এর নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে গ্রামবাসীদের । এই অভিযোগ তুলে এসআরআই এর শুনানির নোটিশ দিতে আসা বিএলওকে ঘেরাও করে দীর্ঘ দেড় ঘন্টা বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি, বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের। জানা গিয়েছে, জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ নম্বর বুথে এদিন ৮৪ জনের নামে এসআরআই এর শুনানির নোটিশ দেওয়ার জন্য হাজির হয় বিএলও দিলীপ কুমার মন্ডল। অভিযোগ, নোটিশ দিতে আসা বিএলও এর কাছে নোটিশের কারণ জানতে চাই গ্রামবাসীরা। উপযুক্ত কারণ না জানানোয় উত্তেজিত গ্রামবাসীরা বিএলও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএলও গ্রামের যে কয়েকজনকে নোটিশ ধরিয়েছিলেন তারাও বিএলও কে নোটিশ ফিরিয়ে দেন। পরে অবশ্য ঝাড়গ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে গ্রামবাসীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যগত অসঙ্গতি থাকায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও নোটিশ দেওয়ার জন্য গিয়েছিল।1
- ঘাটাল–পাঁশকুড়া ব্যস্ত সড়কের একেবারে ধারেই সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন ছোট্ট ছোট্ট পা নিয়ে জীবনের প্রথম পাঠ নিতে আসে শিশুরা, আর সেই পথ চলার মধ্যেই লুকিয়ে থাকে দুর্ঘটনার আশঙ্কা। সেই ঝুঁকি কমাতেই বৃহস্পতিবারের দুপুরে এক মানবিক উদ্যোগ নিল দাসপুর থানা। স্কুল প্রাঙ্গণে এসে শিক্ষার্থীদের পথ নিরাপত্তার পাঠ দিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি অন্যান্যদের মাঝে ছিলেন সেকেন্ড অফিসার তরুণ হাজরা। কীভাবে রাস্তা পার হতে হবে, কোথায় দাঁড়াতে হবে, গাড়ির শব্দ শুনে কীভাবে সতর্ক হতে হবে—সহজ ভাষায়, শিশুদের বোঝার মতো করেই শেখালেন তিনি। কখনও হাত তুলে দেখিয়ে, কখনও প্রশ্ন করে, কখনও আবার হাসিমুখে গল্পের ছলে বুঝিয়ে দিলেন ট্রাফিক নিয়মের গুরুত্ব। শুধু নিয়ম শেখানো নয়, শিশুদের মনে সচেতনতার বীজ বুনে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষকরাও পাশে থেকে উদ্যোগকে স্বাগত জানান। ব্যস্ত সড়কের ধারে থাকা এমন একটি বিদ্যালয়ে পুলিশের এই উপস্থিতি অভিভাবকদের মধ্যেও আশ্বাস জাগাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাজি বলেন,আইনশৃঙ্খলা রক্ষার বাইরেও যে পুলিশ সমাজের দায়িত্ব নেয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়ে ভাবে—সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের এই দিনটি তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।1