রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় শুরু হলো ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচার। শনিবার সকালে ভবানীপুর ব্রিজ মোড়ে দলীয় পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লক সভাপতি মুশারফ হোসেন। ২০১১ সাল থেকে মা–মাটি–মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ। এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর ও ভিঙ্গোল এই তিনটি অঞ্চলের ট্যাবলো উদ্বোধন করা হয়। এই ট্যাবলো গুলি আজ থেকেই এই তিনটি অঞ্চলের প্রতিটি বুথ ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূরপ্রসারী ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তাজমুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মুশারফ হোসেন বলেন,তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে সেইসব প্রকল্পের কথা তুলে ধরতেই পাঁচালীর গান রচনা করা হয়েছে। সেই গানই ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় শুরু হলো ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচার। শনিবার সকালে ভবানীপুর ব্রিজ মোড়ে দলীয় পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লক সভাপতি মুশারফ হোসেন। ২০১১ সাল থেকে মা–মাটি–মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ। এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর ও ভিঙ্গোল এই তিনটি অঞ্চলের ট্যাবলো উদ্বোধন করা হয়। এই ট্যাবলো গুলি আজ থেকেই এই তিনটি অঞ্চলের প্রতিটি বুথ ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূরপ্রসারী ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তাজমুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মুশারফ হোসেন বলেন,তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে সেইসব প্রকল্পের কথা তুলে ধরতেই পাঁচালীর গান রচনা করা হয়েছে। সেই গানই ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
- আবারও বেশ কিছু ট্রেন বাতিল দশ দিন পুরোটা দেখুন বিস্তারিত জেনে নিন1
- 📱 iPhone 12 Full Body Damage Repair | Power Button Issue | Display Replacement1
- আজ খড়গপুর ২২৮ বিধানসভার অন্তর্গত ৪ নং কলাইকুন্ডা অঞ্চলর পাচুরুলিয়া মোড় থেকে দিদির 'উন্নয়নের পাঁচালি' র প্রচার গাড়ির শুভঃ সূচনা করলেন খড়গপুর ২২৮ গ্রামীন বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী দীনেন রায় মহাশয় সঙ্গে ছিলেন ব্লক সভাপতি ,ব্লক সহ-সভাপতি , অঞ্চল সভাপতি, সহ অন্যান্য নেতৃবৃন্দ তারি বিশেষ মুহূর্ত। #UnnoyonerPachali #Medinipur #খড়গপুর #Kharagpur #AITC #TMC #AllIndiaTrinamoolCongress #MamataBanerjee #AbhishekBanerjee ##Kharagpurassembly4
- Post by Gouranga Majumder1
- বাংলাদেশি ক্রিকেটারকে কোটি টাকার চুক্তি, অথচ উপেক্ষিত ত্রিপুরার প্রতিভা—প্রশ্ন তুললেন মহারাজা প্রদ্যোৎ মানিক্য” ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও টিপরা মথা দলের নেতা মহারাজা প্রদ্যোৎ মানিক্য এক সামাজিক মাধ্যমের পোস্টে ক্রিকেট ও জাতীয় মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একদিকে বাংলাদেশি এক ক্রিকেটার কোটি টাকার চুক্তি পাচ্ছেন, অন্যদিকে ভারতের প্রতিভাবান ক্রিকেটার মণি শংকর মুরাসিং-এর মতো খেলোয়াড়রা উপেক্ষিত থেকে যাচ্ছেন। মহারাজা প্রদ্যোৎ মানিক্যের প্রশ্ন—ভারত কি তার নিজস্ব প্রতিভাদের যথাযথ সম্মান দিচ্ছে? পাশাপাশি তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টিপরা মথা দলই কেন একাধিক ইস্যুতে প্রকাশ্যে কথা বলছে, যখন অন্যরা নীরব—তা নিয়েও জাতির আত্মসম্মান ও জাতীয় পরিচয় নিয়ে ভাবনার আহ্বান জানান তিনি। 👉 এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ক্রীড়ামহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।1
- ডুম্বুর তীর্থমুখ মেলা ২০২৬-কে সুশৃঙ্খল, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে শনিবার আগরতলার সেক্রেটারিয়েটের দুই নম্বর হলঘরে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ, হস্ততাঁত–হস্তশিল্প ও রেশম দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার কর্তারা। বৈঠকে মেলা উপলক্ষে সার্বিক প্রস্তুতির প্রতিটি দিক খুঁটিয়ে পর্যালোচনা করা হয়। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য ও স্যানিটেশন, নিরাপত্তা পরিকল্পনা, পর্যটন প্রচার এবং সাংস্কৃতিক আয়োজন—কোনও ক্ষেত্রই আলোচনার বাইরে থাকেনি।সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্ট ভাষায় জানান, “ডুম্বুর তীর্থমুখ কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়—এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের নিরাপত্তা এবং সুবিধাই হবে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি নির্দেশ দেন, মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, সুসংহত ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার জন্য আগাম ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।একই সঙ্গে স্থানীয় জনজাতি শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। হস্ততাঁত ও হস্তশিল্পের প্রদর্শনী ও বিপণনের মাধ্যমে যাতে মেলার অর্থনৈতিক সুফল সরাসরি স্থানীয় মানুষের কাছে পৌঁছয়, সে বিষয়েও দিকনির্দেশ দেন মন্ত্রী।প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী মাসগুলিতে ধারাবাহিক সমন্বয় বৈঠকের মাধ্যমে প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ডুম্বুর তীর্থমুখ মেলা ২০২৬—এবারও যেন শৃঙ্খলা, নিরাপত্তা ও ঐতিহ্যের সুষম মেলবন্ধনে স্মরণীয় হয়ে ওঠে, সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রশাসন।1
- বাড়ির সামনে থেকে শিক্ষকের বাইক চুরি ! সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি ধরা পড়ার পড়েও অধরা দুষ্কৃতিরা। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও কোনও কিনারা না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাত সকালে শিক্ষক মহম্মদ কামারুজ্জামান নিজের বাড়ির সামনে বাইক রেখে নামাজ পড়ছিলেন। অর্ধেক ঘন্টা পর এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী তাঁর বাইকের হ্যান্ডেলের লক ভেঙে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে । শিক্ষক কামারুজ্জামান বলেন,মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়েরর পাশে দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। বহিরাগত দুষ্কৃতীদের আড্ডা বাড়ছে এলাকায়। নেশার টাকা যোগাড় করতে তারা এই ধরনের চুরির কাজ করছে। পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা না নিলে এলাকায় আরও চুরির সংখ্যা বাড়বে। দুষ্কৃতিদের একেরপর এক এই ধরনের কান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।1
- पुलियो मुक्त भारत के गठन पर सिपाहीजला में प्रेस वार्ता** आजाद भारत के निर्माण के उद्देश्य से शनिवार की दोपहर सिपाहीजला जिला प्रशासन कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया. संवाददाता सम्मेलन में सिपाहीजला जिले के जिलाधिकारी डॉ. सिद्धार्थ शिव जुसवाल और जिला स्वास्थ्य अधिकारी डॉ. देबाशीष दास उपस्थित थे। संवाददाता सम्मेलन में जिला आयुक्त डॉ. सिद्धार्थ शिव जुसवाल ने बताया कि 21 अगस्त से 23 अगस्त तक जिले के शून्य से पांच वर्ष तक के सभी बच्चों के बीच विशेष पोलियो टीकाकरण कार्यक्रम अपनाया गया है. इस कार्यक्रम के माध्यम से जिले के हर बच्चे को टीकाकरण के दायरे में लाने के लक्ष्य के साथ प्रशासन और स्वास्थ्य विभाग मिलकर काम करेंगे. उन्होंने आगे कहा कि जिले के सुदूरवर्ती इलाकों से लेकर शहरी इलाकों तक हर टीकाकरण केंद्र पर पर्याप्त उपाय किये गये हैं, ताकि कोई भी बच्चा टीकाकरण से वंचित न रह जाये. उन्होंने यह भी कहा कि इस कार्यक्रम को सफल बनाने के लिए अभिभावकों की जागरूकता एवं सहयोग बहुत जरूरी है. जिला स्वास्थ्य अधिकारी डॉ देबाशीष दास ने पत्रकारों को टीकाकरण कार्यक्रम के तकनीकी पहलुओं और स्वास्थ्य विभाग की तैयारियों के बारे में जानकारी दी. ---1
- এগরা পৌরসভা আস্থা ভোট1