Shuru
Apke Nagar Ki App…
SIR নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, বক্তব্য রাখছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র
Jayanta Biswas
SIR নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, বক্তব্য রাখছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- SIR আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। মঙ্গলবার SIR হেয়ারিং-এর জন্য ডাক পরেছিল কান্দি থানার হিজল নতুনপাড়ার বাসিন্দা ইব্রাহীম সেখের। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা। কান্দি থানার আইসি গাড়ি করে রেকশোনা বিবিকে বাড়ি পৌঁছে দেন। পরিবার সুত্রে জানাযায়, বাড়িতে হেয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিল ইব্রাহীম। ইব্রাহীম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেকশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে মঙ্গলবার হাজির হয় কান্দি ব্লকের SIR হেয়ারিং ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে, কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পরে রেকশোনা বিবি। স্ত্রীর অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকার সাথে ইব্রাহীমের বাবার নাম বর্তমান ভোটার তালিকায় মিস ম্যাচ হওয়ায় তাকে হেয়ারিং-এ ডাকা হয়েছিল। এই নোটিশ পেয়ে আতঙ্কে সে আত্মহত্যা করেছে। দুই সন্তান কে কি ভানে মানুষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কান্দির বিধায়ক অপুর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা ইব্রাহীমের দেহ বাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অরিন্দম গুইনের সহযোগিতায় এবং শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিকাশ দাস, CEO, পান্ডুয়া KALPATARUPA আঃ নাসিম মন্ডলের ব্যবস্থাপনায় হুগলির বৈদ্যবাটির চাপসরা সতীশ চন্দ্র বিদ্যানিকেতনে সুস্থায়ী কৃষি ও পুষ্প মেলা সুভাষ উৎসব1
- সারা ভারত যুবলীগ (বৈদ্যবাটি কমিটির) পরিচালনায় হুগলির বৈদ্যবাটির বিএস পার্ক ময়দানে নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬1
- নদীয়া জেলার করিমপুরে ভয়াবহ বাস দূর্ঘটনার মুহুর্তের ভিডিও ভাইরাল1
- Post by Mile Enterprise1
- Mother Mary Public School1
- Election Commission : বি*স্ফোরক শিউলি সাহা! SIR ইস্যুতে কমিশনকে চাঁচাছোলা আ*ক্রমণ... যা বললেন, শুনুন #electioncommission #SIR #sir2026 #sir2025 #trinamoolcongress #keshpur #tmc #bjp1
- নওদা ব্লকের কোদালকাটী ঈদগাহ ময়দানে বাউন্ডারি ওয়াল-এর শুভ উদ্বোধন নওদা ব্লকের বালি ২ নম্বর অঞ্চলের কোদালকাটী ঈদগাহ ময়দানের বাউন্ডারি ওয়াল-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে এই বাউন্ডারি ওয়াল-এর উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল নেতৃত্ব, স্থানীয় প্রধান ও উপপ্রধান, জনপ্রতিনিধি সহ দলীয় কর্মী-সমর্থকরা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দেওয়া হয়।1
- ২৮শে জানুয়ারি সিঙ্গুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরই প্রাক্কালে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব পরিদর্শনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সাংফদ মিতালী বাগ, হুগলির ডিএম খুরশীদ আলী কাদেরী, বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক তথা সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, বিধায়ক করবি মান্না, জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি এবং অন্যান্য সরকারি আধিকারিকরা।1