Shuru
Apke Nagar Ki App…
Samim Reja
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালদা তে পিঠেপুলি উৎসব পালন করা হল রুপ সনাতন মিলন মন্দিরে। শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। প্রায় পাঁচ শতাধিক পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রীচৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। মঙ্গলবার পিঠে পুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলে উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয় এদিন। এই প্রথম ঘটা করে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, ও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকেই পূজার্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে । সংকীর্তনের মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় ১০ রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য সারা বছর মন্দিরে যে কোন অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি।1
- SIR- এ অমর্ত্য সেন কে নোটিশ কমিশনকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও নোটিস পাঠানো হয়েছে বলে এ দিন জানান অভিষেক। একই সঙ্গে অভিনেতা দেব ও ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিস পাঠানোর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অভিষেকের দাবি, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর মাধ্যমে বাংলার বাঙালিকে টার্গেট করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন পোড়া কপাল যে অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছে। যিনি নোবেল পেয়েছেন, বিশ্বমঞ্চে দেশের নাম সমৃদ্ধ করেছেন। গতকাল দেখলাম দেবকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। মহম্মদ শামি, যিনি দেশের জন্য বিশ্বকাপ জিতেছেন, তাঁকেও নোটিস পাঠিয়েছে। আসলে নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত বলছে।’ অভিষেকের বার্তা, ‘আগামিদিনে বিজেপিকে আনম্যাপ করার ডাক দেবেন বাংলার মানুষ।’1
- আধুনিক স্বাস্থ্য পরিষেবার পথে এক ধাপ এগোল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল1
- পরিত্যক্ত গাড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, চালক পলাতক1
- বিধাননগর সেন্ট্রাল ব্যাংকে নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে আহত এক শিশুসহ মোট ৫ জন!1
- লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার অন্তর্গত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। সোমবারের এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘি থানার রসাখোয়া সঈদপুর এলাকার বাসিন্দা তনু সিংহ রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার সে প্রাইভেট টিউশন পড়তে রসাখোয়ায় আসে। পড়া শেষ করে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় একটি লরি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয় তনু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘি থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।1
- মালদা তে পিঠেপুলি উৎসব পালন করা হল রুপ সনাতন মিলন মন্দিরে। শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। প্রায় পাঁচ শতাধিক পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রীচৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। মঙ্গলবার পিঠে পুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলে উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয় এদিন। এই প্রথম ঘটা করে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, ও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকেই পূজার্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে । সংকীর্তনের মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় ১০ রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য সারা বছর মন্দিরে যে কোন অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি।1
- চ্যাংড়াবান্দায় নাম সংকীর্তনের সূচনা 20261
- পিকনিক চলাকালীন মারধরে মৃত্যু, তদন্তে গতি পুলিশের1