Shuru
Apke Nagar Ki App…
পাহাড়-প্রকৃতি-সংস্কৃতির মিলনে পুরুলিয়ার রঘুনাথপুর পাবড়া পাহাড় পর্যটন উৎসব পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
Bidyut Mallik
পাহাড়-প্রকৃতি-সংস্কৃতির মিলনে পুরুলিয়ার রঘুনাথপুর পাবড়া পাহাড় পর্যটন উৎসব পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- पश्चिम बर्धमान के आसनसोल:- देश के 77वें गणतंत्र दिवस के अवसर पर आज आसनसोल के पोलो मैदान में जिला प्रशासन की ओर से झंडारोहण कार्यक्रम आयोजित किया गया। जिला शासक एस. पोन्नवलम ने राष्ट्रीय ध्वज फहराया। इस अवसर पर उन्हें परंपरागत तरीके से गार्ड ऑफ ऑनर प्रदान किया गया। कार्यक्रम को संबोधित करते हुए जिला शासक ने कहा कि 26 जनवरी का दिन सभी भारतवासियों के लिए अत्यंत महत्वपूर्ण है। इसी दिन वर्ष 1950 में देश को संविधान प्राप्त हुआ और भारत एक लोकतांत्रिक गणराज्य के रूप में स्थापित हुआ। उन्होंने सभी से संविधान और गणतंत्र की रक्षा के लिए एकजुट होकर आगे आने का आह्वान किया। कार्यक्रम में देशभक्ति का माहौल देखने को मिला।1
- পানাগড়ে তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলোর দোকানে মালিকের ছোট ছেলে মশা মারার ধুপ জ্বালাতে যাই। তখনই আগুন ধরে যায়। শিশুটিকে বাঁচানোর জন্য ছুটে যায় মা। দুজনেই অল্প বিস্তর ঝলসে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।4
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের পোলো ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্নবলম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তাঁকে প্রথাগতভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক ও গর্বের দিন। ১৯৫০ সালের এই দিনেই দেশ তার সংবিধান লাভ করে এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে পোলো ময়দান ভরে ওঠে।1
- প্রজাতন্ত্র দিবস উদযাপন বাঁকুড়ার স্কুলে স্কুলে1
- চন্দ্রকোনাতে দুর্ঘটনার কবলে বাস ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে দুর্ঘটনার কবলে বাস। স্থানীয় সূত্রে জানা যায় ভোরবেলা একটি বাস ধাক্কা মারে একটি মাল বাহী লরিতে, দুমড়ে মুচড়ে যায় বাস এর সামনের অংশ, ঘটনাটি ঘটেছে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে।3
- ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদযাপিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ঝাড়গ্রাম জেলাতে বর্ণাঢ্য অনুষ্ঠান ও স্বগৌরবের সাথে পালন করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে। অভিবাদন নেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আকাঙ্খা ভাষ্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। আজ কুচকাওয়াজে গান স্যালুট, বিভিন্ন ট্যাবলো প্রদর্শিত হয়। বিভিন্ন স্কুল সহ ২২টি টিম প্যারেডে অংশ নেয়। বিভিন্ন প্রকল্প সহ ২৩ টি ট্যাবলো এবং ৯টি কালচারাল টিম অংশ নেয় কুচকাওয়াজ এ। ভারতের জাতীয় জীবনে ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর বলেন আমাদের সংবিধান আমাদের আত্মা, লাল মাটির জেলা ঝাড়গ্রাম, এখানকার মাটি শ্রম ও ত্যাগের প্রতীক। পাহাড়, জঙ্গল তার সৌন্দর্য বহন করে। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে, যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে স্মরণ করিয়ে দেবে।3
- প্রতি বছরের মতো এবছরও ২৬শে জানুয়ারি সাঁওতালডি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে মহা সমারোহে পালিত হলো সাধারণতন্ত্র দিবস। সোমবার সকাল প্রায় দশটা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম শ্রী গণেশ চন্দ্র মাজী মহাশয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নেপাল চন্দ্র প্রামাণিক। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উদ্বোধনী বক্তব্যে সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য, সংবিধানের গুরুত্ব এবং দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্চ পাস্ট, পিটি প্রদর্শনী, দেশাত্মবোধক গান ও নৃত্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকারাও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি দেশাত্মবোধক আবহে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।1
- पश्चिम बर्धमान के आसनसोल:-भारत के 77वें गणतंत्र दिवस के अवसर पर आज दयानंद विद्यालय में राष्ट्रीय ध्वज फहराया गया। इस कार्यक्रम में विद्यालय के सभी शिक्षक और कर्मचारी उपस्थित रहे। राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक ने झंडा फहराया। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, आर्य समाज की ओर से अरुण शर्मा सहित कई गणमान्य व्यक्ति मौजूद थे। झंडारोहण के बाद मंत्री मलय घटक ने कहा कि गणतंत्र दिवस हर भारतीय के लिए गर्व का दिन है, क्योंकि इसी दिन देश को संविधान मिला और भारत एक लोकतांत्रिक गणराज्य बना। वहीं नगर निगम चेयरमैन अमरनाथ चटर्जी ने भी गणतंत्र दिवस के महत्व पर प्रकाश डालते हुए कहा कि आज के दिन सभी को यह संकल्प लेना चाहिए कि हम अपने संविधान और गणतंत्र की रक्षा के लिए सदैव प्रतिबद्ध रहेंगे।1
- কাঁকসার পানাগড়ে পুরনো জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা টোটোতে ট্রাক্টরের ধাক্কার অভিযোগ। আহত টোটো চালক। এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সাথে বচসা। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে অহরহ বালির গাড়ির যাতায়াত। সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। এর পিছনে মদত রয়েছে কাঁকসা থানার পুলিশের। দ্রুততার সাথে কড়া ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি এলাকাবাসীর। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।2