ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদযাপিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ঝাড়গ্রাম জেলাতে বর্ণাঢ্য অনুষ্ঠান ও স্বগৌরবের সাথে পালন করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে। অভিবাদন নেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আকাঙ্খা ভাষ্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। আজ কুচকাওয়াজে গান স্যালুট, বিভিন্ন ট্যাবলো প্রদর্শিত হয়। বিভিন্ন স্কুল সহ ২২টি টিম প্যারেডে অংশ নেয়। বিভিন্ন প্রকল্প সহ ২৩ টি ট্যাবলো এবং ৯টি কালচারাল টিম অংশ নেয় কুচকাওয়াজ এ। ভারতের জাতীয় জীবনে ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর বলেন আমাদের সংবিধান আমাদের আত্মা, লাল মাটির জেলা ঝাড়গ্রাম, এখানকার মাটি শ্রম ও ত্যাগের প্রতীক। পাহাড়, জঙ্গল তার সৌন্দর্য বহন করে। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে, যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে স্মরণ করিয়ে দেবে।
ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদযাপিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ঝাড়গ্রাম জেলাতে বর্ণাঢ্য অনুষ্ঠান ও স্বগৌরবের সাথে পালন করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে। অভিবাদন নেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আকাঙ্খা ভাষ্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। আজ কুচকাওয়াজে গান স্যালুট, বিভিন্ন ট্যাবলো প্রদর্শিত হয়। বিভিন্ন স্কুল সহ ২২টি টিম প্যারেডে অংশ নেয়। বিভিন্ন প্রকল্প সহ ২৩ টি ট্যাবলো এবং ৯টি কালচারাল টিম অংশ নেয় কুচকাওয়াজ এ। ভারতের জাতীয় জীবনে ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর বলেন আমাদের সংবিধান আমাদের আত্মা, লাল মাটির জেলা ঝাড়গ্রাম, এখানকার মাটি শ্রম ও ত্যাগের প্রতীক। পাহাড়, জঙ্গল তার সৌন্দর্য বহন করে। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে, যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে স্মরণ করিয়ে দেবে।
- ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদযাপিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ঝাড়গ্রাম জেলাতে বর্ণাঢ্য অনুষ্ঠান ও স্বগৌরবের সাথে পালন করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে। অভিবাদন নেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আকাঙ্খা ভাষ্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। আজ কুচকাওয়াজে গান স্যালুট, বিভিন্ন ট্যাবলো প্রদর্শিত হয়। বিভিন্ন স্কুল সহ ২২টি টিম প্যারেডে অংশ নেয়। বিভিন্ন প্রকল্প সহ ২৩ টি ট্যাবলো এবং ৯টি কালচারাল টিম অংশ নেয় কুচকাওয়াজ এ। ভারতের জাতীয় জীবনে ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর বলেন আমাদের সংবিধান আমাদের আত্মা, লাল মাটির জেলা ঝাড়গ্রাম, এখানকার মাটি শ্রম ও ত্যাগের প্রতীক। পাহাড়, জঙ্গল তার সৌন্দর্য বহন করে। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে, যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে স্মরণ করিয়ে দেবে।3
- Post by JANJEET KUMAR SAHOO1
- চন্দ্রকোনাতে দুর্ঘটনার কবলে বাস ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে দুর্ঘটনার কবলে বাস। স্থানীয় সূত্রে জানা যায় ভোরবেলা একটি বাস ধাক্কা মারে একটি মাল বাহী লরিতে, দুমড়ে মুচড়ে যায় বাস এর সামনের অংশ, ঘটনাটি ঘটেছে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে।3
- পাঁচবেড়িয়ার ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছেলের চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের,সোমবারের দুপুরেই দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি সাথে মহকুমা সহকারী স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দূর্গপদ রাউৎ পৌঁছে গেলেন দাসপুর থানার পাঁচবেড়িয়ার ওই অন্নপূর্ণা নার্সিংহোমে। নার্সিং হোমের সমস্ত ব্যবস্থাপনা, ওটি ঘুরে দেখলেন। মৃত সুশান্ত মাজির ইঞ্জুরি রিপোর্ট থেকে,সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেখলেন এবং কোন কোন চিকিৎসক,এনেস্থিসিয়ান এই অপারেশনে ইনক্লুড ছিলেন তাঁদের নামও নথিভুক্ত করলেন। সমস্ত নথি কার্যত সিজ করে তিনি নিয়ে গেলেন। এক কথায় এই মৃত্যু খুব একটা যে স্বাভাবিক নয় তা স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসতেই আন্দাজ হচ্ছে। জানা গেছে এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ কমিটি গঠন হবে সেই কমিটিতে অভিজ্ঞ চিকিৎসকরাও থাকবেন। মাত্র ১৭ বছরের তরতাজা ছেলেটার দুর্ঘটনায় হাতের হাড়ে ফাট। সামান্য সেই অপারেশন করাতে গিয়ে ছেলেটার চরম পরিণতি হবে? বাড়ির ছোটো ছেলেটা আর বাড়ি ফিরবে না। স্বভাভিকভাবে, মেনে নিতে পারেনি পরিবার। দাসপুর থানার পাঁচবেড়িয়ার এই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে পরিবারের লোকজন হামলা চালায়। ভাঙচুর করে। হাতে গোণা কয়েকজন থেকে কয়েকশো লোক জড়ো হয় রবিবারের বিকেলে। নার্সিং হোমে হামলার পাশাপাশি সরাসরি পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা। একের পর এক পুলিশ সাংবাদিক আহত হচ্ছে। একটা মর্মান্তিক ঘটনায় আর সহানুভূতির জায়গা থাকলো? তরতাজা ওই ছেলের মৃত্যু বা এমন ঘটনা কাম্য নয়। কিন্তু তার জন্য আইন আছে আদালত আছে। আদালতে নির্দিষ্টভাবে দাসপুরের পাঁচবেড়িয়ার ওই নার্সিংহোম এর বিরুদ্ধে মামলা করা যায়। ভাংচুর পুলিশ বা সাংবাদিকদের উপর ইঁট বৃষ্টি কি সমাধানের পথ? না এই ঘটনাকে হাতিয়ার করে পর্দার পিছনে থাকা কেউ বা কারা অন্যকিছু ষড়যন্ত্র করছিলেন। কে বা কারা এই ইঁটের জোগান দিল? মৃতের পরিবারের জটলার মাঝে অচেনা কিছু ব্যক্তি কিভাবে ঢুকে গেল? সমস্ত বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের এতটা অবহেলা কেন? সামান্য একটা অপারেশন করতে গেলেও এমন পরিণতি? প্রশ্ন অনেক। দাসপুর থানার সাহাপুরের বছর ১৭ এর সুশান্ত সোনামুই হাইস্কুল থেকে এবার উচ্চমাধ্যমিক দেবার কথা। ২৫ জানুয়ারী বিকেলে বাইক নিয়ে বেরিয়ে সুশান্ত জগন্নাথপুর বাস স্ট্যান্ডে ঘাটাল পাঁশকুড়া সড়কে এক সাইকেলে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাবা আশোক মাজি গ্রামীন চিকিৎসক। ছেলেকে নিয়ে যান পাঁচবেড়িয়ার এই অন্নপূর্ণা নার্সিংহোমে। দেখা যায় ছেলের হাত ভেঙে গেছে। অপারেশন করতে হবে। নার্সিংহোম মালিক বলরাম সাউ এর সাথে এই ছেলের বাবা আশোকের জানাশোনা ছিল। ঠিক হয় ২৬ জানুয়ারী অপারেশ হবে। অপারেশন করবেন অর্থপেডিক সার্জেন্ট ডাক্তার দেবদীপ কারক সাথে এনেস্থিসিয়ান ডাক্তার শুভ্রকান্তি সেনগুপ্ত। কিন্তু ২৬ তারিখ বিকেল থেকে উত্তপ্ত হয় পাঁচবেড়িয়ার অন্নপূর্ণা নার্সিংহোম এলাকা। সুশান্তকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়ে পরিবার। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতির গুরুত্ব বুঝে পৌঁছায় পুলিশ। হঠাৎই ইঁট ছোঁড়া শুরু। আহত হয় দুই সাংবাদিক। একের পর এক পুলিশের মাথায় ইঁট পড়ে বাদ যায়নি মহিলা পুলিশরাও। পুলিশ বাধ্যহয় লাঠি চার্জ করতে। দেখা যায় হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত। ঘটনায় মোট ১৩ জন গ্রেফতার। ওই নার্সিংহোমের ভবিষ্যত কী তাই এখন বড় প্রশ্ন। স্বাস্থ্য দপ্তরের তদন্তের রিপোর্ট কী হয় তাই দেখার।1
- প্রজাতন্ত্র দিবস উদযাপন বাঁকুড়ার স্কুলে স্কুলে1
- Post by Shantanu Rajak Shantanu Rajak2
- এবার জাগছে নারীশক্তি, মদ খেয়ে বাড়িতে এসে আর চলবে না অত্যাচার। সাবধান মদ্যপ পুরুষরা। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলিতে একাধিক চোলাই মদের ঠেক গজিয়ে উঠেছে। অবৈধ চোলাই মদ খেয়ে একদিকে যেমন যুব সমাজ কর্ম বিমুখ হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, অন্যদিকে গৃহস্থের সঞ্চিত অর্থ নিয়ে বাড়ির পুরুষেরা মদ খেয়ে বাড়ির মহিলাদের উপর নির্যাতন সহ ধীরে ধীরে ও শ্রম বিমুখ হয়ে পড়ছে। এই পরিস্থিতি ঠেকাতে গ্রামে গ্রামে জাগছে নারী শক্তি। ব্যানার, প্লেকার্ড সহকারে গ্রামে গ্রামে মিছিলে সামিল হচ্ছে শয়ে শয়ে মহিলা। জোর করে ভেঙ্গে দেওয়া হচ্ছে গ্রামে গড়ে ওঠা চোলাই মদের ভাটি। অথচ পুলিশ প্রশাসনের খুব একটা নজর নেই বিষয়গুলির উপর। জেলার বিভিন্ন গ্রামে মহিলা স্বনির্ভর দলের উদ্যোগে মদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হলেও প্রশাসনিকভাবে গ্রামে গ্রামে গিয়ে অবৈধ ভাটি উচ্ছেদের তেমন কোন বড় ঘটনা জেলায় লক্ষ করা যায়নি। সোমবার বরাবাজার ব্লকের অন্তর্গত আমড়াবেড়া গ্রামের মহিলা স্বনির্ভর দলের প্রায় শতাধিক মহিলা প্লেকার্ড সহ গ্রামে মদ বিক্রি করা চলবে না দাবিতে সোচ্চার হয়ে এক মিছিল সংগঠিত করে। তাদের দাবি গ্রামে গ্রামে গড়ে ওঠা অবৈধ মদের ঠেকগুলো বন্ধ করতে হবে। গ্রামের ভিতরে মদ খাওয়া চলবে না। বিষয়গুলি বন্ধ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান।2
- নন্দীগ্রামে সমবায় নির্বাচনের আগের দিন রাতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।1