logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী।

3 days ago
user_শান্তিব্রত মাইতি
শান্তিব্রত মাইতি
Private Tutor খেজুরি ১, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
3 days ago
523d7f7f-2f95-407d-8119-57433074bff0
7c4e5a31-5cd0-49c1-9b7a-0e08e152146c
7aa1ba9a-f372-45fa-b516-c8ac0f2d4ebe
84cd9372-b043-4007-8545-d91dc9d5b1d1
eb6d8323-1fb0-45f8-8782-282448f3f3c9

নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী।

  • user_শান্তিব্রত মাইতি
    শান্তিব্রত মাইতি
    খেজুরি ১, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
    🙏
    42 min ago
More news from 24 Paraganas South and nearby areas
  • রায়দিঘি বোলের বাজারে মৃদঙ্গ সেতু থেকে দেখা গেল নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল আকৃতির কুমির...
    1
    রায়দিঘি বোলের বাজারে মৃদঙ্গ সেতু থেকে দেখা গেল নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল আকৃতির কুমির...
    user_Gopi kishor Bera
    Gopi kishor Bera
    journalist Kulpi, 24 Paraganas South•
    18 hrs ago
  • বিরোধী দলনেতার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন অমল পন্ডা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অযোধ্যাপুরে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দিল ভারতীয় জনতা পার্টি। বেকারত্ব, দুর্নীতি, লুট, নারী নির্যাতন এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাস্থল জুড়ে গেরুয়া রঙে ভরে ওঠে এলাকা, যা রাজনৈতিকভাবে ডেবরা ও আশপাশের বিধানসভাগুলিতে বিজেপির শক্তি প্রদর্শনের বার্তা বহন করে। এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সবং বিধানসভার প্রভাবশালী তৃণমূল নেতা অমল পণ্ডার বিজেপিতে যোগদান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। রাজনৈতিক মহলের মতে, অমল পণ্ডা এক সময় তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারপারসন সহ জেলা ও সবং বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সবং ও গোটা জেলার রাজনৈতিক পরিস্থিতি তাঁর নখদর্পণে। এমন একজন হেভিওয়েট নেতার দলবদল ডেবরা ও সবং বিধানসভা সহ গোটা জেলার রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
    1
    বিরোধী দলনেতার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন অমল পন্ডা।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অযোধ্যাপুরে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দিল ভারতীয় জনতা পার্টি। বেকারত্ব, দুর্নীতি, লুট, নারী নির্যাতন এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের সভায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাস্থল জুড়ে গেরুয়া রঙে ভরে ওঠে এলাকা, যা রাজনৈতিকভাবে ডেবরা ও আশপাশের বিধানসভাগুলিতে বিজেপির শক্তি প্রদর্শনের বার্তা বহন করে।
এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সবং বিধানসভার প্রভাবশালী তৃণমূল নেতা অমল পণ্ডার বিজেপিতে যোগদান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। রাজনৈতিক মহলের মতে, অমল পণ্ডা এক সময় তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারপারসন সহ জেলা ও সবং বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সবং ও গোটা জেলার রাজনৈতিক পরিস্থিতি তাঁর নখদর্পণে। এমন একজন হেভিওয়েট নেতার দলবদল ডেবরা ও সবং বিধানসভা সহ গোটা জেলার রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
    user_Tarak Hari
    Tarak Hari
    Journalist - News Media House ডেবরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • kobhi Siddharth Charan Ghatak
    1
    kobhi Siddharth Charan Ghatak
    user_Uday Mondal
    Uday Mondal
    Journalist উলুবেড়িয়া ১, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • মঙ্গলবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ দায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হলো দুইজনের মৃতদের নাম পার্থপ্রতিম দেঁড়ে বয়স ৪৪, এবং পরান দিয়াশী ওরফে শ্রীকান্ত বয়স ৪২।আহত বিকাশ পাত্র,জানা গেছে এদিন এরা দুজন মুরগি বোঝাই গাড়ি নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে বাগনানে বাড়িতে ফিরছিল,নবাসনের কাছে বরুণ দায় রাস্তার গাড়ি দাঁড় করানো একটি চার চাকার গাড়ি র পিছনে সরাসরি ধাক্কা মারে। আশপাশের লোকজন বিকট আওয়াজে ছুটে এসে যখনদের উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নবাসন গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
    4
    মঙ্গলবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ দায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হলো দুইজনের মৃতদের নাম 
পার্থপ্রতিম দেঁড়ে বয়স ৪৪, এবং পরান দিয়াশী ওরফে শ্রীকান্ত বয়স ৪২।আহত বিকাশ পাত্র,জানা গেছে এদিন এরা দুজন মুরগি বোঝাই গাড়ি নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে বাগনানে বাড়িতে ফিরছিল,নবাসনের কাছে  বরুণ দায় রাস্তার গাড়ি দাঁড় করানো একটি চার চাকার গাড়ি র পিছনে সরাসরি ধাক্কা মারে। আশপাশের লোকজন বিকট আওয়াজে  ছুটে এসে যখনদের উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নবাসন গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
    user_Matiar Rahaman, ph7003693038,
    Matiar Rahaman, ph7003693038,
    Journalist Uluberia - I, Howrah•
    19 hrs ago
  • বারুইপুর শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের পাঁচালি ও পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ
    1
    বারুইপুর শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের পাঁচালি ও পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ
    user_Baruipur বার্তা
    Baruipur বার্তা
    journalist বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • Post by RN
    1
    Post by RN
    user_RN
    RN
    Software Developer Kolkata, West Bengal•
    1 hr ago
  • ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়ক। দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতেই হয়তো সম্প্রতি ডি এস পি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত। এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায়? এখানে আদৌও যান চলাচল নিরাপদ এবং নিয়ম মাফিক? এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক ৪ ভাগে বিভক্ত হয়েছে। পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে। সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করায়। আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুর গামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানো হচ্ছে। এদিকে আবার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যানবাহন ছুটছে। এবার৷ উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক দিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুর গামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিক রেলিং। সেই জোরে ওই জংসনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের। ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তাঁরা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন।  এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কী বলছে জানাবেন।
    1
    ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়ক। দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতেই হয়তো সম্প্রতি ডি এস পি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত। এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায়? এখানে আদৌও যান চলাচল নিরাপদ এবং নিয়ম মাফিক? এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক ৪ ভাগে বিভক্ত হয়েছে। পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে। সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করায়। আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুর গামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানো হচ্ছে। এদিকে আবার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যানবাহন ছুটছে। 
এবার৷ উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক দিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুর গামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিক রেলিং। সেই জোরে ওই জংসনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের। ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তাঁরা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন।  এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কী বলছে জানাবেন।
    user_Soumen Misra
    Soumen Misra
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচকে মিছিল। ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচক এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/২ অঞ্চলের একাধিক অঞ্চল, বুথ ও ব্লক স্তরের নেতৃত্ব।
    1
    তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  বালিচকে মিছিল।
ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  বালিচক  এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/২ অঞ্চলের একাধিক অঞ্চল, বুথ ও ব্লক স্তরের নেতৃত্ব।
    user_Tarak Hari
    Tarak Hari
    Journalist - News Media House ডেবরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.