Shuru
Apke Nagar Ki App…
রাজাপুর ভিলেজ এলাকাথেকে নেশা সামগ্রী উদ্ধার করলো এলাকার লোকজনেরা। বিগত কিছুদিন পূর্বে রাজাপুর ভিলেজ এলাকারবাসিন্দা রঞ্জন দের্বমার কাছথেকে নেশাসামগ্রী উদ্ধারকরে পুলিশকে খবর দিয়েও কাজের কাজ কিছু নাহোওয়াতে স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে নেশাবিরোধী অভিযানে কমিটি গঠনকরে। কমিটিগঠনকরে সোমবার রাত্রিবেলায় এলাকাথেকে নেশাসামগ্রী সহ দুই যুবককে আটককরে। এলাকাবাসীর প্রচেষ্টায় মঙ্গলবার রঞ্জন দের্বমার বাড়ীথেকে নেশাসামগ্রী উদ্ধারকরাহয়। জানাযায় গরুবোঝাইগাড়ী করে নেশাসামগ্রী নিয়ে আসে রঞ্জন দের্বমা। আজকের দিনে পুনরায় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে। রাজাপুর ভিলেজ এলাকার লোকজনদের এইধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারী থাকবে।
News On Tiprasa
রাজাপুর ভিলেজ এলাকাথেকে নেশা সামগ্রী উদ্ধার করলো এলাকার লোকজনেরা। বিগত কিছুদিন পূর্বে রাজাপুর ভিলেজ এলাকারবাসিন্দা রঞ্জন দের্বমার কাছথেকে নেশাসামগ্রী উদ্ধারকরে পুলিশকে খবর দিয়েও কাজের কাজ কিছু নাহোওয়াতে স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে নেশাবিরোধী অভিযানে কমিটি গঠনকরে। কমিটিগঠনকরে সোমবার রাত্রিবেলায় এলাকাথেকে নেশাসামগ্রী সহ দুই যুবককে আটককরে। এলাকাবাসীর প্রচেষ্টায় মঙ্গলবার রঞ্জন দের্বমার বাড়ীথেকে নেশাসামগ্রী উদ্ধারকরাহয়। জানাযায় গরুবোঝাইগাড়ী করে নেশাসামগ্রী নিয়ে আসে রঞ্জন দের্বমা। আজকের দিনে পুনরায় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে। রাজাপুর ভিলেজ এলাকার লোকজনদের এইধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারী থাকবে।
- Mithun singhaWest Bengaluttar dinajpuron 27 March
- User4301Uluberia - Ii, Howrah😂on 1 April
- Anup dasSadar, West Tripura😂on 27 March
- Anup dasSadar, West Tripura😂on 27 March
More news from Sepahijala and nearby areas
- দোকানদার ভাইদের কাছে অনুরোধ 🙏🙏বাংলাদেশি পণ্য দোকানে রাখবেন না এবং যারা আমরা কনজিউমার আছি বা কাস্টমার আছে তাদের কাছে অনুরোধ থাকবো আমরাও বাংলাদেশী কোন পণ্য ব্যবহার করুম না😡💪🙏1
- বিশ্রামগঞ্জ স্থিত **প্রমোদনগর আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাঙ্গনে** সিপাহীজলা জেলাভিত্তিক **জাতীয় পোলিও দিবস–২০২৫** উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার সভাধিপতি **সুপ্রিয়া দাস দত্ত** বলেন, “**শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি যেন না থাকে, সেই দিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।** পোলিও মুক্ত সমাজ গঠনে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।” এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন **চড়িলাম ব্লকের BAC চেয়ারম্যান জাকলু দেববর্মা**, সিপাহীজলা জেলার **CMO ডা. দেবাশীষ দাস**, **ডা. পুজা দেব** সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা। কর্মসূচির মাধ্যমে পোলিও টিকাকরণ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের পোলিও প্রতিরোধে টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।1
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- লক্ষণ ঘোষের উদ্যোগে হাতিশালাতে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় অনুষ্ঠান ।1
- Post by Somj1
- সালারে উনুনের আগুন কেড়ে নিলো : এক প্রতিবন্ধী তরুণীর প্রাণ1
- হরিশ্চন্দ্রপুর এলাকায় গরীরের বন্ধু মতিউল রহমান সাধারণ মানুষের পাশে।1
- Indian Railway তে Talent যাযাবর_ হয়ে গেলো 😭❗ কেউ এর কদর করে না 🙏😥 সবাই ভাইটির পাশে থাকবেন 🙏♦️🙏1