ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের ডিহিপলসায় ভয়াবহ পথ দুর্ঘটনা ২৫শে ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায়। ২৬ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের সকালে সেই ছবি নজরে আসতেই গ্রামবাসীরা থ। পাড়া-প্রতিবেশীরা জানান বড়দিনের গভীর রাত,প্রায় দেড়টা নাগাদ বকুলতলার দিক থেকে এক মারুতি ভ্যান ডিহিপলসা বাস স্টপের কিছুটা আগে রাস্তার ডান দিকের লোহার গার্ড রেলিং এ ধাক্কা দেয়। চালকের এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালকসহ ওই গাড়িতে মোট ৬ জন ছিল। অন্যান্যরাও কমবেশি আহত। রাতে টহলরত দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। চালকের পায়ের খন্ডাংশও কাপড়ে মুড়ে নিয়ে যায়। জানা গেছে গাড়ির মালিকের নাম সেখ আজিজুল আলি। বাড়ি কেশপুরের মুকবসান এলাকায়। আজিজুল জানায় ওই রাতে তারা ধূলাগড় এলাকা থেকে ফিরছিলেন। গ্রামের এক ছেলে ধূলাগড়ে কাজ করে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা। চালকের আসনে ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর সেক আশাদুল। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘাটাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের ডিহিপলসায় ভয়াবহ পথ দুর্ঘটনা ২৫শে ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায়। ২৬ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের সকালে সেই ছবি নজরে আসতেই গ্রামবাসীরা থ। পাড়া-প্রতিবেশীরা জানান বড়দিনের গভীর রাত,প্রায় দেড়টা নাগাদ বকুলতলার দিক থেকে এক মারুতি ভ্যান ডিহিপলসা বাস স্টপের কিছুটা আগে রাস্তার ডান দিকের লোহার গার্ড রেলিং এ ধাক্কা দেয়। চালকের এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালকসহ ওই গাড়িতে মোট ৬ জন ছিল। অন্যান্যরাও কমবেশি আহত। রাতে টহলরত দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। চালকের পায়ের খন্ডাংশও কাপড়ে মুড়ে নিয়ে যায়। জানা গেছে গাড়ির মালিকের নাম সেখ আজিজুল আলি। বাড়ি কেশপুরের মুকবসান এলাকায়। আজিজুল জানায় ওই রাতে তারা ধূলাগড় এলাকা থেকে ফিরছিলেন। গ্রামের এক ছেলে ধূলাগড়ে কাজ করে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা। চালকের আসনে ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর সেক আশাদুল। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘাটাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
- ২৫শে ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায়। ২৬ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের সকালে সেই ছবি নজরে আসতেই গ্রামবাসীরা থ। পাড়া-প্রতিবেশীরা জানান বড়দিনের গভীর রাত,প্রায় দেড়টা নাগাদ বকুলতলার দিক থেকে এক মারুতি ভ্যান ডিহিপলসা বাস স্টপের কিছুটা আগে রাস্তার ডান দিকের লোহার গার্ড রেলিং এ ধাক্কা দেয়। চালকের এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালকসহ ওই গাড়িতে মোট ৬ জন ছিল। অন্যান্যরাও কমবেশি আহত। রাতে টহলরত দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। চালকের পায়ের খন্ডাংশও কাপড়ে মুড়ে নিয়ে যায়। জানা গেছে গাড়ির মালিকের নাম সেখ আজিজুল আলি। বাড়ি কেশপুরের মুকবসান এলাকায়। আজিজুল জানায় ওই রাতে তারা ধূলাগড় এলাকা থেকে ফিরছিলেন। গ্রামের এক ছেলে ধূলাগড়ে কাজ করে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা। চালকের আসনে ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর সেক আশাদুল। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘাটাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।1
- চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এক নম্বর বুথের ঘটনা। মৃতের নাম আলম খান। বছর ৬৫ এর আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন,SIR এর হেয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম শেখের স্ত্রী এবং স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যায় BLO আলমের হাতে হেয়ারিংয়ের নোটিশ ধরিয়ে যায় হেয়ারিং এর নোটিস পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম শেখ , তারপর অসুস্থ বোধ করেন রাত্রিতেই মৃত্যু হয়েছে ।1
- বিষ্ণুপুর মেলা নিয়ে সৌমিত্র অপারেশন1
- Post by খবর বেলপাহাড়ী বিনপুর1
- পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় " আমাদের পাড়া, আমাদের সমাধানে"পথশ্রী প্রকল্প(4)মাধ্যমে এগরা-১নং ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শেখ রাশিদ এর বাড়ি হইতে খালসুুটিয়া ব্রিজ পর্যন্ত ২ কিমি রাস্তার শুভ উদ্বোধন করেন এগরা বিধানসভার বিধায়ক মাননীয় তরুণ কুমার মাইতি মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন এগরা-১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অমিয় রাজ মহাশয়। ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী মহাশয়।4
- Post by Somj1
- एक गांव के कार्यक्रम में दादी का नाच सोशल मीडिया पर दिल जीत रहा है। उम्र की सीमाएं तोड़ती उनकी ऊर्जा और मुस्कान लोगों को प्रेरित कर रही है। वीडियो बता रहा है कि खुशी उम्र नहीं देखती, बस जीने का हौसला चाहिए। #dancereels #dancelover #livelife #viralreels #explorepage1
- প্রথম সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করলো 360 ডিগ্রি উপরশোল ইসলামীয়া ক্লাব1