Shuru
Apke Nagar Ki App…
+919123623990
Babulal Sarkar
+919123623990
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র1
- চোখে দেখা যাচ্ছে না কষ্ট। কুঁজো প্রৌঢ়া জামাইয়ের কাঁধে ভর করে ভোটের অধিকার বাঁচাতে হাজির শুনানিতে। যারা শারীরিক অক্ষম তাদের ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন কটাকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। হাঁটা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারেন না। বয়স ৭৫। পিঠ কুঁজো, শরীর ভাঙা। তবু কনকনে শীতের সকালে জামাইয়ের কাঁধে ভর দিয়েই হাজির হতে হলো শুনানি কেন্দ্রে। অপরাধ একটাই ভোটার তালিকায় নিজের অস্তিত্ব প্রমাণ করা। দুর্গাপুরের ইস্পাত নগরীর জয়দেব রোডের বাসিন্দা ওই বৃদ্ধা বছরের পর বছর ধরে দুর্গাপুর পূর্ব বিধানসভার ১১৯ নম্বর বুথে ভোট দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করেই জানানো হয়, তাঁর নাম নাকি ২০০২ সালের ভোটার তালিকায় নেই। সেই ‘নেই’ এর বোঝা কাঁধে চাপিয়েই ডেকে পাঠানো হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, এটি নির্বাচন কমিশনের চরম গাফিলতি ও মানবিকতার সম্পূর্ণ অভাব। বাড়িতে গিয়ে যাচাই না করে, চলাফেরায় অক্ষম এক বৃদ্ধাকে কেন কষ্ট করে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হলো তা নিয়েই প্রশ্ন উঠছে। ।1
- ব্যারাকপুরে সেবাশ্রয় নিয়ে সাংবাদিক বৈঠক....1
- দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো *ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো। বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত আছেন। এই বুটক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আবাসিক "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" - এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।*4
- বাঁকুড়া, জয়পুর: ফাইনাল ফুটবল টুর্নামেন্টে কি হলো সারাফৎ গ্রাউন্ডে?1
- হিলিতে এসআইআর শুনানি শুরু, ৬৯ বুথের ৫৬৬৭ ভোটার যাচাই পর্বে প্রশাসনের কড়া নজর1
- দলের বিশেষ কারোর কথা শুনে দলের ক্ষতি করবেন না, সিন্ডিকেট করে চলছে দল, ভাবছে ক্ষমতায় আসবো আর লুটে পুটে খাবো। নিজের ফেসবুকে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ক্ষোভ উগরে দিলেন বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিত ভট্টাচার্য।দুর্গাপুরে বিশেষ এক প্রভাবশালী ব্যাক্তি সাংবিধানিক পদে থেকে দলের ক্ষতি করছেন বলে বিস্ফোরক প্রতিক্রিয়া বিজেপির জেলা নেতা অভিজিত ভট্টাচার্যের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মন্তব্য তৃণমূল নেতৃত্বের।* জেলার এই বিজেপি নেতার ফেসবুক পোষ্টকে ঘিরে শুরু জোর বিতর্ক। তাহলে কি দলের অন্দরেই শুরু হয়ে গেলো ঠান্ডা লড়াই, উঠেছে প্রশ্ন। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সদস্য অভিজিত ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, দুর্গাপুরে সাংবিধানিক পদে থেকে এক বিশেষ প্রভাবশালী নেতা দলের ক্ষতি করছে। দলকে পৈতৃক সম্পত্তি করে নিয়েছেন,,তৃণমূলের সাথে সমঝোতা করে চলছে, মানুষ সব দেখছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি আর কিছু না করেও এই ক বছরে বিশেষ প্রভাবশালী ঐ নেতার সম্পত্তির পরিমান বেড়েছে কয়েক গুন। কিন্তু কে এই প্রভাবশালী? দলেরই বিরুদ্ধে বিজেপি এক জেলা নেতার এমন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। দলের কারোর বিরুদ্ধে কিছু বলার থাকলে দলের প্লাটফর্মে গিয়ে উচ্চ নেতৃত্বকে বলুন, ফোনে প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। ভোট যত এগোবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততো বাড়বে, বিজেপি নেতাকে দলের প্রভাবশালীর নাম উল্লেখ করে ফেসবুক পোষ্ট করার বার্তা তৃণমূল মুখপত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের।1
- মাজেরআইট নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা।1
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call Us ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1