দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো *ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো। বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত আছেন। এই বুটক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আবাসিক "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" - এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।*
দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো *ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ
লিডার্স বুটক্যাম্প" শুরু হলো। বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত আছেন। এই বুটক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার
পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার
দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আবাসিক "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" - এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।*
- ফেসবুক লাইভে বললেন বিজেপি ৪ নং মন্ডলের মন্ডল সম্পাদক চৈতন্য সরকার।1
- BJB বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন : ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সম্পাদক1
- পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে সরব সালার অভিযুক্ত বিধায়কের শাস্তির দাবিতে থানা ঘেরাও ও অভিযোগ দায়ের।1
- শিব মন্দিরে ঢুকে গেল ট্রেলার। সোমবার ভর সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পিসিবিএল রোড এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রেলার পিসিবিএল দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে। মন্দিরের প্রাচীর ভেঙে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। সন্ধ্যা আরতির পর ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল সেই জন্যই ভয়ানক দুর্ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী বলেন,"চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে গেল। কেউ আহত হয়নি তবে মন্দিরটা ভেঙে গেল।"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করে।1
- অফলাইনে আবেদনপত্র জমা করতে গেলে অনলাইনের সারভার কি কাজে লাগে? বছর শেষে ভিত্তিহীন অজুহাত দেখিয়ে রেশন গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলাগড়ে! খোদ সরকারি দপ্তরে!! এমনটা ই অভিযোগ রেশন পরিচিতি পত্রের নাম সংশোধন এর মতো অফ লাইন আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে না বলা হচ্ছে সারভার ডাউন আছে আগামী বছরে আসুন সরকারি দপ্তরের কর্মী রা বছর শেষে পিকনিকের মেজাজে প্রশ্ন উঠেছে অফলাইনে আবেদন পত্র জমা নিতে গেলে অনলাইন এর সারভার কি কাজে লাগে?1
- বাঁকুড়া, জয়পুর: ফাইনাল ফুটবল টুর্নামেন্টে কি হলো সারাফৎ গ্রাউন্ডে?1
- বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বই আর মোবাইলের বাইরে বেরিয়ে বাস্তবের প্রকৃতি। রসিকবিলে খুদেদের এই অভিজ্ঞতা ছুঁয়ে গেল সবার মন 💚 #Rasikbil #EducationalTour #KidsFirstExperience #NatureClass #ViralNews1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র : CCTV ফুটেজ উদ্ধারে পাঠানো হচ্ছে ল্যাবে DVR1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র1