Shuru
Apke Nagar Ki App…
বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বই আর মোবাইলের বাইরে বেরিয়ে বাস্তবের প্রকৃতি। রসিকবিলে খুদেদের এই অভিজ্ঞতা ছুঁয়ে গেল সবার মন 💚 #Rasikbil #EducationalTour #KidsFirstExperience #NatureClass #ViralNews
Suman Paul
বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বই আর মোবাইলের বাইরে বেরিয়ে বাস্তবের প্রকৃতি। রসিকবিলে খুদেদের এই অভিজ্ঞতা ছুঁয়ে গেল সবার মন 💚 #Rasikbil #EducationalTour #KidsFirstExperience #NatureClass #ViralNews
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রেশনে চাল নেই, শুধু আটা দেওয়ার অভিযোগ; ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ গ্রামবাসীদের খড়িবাড়ি: রেশনে চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বাঞ্ছাভিটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন দোকানে চাল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আটা দেওয়া হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন রেশন নিতে এসে চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। রেশন দোকনের সামনে রেশন আটকে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী রেশনে চাল পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যায় সমস্যা মেটাতে বেসরকারি একটি চালের মিল থেকে চাল এনে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, সরকারি রেশনের পরিবর্তে বেসরকারি চাল গ্রহণ করা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের প্রতিনিধিরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে দ্রুত রেশনে চাল সরবরাহের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যান এলাকার মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেশন ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।1
- দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো *ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো। বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত আছেন। এই বুটক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আবাসিক "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" - এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।*4
- +9191236239901
- BJB বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন : ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সম্পাদক1
- পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে সরব সালার অভিযুক্ত বিধায়কের শাস্তির দাবিতে থানা ঘেরাও ও অভিযোগ দায়ের।1
- পরকীয়ার টানে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ—হাতেনাতে ধরা পড়তেই ‘তাৎক্ষণিক বিয়ে’, তারপর সোজা ঘরে ফেরা! ত্রিপুরায় পাঠানো হল যুগলকে1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র : CCTV ফুটেজ উদ্ধারে পাঠানো হচ্ছে ল্যাবে DVR1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র1
- উত্তরাখণ্ডে ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমার মর্মান্তিক মৃত্যু—বাবার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কড়া পদক্ষেপের আশ্বাস! উত্তরাখণ্ডে ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি নিহতের বাবার সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান এবং আশ্বস্ত করেন—এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যেই প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত চলছে।1