রেশনে চাল নেই, শুধু আটা দেওয়ার অভিযোগ; ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ গ্রামবাসীদের খড়িবাড়ি: রেশনে চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বাঞ্ছাভিটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন দোকানে চাল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আটা দেওয়া হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন রেশন নিতে এসে চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। রেশন দোকনের সামনে রেশন আটকে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী রেশনে চাল পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যায় সমস্যা মেটাতে বেসরকারি একটি চালের মিল থেকে চাল এনে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, সরকারি রেশনের পরিবর্তে বেসরকারি চাল গ্রহণ করা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের প্রতিনিধিরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে দ্রুত রেশনে চাল সরবরাহের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যান এলাকার মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেশন ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রেশনে চাল নেই, শুধু আটা দেওয়ার অভিযোগ; ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ গ্রামবাসীদের খড়িবাড়ি: রেশনে চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বাঞ্ছাভিটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন দোকানে চাল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আটা দেওয়া হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন রেশন নিতে এসে চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। রেশন দোকনের সামনে রেশন আটকে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী রেশনে চাল পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যায় সমস্যা মেটাতে বেসরকারি একটি চালের মিল থেকে চাল এনে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, সরকারি রেশনের পরিবর্তে বেসরকারি চাল গ্রহণ করা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের প্রতিনিধিরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে দ্রুত রেশনে চাল সরবরাহের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যান এলাকার মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেশন ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
- বক্সিরহাটে চোখের সামনে চিতাবাঘ! জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখল খুদে পড়ুয়ারা বই আর মোবাইলের বাইরে বেরিয়ে বাস্তবের প্রকৃতি। রসিকবিলে খুদেদের এই অভিজ্ঞতা ছুঁয়ে গেল সবার মন 💚 #Rasikbil #EducationalTour #KidsFirstExperience #NatureClass #ViralNews1
- +9191236239901
- BJB বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন : ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সম্পাদক1
- পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে সরব সালার অভিযুক্ত বিধায়কের শাস্তির দাবিতে থানা ঘেরাও ও অভিযোগ দায়ের।1
- শিব মন্দিরে ঢুকে গেল ট্রেলার। সোমবার ভর সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পিসিবিএল রোড এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রেলার পিসিবিএল দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে। মন্দিরের প্রাচীর ভেঙে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। সন্ধ্যা আরতির পর ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল সেই জন্যই ভয়ানক দুর্ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী বলেন,"চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে গেল। কেউ আহত হয়নি তবে মন্দিরটা ভেঙে গেল।"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করে।1
- অফলাইনে আবেদনপত্র জমা করতে গেলে অনলাইনের সারভার কি কাজে লাগে? বছর শেষে ভিত্তিহীন অজুহাত দেখিয়ে রেশন গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলাগড়ে! খোদ সরকারি দপ্তরে!! এমনটা ই অভিযোগ রেশন পরিচিতি পত্রের নাম সংশোধন এর মতো অফ লাইন আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে না বলা হচ্ছে সারভার ডাউন আছে আগামী বছরে আসুন সরকারি দপ্তরের কর্মী রা বছর শেষে পিকনিকের মেজাজে প্রশ্ন উঠেছে অফলাইনে আবেদন পত্র জমা নিতে গেলে অনলাইন এর সারভার কি কাজে লাগে?1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র : CCTV ফুটেজ উদ্ধারে পাঠানো হচ্ছে ল্যাবে DVR1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র1
- *দাবী আদায়ে এবার কাজ বন্ধ করে দিয়ে রাস্তা অবরোধ পৌর স্বাস্থ্য কর্মীদের। দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তা অবরোধ অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের।ভরসা* *রাখুন কাজে যোগ দিন বার্তা দুর্গাপুর নগর নিগমের। বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রীর সভা রয়েছে বাঁকুড়ার বড়জোড়াতে। তার আগে দাবী আদায়ে কাজ বন্ধ করে দিয়ে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের। যতক্ষণ না দাবী মিটছে ধারাবাহিক আন্দোলন জারি রাখার হুশিয়ারী আন্দোলনরত পৌর স্বাস্থ্য কর্মীদের। স্থায়ীকরণ করতে হবে, বেতন পনেরো হাজার করতে হবে, ইএসআই, পিএফ দিতে হবে এমন কিছু দাবীদাবাকে সামনে রেখে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনের রাস্তায় দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে সামিল অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীরা। কাজে যোগ দিন, ধৈয্য ধরুন মানবিক মুখ্যমন্ত্রী রয়েছে আপনাদের পাশে বার্তা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের। সুর চড়িয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। দাবী না মিটলে কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। ১৭৫ জনের মতো অস্থায়ী স্বাস্থ্য কর্মী এই কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছেন।1