Shuru
Apke Nagar Ki App…
শিব মন্দিরে ঢুকে গেল ট্রেলার। সোমবার ভর সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পিসিবিএল রোড এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রেলার পিসিবিএল দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে। মন্দিরের প্রাচীর ভেঙে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। সন্ধ্যা আরতির পর ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল সেই জন্যই ভয়ানক দুর্ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী বলেন,"চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে গেল। কেউ আহত হয়নি তবে মন্দিরটা ভেঙে গেল।"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করে।
Sanatan Garai
শিব মন্দিরে ঢুকে গেল ট্রেলার। সোমবার ভর সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পিসিবিএল রোড এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রেলার পিসিবিএল দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে। মন্দিরের প্রাচীর ভেঙে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। সন্ধ্যা আরতির পর ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল সেই জন্যই ভয়ানক দুর্ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী বলেন,"চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে গেল। কেউ আহত হয়নি তবে মন্দিরটা ভেঙে গেল।"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- BJB বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন : ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সম্পাদক1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র1
- চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের পরিচালনায় SIR চক্রান্তের প্রতিবাদে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, বাংলার উন্নয়নের বার্তা দিকে দিকে পৌঁছে দিতে দিতে, বাংলার ভোটাধিকার রক্ষার্থে প্রকাশ্য জনসভার আয়োজন করা হলো আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনার কোল্লা এলাকায়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া , উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সহ চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের কর্মকর্তা রা।1
- পশ্চিম মেদিনীপুর:- ১০২ বছরের বৃদ্ধাকে যেতে হবে শুনানিতে শুনেই আতঙ্কে নাওয়া খাওয়া ভুলে আতঙ্কে বৃদ্ধা।রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রথম পর্বের শুনানির কাজ।এস আই আর এর শেষ তারিখ ৩১শে ডিসেম্বর পর্যম্ত।এই শুনানির শুরুতেই দেখা গেল ১০২ বছরের বৃদ্ধাকে-ও আসতে হবে শুনানিতে।ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় এলাকার ৩২নম্বর অংশের বাসিন্দা গান্ধারী জানা। বয়সের ভারে জীর্ণ ওই বৃদ্ধা শুধুমাত্র গ্রামের মধ্যেই বয়জ্যেষ্ঠ নন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ ।বয়স ১০২ বছর।এতবছর ধরে তিনি ভোট দিয়ে আসছে কিন্তু এই এসআইআর এ নেই নাম।তাই শুনানিতে ডাকা হয়েছে, বাড়িতে দেওয়া হয়েছে নোটিশ।তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বাড়ি থেকে কোথাও যাবেন না।তিনি বলেন এতদিন ভোট দিয়েছে কোনো সমস্যা হয়নি।ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন।1
- চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ, হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো ASI1
- +9191236239901
- চোখে দেখা যাচ্ছে না কষ্ট। কুঁজো প্রৌঢ়া জামাইয়ের কাঁধে ভর করে ভোটের অধিকার বাঁচাতে হাজির শুনানিতে। যারা শারীরিক অক্ষম তাদের ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন কটাকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। হাঁটা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারেন না। বয়স ৭৫। পিঠ কুঁজো, শরীর ভাঙা। তবু কনকনে শীতের সকালে জামাইয়ের কাঁধে ভর দিয়েই হাজির হতে হলো শুনানি কেন্দ্রে। অপরাধ একটাই ভোটার তালিকায় নিজের অস্তিত্ব প্রমাণ করা। দুর্গাপুরের ইস্পাত নগরীর জয়দেব রোডের বাসিন্দা ওই বৃদ্ধা বছরের পর বছর ধরে দুর্গাপুর পূর্ব বিধানসভার ১১৯ নম্বর বুথে ভোট দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করেই জানানো হয়, তাঁর নাম নাকি ২০০২ সালের ভোটার তালিকায় নেই। সেই ‘নেই’ এর বোঝা কাঁধে চাপিয়েই ডেকে পাঠানো হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, এটি নির্বাচন কমিশনের চরম গাফিলতি ও মানবিকতার সম্পূর্ণ অভাব। বাড়িতে গিয়ে যাচাই না করে, চলাফেরায় অক্ষম এক বৃদ্ধাকে কেন কষ্ট করে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হলো তা নিয়েই প্রশ্ন উঠছে। ।1
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র : CCTV ফুটেজ উদ্ধারে পাঠানো হচ্ছে ল্যাবে DVR1
- নদীর ঘাট বাঁধানোর নামে গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ।1