ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা ২০২৫-২৬ পাঁচ দিন ধরে চলবে বৃহস্পতিবার নাট্যমেলা গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা সকলেই অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।
ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা ২০২৫-২৬ পাঁচ দিন ধরে চলবে বৃহস্পতিবার নাট্যমেলা গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা সকলেই অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।
- ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা ২০২৫-২৬ পাঁচ দিন ধরে চলবে বৃহস্পতিবার নাট্যমেলা গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা সকলেই অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।1
- Post by Jiabul Haque1
- তেহট্টের মালািয়াপোতায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১ যুবকের*ষ। মৃতের নাম রিক ঘোষ (২৩)। বাড়ি ধুবুলিয়া থানার চোয়াখালী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক বাইকে চেপে কৃষ্ণনগরের দিক থেকে তেহট্টের দিকে যাবার সময় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। তখনই অপর দিক থেকে আসা একটি লরি তাকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘাতক লরিটি পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।1
- বালাসনের ক্ষত ভুলিয়ে বড়দিনে নতুন রূপে এমএম তরাই, পিকনিকের উচ্ছ্বাসে মুখর বাগডোগরা!1
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- 🙏😘♥️ sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur1
- বড়দিনের দিন টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ ব্যাক্তি । #highightsシ゚ #নদিয়া #তাহেরপুর #আরংঘাটা Nadia time news live1
- ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে আজ থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা 2025-26. পাঁচ দিন ধরে চলবে এই নাট্যমেলা.গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।1