নিজস্ব সংবাদদাতা ৬ই জানুয়ারী মঙ্গলবার ছাত্র সপ্তাহ পালনের চতুর্থ দিনে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বরণীয় ব্যক্তির উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিলি নিবাসী বঙ্গরত্ন বিশিষ্ট সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানিয়েছেন, ছাত্র সপ্তাহ পালনের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণের পাশাপাশি শংসাপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে ‘তামাক জাত পণ্য ব্যবহারের কুফল ‘ নিয়ে একটি র্যালি’র আয়োজন করা হয়। তৃতীয় দিনে উপভোক্তা আইন,২০১৯ ও উপভোক্তাদের অধিকার নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজিউমার ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসূণ সমাজদার উপভোক্তাদের অধিকার বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পঞ্চম দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ষষ্ঠ দিনে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পাঠ্য বিষয়ে সহায়ক গ্রন্থ ও জ্ঞান- বিজ্ঞানের পুস্তক বিতরণ করা হবে। বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সর্ব শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দোসরা জানুয়ারী থেকে আটই জানুয়ারী পর্যন্ত ‘ছাত্র সপ্তাহ -২০২৬’ পালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ৬ই জানুয়ারী মঙ্গলবার ছাত্র সপ্তাহ পালনের চতুর্থ দিনে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বরণীয় ব্যক্তির উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিলি নিবাসী বঙ্গরত্ন বিশিষ্ট সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানিয়েছেন, ছাত্র সপ্তাহ পালনের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণের পাশাপাশি শংসাপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে ‘তামাক জাত পণ্য ব্যবহারের কুফল ‘ নিয়ে একটি র্যালি’র আয়োজন করা হয়। তৃতীয় দিনে উপভোক্তা আইন,২০১৯ ও উপভোক্তাদের অধিকার নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজিউমার ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসূণ সমাজদার উপভোক্তাদের অধিকার বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পঞ্চম দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ষষ্ঠ দিনে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পাঠ্য বিষয়ে সহায়ক গ্রন্থ ও জ্ঞান- বিজ্ঞানের পুস্তক বিতরণ করা হবে। বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সর্ব শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দোসরা জানুয়ারী থেকে আটই জানুয়ারী পর্যন্ত ‘ছাত্র সপ্তাহ -২০২৬’ পালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
- ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়ক। দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতেই হয়তো সম্প্রতি ডি এস পি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত। এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায়? এখানে আদৌও যান চলাচল নিরাপদ এবং নিয়ম মাফিক? এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক ৪ ভাগে বিভক্ত হয়েছে। পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে। সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করায়। আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুর গামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানো হচ্ছে। এদিকে আবার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যানবাহন ছুটছে। এবার৷ উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক দিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুর গামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিক রেলিং। সেই জোরে ওই জংসনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের। ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তাঁরা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন। এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কী বলছে জানাবেন।1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ, #UnnayanerSonglap #tarunkumarmaity #TrinamoolCongress #facebookviral #viralvideo #hilights1
- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অযোধ্যাপুরে,তৃণমূল সরকারের অপশাসন,বেকারত্ব,দুর্নীতি,লুট,নারী নির্যাতন,আইন শৃঙ্খলা তলানিতে তারই প্রতিবাদে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। এদিন পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন সবং বিধানসভার হেভি ওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অমল পন্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সবং বিধানসভা সহ জেলা রাজনৈতিক পটচিত্রে শাসকদলের একদা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তৃণমূলের ঘাটাল সাংগঠনের জেলার চেয়ারপারসন সহ জেলা ও সবং বিধানসভার সাংগঠনিক নেতৃত্ব সামলেছেন। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান এদিনের পরিবর্তন সভায় আগামী নির্বাচনে বড়ো প্রভাব ফেলবে আশা গেরুয়া শিবিরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন। বিরোধী দলনেতা বলেন,তৃণমূলের চোরেরা আজ ডেবরার সভায় আসার আগে তারা কালো পতাকা দেখাবে ঠিক করেছিল,আমিও প্রস্তুত করে এসেছিলাম,কিন্তু সামনে কাউকে দেখতে পায়নি।আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী তোষনবাদী চোরের দল সম্পূর্ণ নির্মূল হবে। আপনারা জানেন যে দেশের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফুল বেঁধে দিয়েছেন ছাব্বিশের পরিবর্তনে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প।গোটা রাজ্যে ইতিমধ্যে শতাধিক সভা হয়েছে।ভারতীয় জনতা পার্টির 15 কুড়ি জন নেতৃত্ব সাংসদ বিধায়ক, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী আমরা জনতার দুয়ারে দুয়ারে গিয়ে এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি এবং নরেন্দ্র মোদীকে বাংলা ফিরিয়ে দেব।।1
- সাহত্যিক ও সাংবাদিক এবং ভক্তিকবি শ্রী শ্রীধর চরণ ঘটক1
- উলুবেড়িয়ায় সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করলেন মন্ত্রী পুলক রায় মতিয়ার রহমান, উলুবেড়িয়া সৃষ্টির জন্য এক নতুন রাস্তা ,স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরী নানান হাতের কাজের বিভিন্ন পশরা সাজিয়ে বা বিভিন্ন স্টলে বিকিকিনির কাজ শুরু হলো যা মহিলাদের দ্বারা হাতের কাজের নৈপুণ্য প্রদর্শন তারই নাম এই "সৃষ্টিশ্রী" মেলা। জেলার এই মেলায় যেমন হাতের কাজের বিভিন্ন সুচিশিল্প, বিভিন্ন রস ও স্বাদের খাবার,ডালের তৈরি বড়ি, কাঁথা সেলাই, কচুরিপানা থেকে নানান হাতের কাজ যা এক উল্লেখযোগ্য। শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত মন্ত্রী পুলক রায়, তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একাধিক পরিকল্পনা গ্ৰহন করেছেন। আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাষক পি দীপপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়িকা প্রিয়া পাল, মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর,উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক প্রমুখ।এই মেলায় জেলার প্রতিটি ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি সম্ভার নিয়ে মোট ৮৬টি স্টল রয়েছে। সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ১৮জানুয়ারী পর্যন্ত।4
- প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।1
- নিজের নাগরিকত্ব প্রমাণে ১৪ জানুয়ারী দাসপুর ১ ব্লক প্রশাসন দপ্তরে শুনানিতে ডাক ভারতীয় সেনার। এস আই আর এর গেরোয় এবার ভারতীয় সেনা বিভাগে কর্মরত এক সেনা। দাসপুর থানার রাজনগরের বাসিন্দা রতন দিয়ানের বাড়িতে ৮ জানুয়ারী রাতেই সে হেয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বি এল ও প্রবীর সামন্ত। রতন বাবুর পরিবারকে বলা হয়েছে ১৪ তারিখ উপযুক্ত নথিপত্র নিয়ে ১৪ জানুয়ারী যেন রতন বাবু উপস্থিত থাকেন। অন্যদিকে এই সেনা কর্মী রতন দিয়ান বর্তমানে শিলিগুড়িতে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। রতনবাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান সেনা কর্মী হয়েও তাঁকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নোটিশ ধরানো হয়েছে। তিনি বলেন নির্বাচন কমিশন তার কাজ করছে এতে আমি তেমন বিচলিত নই,কিন্তু এই দায়িত্ব ছেড়ে আমার পক্ষে ওই শুনানিতে হাজির থাকা সম্ভব নয়। অন্যদিকে ঘাটাল বিধান সভার রাজনগর পূর্ব অংশের ২৮০ নম্বর বুথের বি এল ও প্রবীর সামন্ত জানান, এই রতন বাবুর সাথে তার স্বর্গীয় পিতার বয়সের সামঞ্জস্য নেই। তার প্রমান দিতেই নির্বাচন কমিশন হেয়ারিং এ ডেকেছে তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালনে ওই পরিবারে নোটিশ ধরিয়েছেন। তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতে কমিশন থেকে এক নতুন নির্দেশ এসেছে তাতে বলা হয়েছে ভারতীয় সেনাদের ক্ষেত্রে হেয়ারিং নিয়ে নিয়ম কিছুটা শিথিল করেছে কমিশন। কমিশনের নতুন নির্দেশে শুনানিতে ডাকা সেনা কর্মীর পরিবের যে কেউ ওই সেনার সাথে নিজের সম্পর্কের প্রমান দিয়ে সেনার হয়ে শুনানিতে হাজির থেকে উপযুক্ত নাগরিকত্ব বিষয়ে তার প্রমাণ গুলি পেশ করতে পারেন।1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা ব্লক ২ মঞ্জুশ্রী অঞ্চলে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ এগরা ১ নং ব্লক এ ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী ও এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহানাজ বেগম। #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা।1
- Post by Ajij1