Shuru
Apke Nagar Ki App…
Ajodhya pahar
Tapas mahato
Ajodhya pahar
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Ajodhya pahar1
- শিব মন্দিরে ঢুকে গেল ট্রেলার। সোমবার ভর সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পিসিবিএল রোড এলাকায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রেলার পিসিবিএল দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে। মন্দিরের প্রাচীর ভেঙে যায়। যদিও হতাহতের কোন খবর নেই। সন্ধ্যা আরতির পর ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল সেই জন্যই ভয়ানক দুর্ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী বলেন,"চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে গেল। কেউ আহত হয়নি তবে মন্দিরটা ভেঙে গেল।"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করে।1
- বাঁকুড়া, জয়পুর: ফাইনাল ফুটবল টুর্নামেন্টে কি হলো সারাফৎ গ্রাউন্ডে?1
- #YouTube#pbnbangla#Ashabuddinkhan #starwars #starseverywherefypシ゚viralシypシ゚viralシhtagypシ゚viralシhtag #facebookphotochallenge #facebookpost2025 #photographychallenge #viralreelschallenge2024viralreelschallenge #viralpost2025シ2025 #facebook1
- চা খেতে গিয়ে মদ্যপদের সাথে হাতাহাতিতে জড়িয়ে জখম হয়েছিলেন! চিকিৎসাধীন অবস্থায় উড়িষ্যার কটকএ মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। খড়্গপুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ ২ শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মদ্যপদের সাথে প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে ছিলেন। কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। শনিবার বছর তিরিশের এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এও জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে (ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য ১৬ ডিসেম্বর, রাত্রি ১২টা নাগাদ) উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাঁদের নানাভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাঁরা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু, ওই মদ্যপ যুবক না সরায় শেষমেশ তাঁকে ঠেলে সরিয়ে দেন উদয় ওরফে তুলসি। এরপরই আরও কিছু মদ্যপ যুবক জড়ো হয়ে তুলসিদের উপর চড়াও হয়। তাঁদের মধ্যেই কেউ বোতল দিয়ে তুলসির মাথায় সজোরে আঘাত করলে, গুরুতর চোট পান তুলসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুলসির মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার ভোরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ২৭ ডিসেম্বর কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসির। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।1
- চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের পরিচালনায় SIR চক্রান্তের প্রতিবাদে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, বাংলার উন্নয়নের বার্তা দিকে দিকে পৌঁছে দিতে দিতে, বাংলার ভোটাধিকার রক্ষার্থে প্রকাশ্য জনসভার আয়োজন করা হলো আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনার কোল্লা এলাকায়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া , উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সহ চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের কর্মকর্তা রা।1
- খড়্গপুরে সিভিককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২, ঘটনাকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, সাংবাদিক বৈঠক করে জানালেন SDPO1
- Purulia Ajodhya pahar1