Shuru
Apke Nagar Ki App…
হাওড়া ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
JBP NEWS BANGLA
হাওড়া ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে আগুন, ভষ্মীভূত বেশ কয়েকটি গাড়ি1
- সাহত্যিক ও সাংবাদিক এবং ভক্তিকবি শ্রী শ্রীধর চরণ ঘটক1
- বন্দুক ও তাজা বোমা উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ। গ্রেপ্তার ১। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- উলুবেড়িয়ায় সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করলেন মন্ত্রী পুলক রায় মতিয়ার রহমান, উলুবেড়িয়া সৃষ্টির জন্য এক নতুন রাস্তা ,স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরী নানান হাতের কাজের বিভিন্ন পশরা সাজিয়ে বা বিভিন্ন স্টলে বিকিকিনির কাজ শুরু হলো যা মহিলাদের দ্বারা হাতের কাজের নৈপুণ্য প্রদর্শন তারই নাম এই "সৃষ্টিশ্রী" মেলা। জেলার এই মেলায় যেমন হাতের কাজের বিভিন্ন সুচিশিল্প, বিভিন্ন রস ও স্বাদের খাবার,ডালের তৈরি বড়ি, কাঁথা সেলাই, কচুরিপানা থেকে নানান হাতের কাজ যা এক উল্লেখযোগ্য। শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত মন্ত্রী পুলক রায়, তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একাধিক পরিকল্পনা গ্ৰহন করেছেন। আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাষক পি দীপপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়িকা প্রিয়া পাল, মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর,উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক প্রমুখ।এই মেলায় জেলার প্রতিটি ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি সম্ভার নিয়ে মোট ৮৬টি স্টল রয়েছে। সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ১৮জানুয়ারী পর্যন্ত।4
- Post by Ajij1
- ভাঙ্গরের মানুষ তো খাম চিহ্ন দিয়েছে, তা ভাঙরের মানুষের কতটা উন্নয়ন হয়েছে ,তা নওশাদ সিদ্দিকী খতিয়ান ধরে দেখাক না। এমনই মন্তব্য করেন ডাম্পি মন্ডল।1
- *মেদিনীপুরে হাজির রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, যোগদান ৫০ জনের* বিধানসভা নির্বাচনের প্রাক্কলে মেদিনীপুর শহরে হাজির হলো রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাঙামাটির একটি আবাসনে তাঁদের একটি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দলের সাংসদ রাজেশ ভার্মা। এছাড়াও, উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মহম্মদ রফিক আলি শেখ, জেলা সভাপতি সোমনাথ পাণ্ডে প্রমুখ। এদিন পুরুলিয়া সহ বিভিন্ন জেলার প্রায় ৫০ জন কর্মী বিভিন্ন দল ছেড়ে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন। দলের সাংসদ রাজেশ ভার্মা বলেন, 'আমরা বাংলায় ক'টি আসনে প্রার্থী দেব, সেটা বড় কথা নয়। কিন্তু, এরাজ্যে এনডিএ সরকার গড়তে হবে। এনডিএ-কে শক্তিশালী করতেই আমরা এখানে এসেছি। এরাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের পাশে নেই, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আছেন।'1
- হাওড়া ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।1