Shuru
Apke Nagar Ki App…
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর ফরিদপুরের জেমুয়া এলাকায় আইএসএফের পক্ষ থেকে দলীয় পতাকা হাতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন আইএসএফ কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। আইএসএফ নেতৃত্বের দাবি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁদের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—এই দুই দলের বিকল্প হিসেবে আইএসএফ নতুন রাজনৈতিক দিশা দেখাতে চাইছে। সাধারণ মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং স্বচ্ছ রাজনীতির দাবিকে সামনে রেখেই এই আন্দোলন জোরদার করা হচ্ছে বলে জানান নেতৃত্ব।
S kumar
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর ফরিদপুরের জেমুয়া এলাকায় আইএসএফের পক্ষ থেকে দলীয় পতাকা হাতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন আইএসএফ কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। আইএসএফ নেতৃত্বের দাবি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁদের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—এই দুই দলের বিকল্প হিসেবে আইএসএফ নতুন রাজনৈতিক দিশা দেখাতে চাইছে। সাধারণ মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং স্বচ্ছ রাজনীতির দাবিকে সামনে রেখেই এই আন্দোলন জোরদার করা হচ্ছে বলে জানান নেতৃত্ব।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- গরীব মানুষের ত্রাতা স্বাস্থ্য সাথী কার্ড। সেই কার্ড ভারতবর্ষের অনন্য নজির।সেই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়ছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল।২৮বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে হাসপাতালের প্রশংসা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার দুর্গাপুরের কাশীরাম মাঠে বিধান নগরের বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধন হয়। চলবে তিনদিন ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত প্রমূখ। পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মূল্য কতখানি আমরা অনেকেই বুঝিনা। কিন্তু চোখের সামনে দেখতে পাই অসহায় গরীব মানুষ পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে। আমার অনেক আত্মীয়ও এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অনেক বেসরকারি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট থাকেনা। কিন্তু এই প্রকল্পকে রূপায়ণের জন্য সমস্ত বেসরকারি হাসপাতালকে একইভাবে যোগদান করা দরকার। তবে শিল্পাঞ্চল দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল থেকে ফিরে যাইনি স্বাস্থ্য সাথী কার্ড-র মাধ্যমে পরিষেবা নিতে এসে কোন রোগী।1
- সাঁওতালডি টি পি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। আজ শনিবার সকাল দশটা নাগাদ পতাকা উত্তোলন করে শুভ উদ্বোধন করা হলো। তার পরে বিভিন্ন ধরনের ক্রিড়া যেমন দৌড়,লঙ্গ জাম্প,হাই জাম্প, বস্তা দৌড়,অঙ্ক দৌড়, ব্যালেন্স রেস সহ ইত্যাদি ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগিতা করা হয়।1
- বাঁকুড়ার বিষ্ণুপুর1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- বীরভূমের রামপুরহাটের ভাঁড়সালা পাড়ায় সন্দেহভাজন ঘোরাফেরা, আগ্নেয়াস্ত্র উদ্ধার1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1
- টিনের চাল কেটে ওষুধের দোকানে চুরি। দুর্গাপুরের কনিষ্ক মার্কেটে এ একটি দোকানে চুরি যায় নগদ ২৫ হাজার টাকা সহ বেশ কিছু দামি ওষুধ। ওমান লোপাটের জন্য সিসিটিভির যে হার্ডডিস্ক সেটি নিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানের যে টিনের চাল সেই টিনের চাল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে। শুক্রবার সকালে দোকান খুলে দোকান মালিক দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তা দেখে সন্দেহ হয় এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে।1
- ভূতুড়ে কাণ্ড দুর্গাপুরে। একটি ট্রাক, কিন্তু নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের গোলপার্ক এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে নম্বর প্লেট বদলাচ্ছিল ট্রাক চালক। খবর পেয়ে জনতা ট্রাকটি ধরে ফেলে। পরে পুলিশ এসে চালক ও ট্রাককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দাবি, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1