Shuru
Apke Nagar Ki App…
এক ট্রাকের তিন নম্বর ভূতুড়ে কাণ্ড দুর্গাপুরে। একটি ট্রাক, কিন্তু নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের গোলপার্ক এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে নম্বর প্লেট বদলাচ্ছিল ট্রাক চালক। খবর পেয়ে জনতা ট্রাকটি ধরে ফেলে। পরে পুলিশ এসে চালক ও ট্রাককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দাবি, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sanatan Garai
এক ট্রাকের তিন নম্বর ভূতুড়ে কাণ্ড দুর্গাপুরে। একটি ট্রাক, কিন্তু নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের গোলপার্ক এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে নম্বর প্লেট বদলাচ্ছিল ট্রাক চালক। খবর পেয়ে জনতা ট্রাকটি ধরে ফেলে। পরে পুলিশ এসে চালক ও ট্রাককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দাবি, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সামডিতে পাড়ায় সংলাপ অনুষ্ঠান:- সালানপুর:-আজ অর্থাৎ শনিবার থেকে সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম মুক্তাইচন্ডী পাহাড়ে পুজো দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।তারপর তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে 15বছর ধরে রাজ্য সরকারের দ্বারা উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন।পাশাপাশি পাড়ার মানুষের সমস্যার কথা গুলি শুনেন এবং সমাধানের আশ্বাসদেন।এদিন তিনি জানান উন্নয়ননের পাঁচালি পাড়ায় সংলাপ অনুষ্ঠানে আজ সামডি অঞ্চলে করা হচ্ছে।রাজ্যের উন্নয়ন মূলক কাজ ও প্রকল্প গুলি এলাকার মানুষদের সামনে অবগত করা হচ্ছে।মানুষ সমস্ত সুবিধা গুলি ঠিকমত পাচ্ছে কি না তা দেখা হচ্ছে।তাছাড়া এখনো পাড়ায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা তাদের মুখে শোনা হচ্ছে।আগামী দিনে চেষ্টা করা হবে যাতে সমস্যা গুলি সমাধান করা যায়। তাছাড়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল সহ আরো অনেকে।1
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- বাঁকুড়ার বিষ্ণুপুর1
- দেবারতি কলা কেন্দ্রের উদ্যোগে জয়পুর ফরেস্ট অফিস প্রাঙ্গণে একটি বৃহৎ শিল্প সংস্কৃতি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই কলা উৎসবে শিশু শিল্পী থেকে শুরু করে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত চিত্রশিল্পী সহ প্রায় 200 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটি শিল্প ও সংস্কৃতির এক মহান মিলন উৎসব হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য, সংগীত এবং আরও অনেক কিছু। শিল্পীরা তাদের সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শন করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল শিল্প ও সংস্কৃতির প্রচার এবং প্রসার। এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে যেখানে শিল্পীরা তাদের কাজ প্রদর্শন করতে পারেন এবং দর্শকরা তাদের সৃজনশীলতা উপভোগ করতে পারেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি আবারও প্রমাণ করেছে যে শিল্প ও সংস্কৃতি মানুষকে একত্রিত করতে পারে।1
- পুঞ্চা:আগুনে ভস্মীভূত হয়ে গেলো আস্ত একটা দোকান1
- গোঘাট থানার শ্যামবাজার অঞ্চলের প্রাণ দু গ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয় এর আজকে নবীনবরণ ও প্রাক্তনাদের বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন1
- ভূতুড়ে কাণ্ড দুর্গাপুরে। একটি ট্রাক, কিন্তু নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের গোলপার্ক এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে নম্বর প্লেট বদলাচ্ছিল ট্রাক চালক। খবর পেয়ে জনতা ট্রাকটি ধরে ফেলে। পরে পুলিশ এসে চালক ও ট্রাককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দাবি, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1