রাজ কুমার ঘোষ।কালনা। ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের হাত ও পা বেঁধে তার গায়ে মারা হচ্ছে আগুন। বাঁচার জন্যে চিৎকার ও শত চেষ্টা করলেও কোনো ফল পাইনি ওই যুবক। শরীর থেকে ভূতে তাড়াতে এমনই অকথ্য ও নৃশংস অত্যাচার চলছে, গতকাল থেকে ওই যুবকের উপর। ভূত ছারাচ্ছেন গ্রামেরই এক মহিলা ওঝা। ঘটনাটি কালনা বৈদ্যপুরের তালা গ্রামে। কয়েক মাস আগে আক্রান্ত যুবক রাকেশ ক্ষেত্রপালের নিকট আত্মীয় মারা জান, তার আত্মার শান্তির জন্যে পিন্ডি দান করাহয়নি,সেই ভুত হয়ে এই যুবককে ধরেছে, এমনি দাবি রাকেশর মায়ের, ছেলের শরীরে প্রবেশ করা ভুতকে তাড়াতে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে মহিলা ওঝার কাছে , সেইখানেই সেই ভুত কে ছাড়ানোর নাম করে যুবকের হাত ও পা বেঁধে চালানো হচ্ছে এমনই অকথ্য ও অমানবিক অত্যাচার। কখনো পায়ে, কখনো পেতে কখনও বা মুখে আগুনের ছেঁকা দেওয়া হচ্ছে, অনেক চিৎকার ও বাঁচার আর্তনার করেও কেউ এই যুবকের পাশে এসে দাঁড়ায়নি, ভুত তাড়ানোর নাম করেই এই রকম ভাবেই ঘন্টার পর ঘন্টা চললো পাশবিক অত্যাচার, যদিও এরপর আর ওই গ্রামের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নয়। এলাকা থেকে গা ঢাকা দিয়েছে ওই মহিলা ওঝা। এ প্রসঙ্গে কালনা বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা তিনি বলেন, যেই ভিডিও দেখলাম তা অত্যন্ত মারাত্মক। কোনো ভাবেই এটি মেনে নেওয়া যায় না। প্রশাসনকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। ওরা কুসংস্কারের নেশা করেছে। প্রশাসন আগে ঘটনাটি আটকাক, এরপর ওই জায়গায় গিয়ে সেমিনার করবে বিজ্ঞান মঞ্চ।
রাজ কুমার ঘোষ।কালনা। ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের হাত ও পা বেঁধে তার গায়ে মারা হচ্ছে আগুন। বাঁচার জন্যে চিৎকার ও শত চেষ্টা করলেও কোনো ফল পাইনি ওই যুবক। শরীর থেকে ভূতে তাড়াতে এমনই অকথ্য ও নৃশংস অত্যাচার চলছে, গতকাল থেকে ওই যুবকের উপর। ভূত ছারাচ্ছেন গ্রামেরই এক মহিলা ওঝা। ঘটনাটি কালনা বৈদ্যপুরের তালা গ্রামে। কয়েক মাস আগে আক্রান্ত যুবক রাকেশ ক্ষেত্রপালের নিকট আত্মীয় মারা জান, তার আত্মার শান্তির জন্যে পিন্ডি দান করাহয়নি,সেই ভুত হয়ে এই যুবককে ধরেছে, এমনি দাবি রাকেশর মায়ের, ছেলের শরীরে প্রবেশ করা ভুতকে তাড়াতে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে মহিলা ওঝার কাছে , সেইখানেই সেই ভুত কে ছাড়ানোর নাম করে যুবকের হাত ও পা বেঁধে চালানো হচ্ছে এমনই অকথ্য ও অমানবিক অত্যাচার। কখনো পায়ে, কখনো পেতে কখনও বা মুখে আগুনের ছেঁকা দেওয়া হচ্ছে, অনেক চিৎকার ও বাঁচার আর্তনার করেও কেউ এই যুবকের পাশে এসে দাঁড়ায়নি, ভুত তাড়ানোর নাম করেই এই রকম ভাবেই ঘন্টার পর ঘন্টা চললো পাশবিক অত্যাচার, যদিও এরপর আর ওই গ্রামের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নয়। এলাকা থেকে গা ঢাকা দিয়েছে ওই মহিলা ওঝা। এ প্রসঙ্গে কালনা বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা তিনি বলেন, যেই ভিডিও দেখলাম তা অত্যন্ত মারাত্মক। কোনো ভাবেই এটি মেনে নেওয়া যায় না। প্রশাসনকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। ওরা কুসংস্কারের নেশা করেছে। প্রশাসন আগে ঘটনাটি আটকাক, এরপর ওই জায়গায় গিয়ে সেমিনার করবে বিজ্ঞান মঞ্চ।
- Jadu KolWest Bengal😂12 hrs ago
- কালনার জলপরী সায়নী দাস এশিয়ার মধ্য প্রথম মহিলা সপ্তসিন্ধু চ্যানেল পার করতে চলেছেন1
- শান্তিপুরে সোনার দোকানে চুরি! কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো পুলিশ তদন্তে দেখুন আসল সত্যতা।1
- Post by Jayanta Biswas1
- মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতেই পুকুর ভরাটের এত রমরমা বললেন অর্জুন সিং --------------------------------------------- জল সংরক্ষনের লক্ষে জলাশয় ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ দেদার চলছে। অভিযোগ উঠেছে, শাসকদল এবং প্রশাসনের মদতেই জগদ্দল বিধানসভা কেন্দ্র জুড়ে জলাশয় কিংবা পুকুর ভরাটের কাজ অবাধে চলছে।কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পদ্মবিল ভরাটের অভিযোগ উঠেছিল। আপাতত: পদ্মবিল ভরাটের কাজ স্থগিত রয়েছে। এবার জমি মাফিয়ারা থাবা বসাল ৩১ নম্বর ওয়ার্ডের কেউটিয়ায়। সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী সুবিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে চলছে। এলাকাবাসীর যাতে ওদিকে নজর না পড়ে, সেদিকে খেয়াল রেখে জমিটার চারদিক সবুজ রঙের চট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও জলাভূমি ভরাট নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ভরাটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা-সহ প্রশাসনিক কর্তাদের নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন। জল সংরক্ষনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জল ধরো, জল ভরো' প্রকল্প চালু করেছেন। অথচ 'জল ধরো, জল ভরো' স্লোগান উঠিয়ে দিয়ে বাজারে এখন চলছে 'তৃণমূল জিন্দাবাদ, পুকুর ভরাট জিন্দাবাদ' এখন এই স্লোগান বাজারে চলছে। তাঁর অভিযোগ, পুকুর বুজিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শুধু নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৬ টি 'বার' গজিয়ে উঠেছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতে বারগুলো রমরমিয়ে চলছে। কেউটিয়ায় জলাভূমি ভরাট নিয়ে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি পুরসভায় কোনও অভিযোগ জমাও পড়ে নি। তবে তিনি বিষয়টি নিয়ে চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করবেন।3
- নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।1
- বন্দুক ও তাজা বোমা উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ। গ্রেপ্তার ১। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- Post by News Arambagh Town1
- রাজ কুমার ঘোষ।কালনা। ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের হাত ও পা বেঁধে তার গায়ে মারা হচ্ছে আগুন। বাঁচার জন্যে চিৎকার ও শত চেষ্টা করলেও কোনো ফল পাইনি ওই যুবক। শরীর থেকে ভূতে তাড়াতে এমনই অকথ্য ও নৃশংস অত্যাচার চলছে, গতকাল থেকে ওই যুবকের উপর। ভূত ছারাচ্ছেন গ্রামেরই এক মহিলা ওঝা। ঘটনাটি কালনা বৈদ্যপুরের তালা গ্রামে। কয়েক মাস আগে আক্রান্ত যুবক রাকেশ ক্ষেত্রপালের নিকট আত্মীয় মারা জান, তার আত্মার শান্তির জন্যে পিন্ডি দান করাহয়নি,সেই ভুত হয়ে এই যুবককে ধরেছে, এমনি দাবি রাকেশর মায়ের, ছেলের শরীরে প্রবেশ করা ভুতকে তাড়াতে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে মহিলা ওঝার কাছে , সেইখানেই সেই ভুত কে ছাড়ানোর নাম করে যুবকের হাত ও পা বেঁধে চালানো হচ্ছে এমনই অকথ্য ও অমানবিক অত্যাচার। কখনো পায়ে, কখনো পেতে কখনও বা মুখে আগুনের ছেঁকা দেওয়া হচ্ছে, অনেক চিৎকার ও বাঁচার আর্তনার করেও কেউ এই যুবকের পাশে এসে দাঁড়ায়নি, ভুত তাড়ানোর নাম করেই এই রকম ভাবেই ঘন্টার পর ঘন্টা চললো পাশবিক অত্যাচার, যদিও এরপর আর ওই গ্রামের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নয়। এলাকা থেকে গা ঢাকা দিয়েছে ওই মহিলা ওঝা। এ প্রসঙ্গে কালনা বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা তিনি বলেন, যেই ভিডিও দেখলাম তা অত্যন্ত মারাত্মক। কোনো ভাবেই এটি মেনে নেওয়া যায় না। প্রশাসনকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। ওরা কুসংস্কারের নেশা করেছে। প্রশাসন আগে ঘটনাটি আটকাক, এরপর ওই জায়গায় গিয়ে সেমিনার করবে বিজ্ঞান মঞ্চ।1