Shuru
Apke Nagar Ki App…
বিজেপি ভয় পেয়েছে , আজ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নথি চুরি হওয়ার ফলে কুদি বাসস্ট্যান্ডে ধিক্কার মিছিল করলেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি।
Hiralal samanta
বিজেপি ভয় পেয়েছে , আজ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নথি চুরি হওয়ার ফলে কুদি বাসস্ট্যান্ডে ধিক্কার মিছিল করলেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিজেপি ভয় পেয়েছে , আজ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নথি চুরি হওয়ার ফলে কুদি বাসস্ট্যান্ডে ধিক্কার মিছিল করলেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি।1
- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচকে মিছিল। ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচক এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/২ অঞ্চলের একাধিক অঞ্চল, বুথ ও ব্লক স্তরের নেতৃত্ব।1
- কয়লার টাকা কোথায় ব্যবহার হয়েছে?কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? #ndgbangladigital #viralpost2025 #Bhagabanpur #SuvenduAdhikari #PurbaMedinipur #AbhishekBanerjee #IPAC #Nandigram #AllIndiaTrinamoolCongress #MamataBanerjee1
- সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।1
- কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে ঘাটাল জুড়ে তৃণমূলের প্রতিবাদ1
- রায়দিঘি বোলের বাজারে মৃদঙ্গ সেতু থেকে দেখা গেল নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল আকৃতির কুমির...1
- আইপ্যাক (I-PAC) অফিস এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার শিলদা। বৃহস্পতিবার বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিলদাতে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরণের হানা চালানো হচ্ছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃনমূলের অসংখ্য নেতা-কর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাত, বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি, শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে, ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না। সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব।1
- SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ নন্দীগ্রামে।। #ndgbangladigital #Bhagabanpur #viralpost2025 #PurbaMedinipur #SuvenduAdhikari #IPAC #AbhishekBanerjee #AllIndiaTrinamoolCongress #Nandigram #MamataBanerjee1