Shuru
Apke Nagar Ki App…
ভাঙ্গড়ে তৃনমূলের গোষ্ঠী কোন্দল। তৃনমূল নেতা অদুদ এর বাড়িতে হামলা ও তাকে দেখতে গেলে আরাবুল পুত্রের গাড়িতেও হামলা
KHABOR EKON
ভাঙ্গড়ে তৃনমূলের গোষ্ঠী কোন্দল। তৃনমূল নেতা অদুদ এর বাড়িতে হামলা ও তাকে দেখতে গেলে আরাবুল পুত্রের গাড়িতেও হামলা
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কুল্টিকরী গ্রামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল এক বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপ। জানা গেছে ওই গ্রামের রাজকুমার বারিক প্রতিদিনকার মতো সোমবার রূপনারায়ণ নদীতে জাল পাতেন। মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন ওই বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপটি জালে আটকে পড়েছে।অনুমান করা হয়েছে কচ্ছপের ওজন প্রায় ৫০ কেজি।সেটিকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমান।ফুল সিঁদুর দিয়ে তার পুজো করেন।পরে বনদপ্তর এসে সেটি উদ্ধার করে পুনরায় রূপনারায়ণের জলে মুক্ত করে।1
- কাঁসাই নদীর ভেতর থেকে বালিচাপা অবস্থায় উদ্ধার হলো এক নিখোঁজ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা–কেশপুর সীমান্ত এলাকায়। মৃত যুবকের নাম শিশির মল্লিক (২৯)। তিনি কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিরপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিশ্বনাথপুরে একটি মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন শিশির। খেলা দেখা শেষে আর বাড়ি ফেরেননি তিনি। এরপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। পরিবারের তরফে কেশপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় এবং বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে খোঁজ শুরু হয়। এরই মধ্যে তিন দিন আগে কাঁসাই নদীতে জাল ফেলার সময় জেলের জালে একটি সাইকেল উঠে আসে। সেই সাইকেলটি শিশিরের বলেই চিহ্নিত করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় অস্বস্তি ও গুঞ্জন আরও জোরালো হয়। সোমবার দুপুরে ডেবরা–কেশপুর সীমান্তবর্তী কাঁসাই নদীর একটি অংশে দুটি কুকুরকে বালির মধ্যে আঁচড় কাটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সঙ্গে সঙ্গে কেশপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করলে নিশ্চিত হয়, সেটি নিখোঁজ যুবক শিশির মল্লিকেরই দেহ। পুলিশ জানিয়েছে, দেহটি বালির নিচে পুঁতে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশিরকে খুন করে দেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে কেশপুর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের দাবি, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক!1
- অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের পূর্ব মেদিনীপুর জেলার কলকাতা সমাবেশ ধর্মতলাতে1
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে শুরু হলো বিদ্যাসাগর মেলা। যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এস বিজিনকৃষ্ণ এই মেলার উদ্বোধন করেন। মেলায় প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধনে আসেন টেলিভিশনের ধারাবাহিক 'রানী রাসমণি' খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া দত্ত। মেলাকে ঘিরে কার্যত চাঁদের হাট দেখা গেল বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে। উপস্থিত সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বক্তব্য রাখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার ও মানবতাবাদী চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন। জেলাশাসক বলেন, বীরসিংহ গ্রামে একটি বাচ্চাও যাতে স্কুলছুট না হয়, সে দিকে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এস বিজন কৃষ্ণ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ ও একাধিক প্রশাশনিক ব্যাক্তিরা1
- Post by Bapi Naskar1
- ভোটের ফলের পর ‘বাংলাবিরোধীদের মুখে ভুসোকালি’—কলাইকুন্ডুতে তৃণমূল মঞ্চ থেকে কড়া বার্তা1
- ট্রাক্টারে করে। যুবকদের নাঙ্গল চষা পিকনিক1
- দাসপুরের কলাইকুণ্ডু স্কুল ময়দানে তৃণমূলের রাজনৈতীক প্রতিবাদ সভা1
- আজ চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর দু'নম্বর অঞ্চলের উদ্যোগে এক বিরাট মহামিছিলের আয়োজন করা হলো,মহা মিছিলে উপস্থিত ঘাটাল সংগঠনিক জেলার সহ-সভাপতি হীরালাল ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী , চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃনমূল সভাপতিসহ চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আজ বিকেল চারটে নাগাদ এই মহা মিছিলের আয়োজন করা হয়1