Shuru
Apke Nagar Ki App…
কেন্দ্রের বঞ্চনা ও নিবার্চন কমিশনারের SIR এর নামে দ্বিচারিতার বিরূদ্ধে মহামিছিল আজ চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর দু'নম্বর অঞ্চলের উদ্যোগে এক বিরাট মহামিছিলের আয়োজন করা হলো,মহা মিছিলে উপস্থিত ঘাটাল সংগঠনিক জেলার সহ-সভাপতি হীরালাল ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী , চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃনমূল সভাপতিসহ চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আজ বিকেল চারটে নাগাদ এই মহা মিছিলের আয়োজন করা হয়
Madhusudan Bhattacharya
কেন্দ্রের বঞ্চনা ও নিবার্চন কমিশনারের SIR এর নামে দ্বিচারিতার বিরূদ্ধে মহামিছিল আজ চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর দু'নম্বর অঞ্চলের উদ্যোগে এক বিরাট মহামিছিলের আয়োজন করা হলো,মহা মিছিলে উপস্থিত ঘাটাল সংগঠনিক জেলার সহ-সভাপতি হীরালাল ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী , চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃনমূল সভাপতিসহ চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আজ বিকেল চারটে নাগাদ এই মহা মিছিলের আয়োজন করা হয়
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হাওড়া বিষ্ণুপুর রেল লাইনের drm inspection এ বিষ্ণুপুর থেকে আজ একটি প্যাসেঞ্জার ট্রেন জয়রামবাটি স্টেশনে এসে পৌঁছালো।1
- হুগলির খানাকুলের পূর্ব রাধানগরের নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে তাই বাঁধ তৈরি দাবিতে রাস্তায় টায়ার জালিয়ে গ্রামবাসীদের অবরোধ1
- Post by Mijanur2
- বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।1
- হাতির সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গণ মঞ্চের দাবিসমূহ ১/হাতির সমস্যার সাইজ সমাধান চাই. ২/অবিলম্বে উত্তর বাঁকুড়া থেকে সমস্ত বুনো হাতির দলকে তাড়িয়ে দিতে হবে। ৩/হাতিতে নষ্ট করার সমস্ত ক্ষতিপূরণ ১৫ দিনের দিতে হবে। ৪/ময়ূর ঝরনা প্রকল্পের দুটো রূপায়ণ করতে হবে । এদিন সংগ্রামী গণ মঞ্চের সংগঠনের সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, গত এক মাস ধরে সোনামুখী ব্লকের ৬০টি হাতি রাতভর তান্ডব চালাচ্ছে।1
- Post by Krishaksetu bangla1
- মেদিনীপুর শহরে ঘড়ি মোড় চত্বরের ব্যস্ততম রাস্তার ফুটপাত রীতিমতো দখল হয়ে গিয়েছে টোটো অটো এবং বাইকে। বাসে ওঠার জন্য অপেক্ষারত নিত্যযাত্রীরা ফুটপাতে দাঁড়ানোর অবকাশ পাচ্ছেন না। দখল হয়ে যাবা ফুটপথের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী।1
- হুগলি জেলার গোঘাটের ২ নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল রায় তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী পড়ে শোনাচ্ছেন।1
- তারাপীঠে মা তারা কে পুজো দিলেন সাংসদ অভিষেক ব্যানার্জি।1