Shuru
Apke Nagar Ki App…
শুভেন্দু অধিকারীর সভা ঘিরে সাজো সাজো রব মৌতড় জুড়ে,শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী সহ অন্যান্যরা। #BJP #ParibartanSankalpSabha #SubhenduAdhikari #Purulia #ParaVidhansabha #Moutor #WestBengalPolitics #BJPPurulia #ChandBauri #PoliticalNews #ElectionMood #SajoSajoRob
Bidyut Mallik
শুভেন্দু অধিকারীর সভা ঘিরে সাজো সাজো রব মৌতড় জুড়ে,শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী সহ অন্যান্যরা। #BJP #ParibartanSankalpSabha #SubhenduAdhikari #Purulia #ParaVidhansabha #Moutor #WestBengalPolitics #BJPPurulia #ChandBauri #PoliticalNews #ElectionMood #SajoSajoRob
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সামডিতে পাড়ায় সংলাপ অনুষ্ঠান:- সালানপুর:-আজ অর্থাৎ শনিবার থেকে সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম মুক্তাইচন্ডী পাহাড়ে পুজো দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।তারপর তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে 15বছর ধরে রাজ্য সরকারের দ্বারা উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন।পাশাপাশি পাড়ার মানুষের সমস্যার কথা গুলি শুনেন এবং সমাধানের আশ্বাসদেন।এদিন তিনি জানান উন্নয়ননের পাঁচালি পাড়ায় সংলাপ অনুষ্ঠানে আজ সামডি অঞ্চলে করা হচ্ছে।রাজ্যের উন্নয়ন মূলক কাজ ও প্রকল্প গুলি এলাকার মানুষদের সামনে অবগত করা হচ্ছে।মানুষ সমস্ত সুবিধা গুলি ঠিকমত পাচ্ছে কি না তা দেখা হচ্ছে।তাছাড়া এখনো পাড়ায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা তাদের মুখে শোনা হচ্ছে।আগামী দিনে চেষ্টা করা হবে যাতে সমস্যা গুলি সমাধান করা যায়। তাছাড়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল সহ আরো অনেকে।1
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- গরীব মানুষের ত্রাতা স্বাস্থ্য সাথী কার্ড। সেই কার্ড ভারতবর্ষের অনন্য নজির।সেই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়ছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল।২৮বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে হাসপাতালের প্রশংসা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার দুর্গাপুরের কাশীরাম মাঠে বিধান নগরের বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধন হয়। চলবে তিনদিন ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত প্রমূখ। পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মূল্য কতখানি আমরা অনেকেই বুঝিনা। কিন্তু চোখের সামনে দেখতে পাই অসহায় গরীব মানুষ পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে। আমার অনেক আত্মীয়ও এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অনেক বেসরকারি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট থাকেনা। কিন্তু এই প্রকল্পকে রূপায়ণের জন্য সমস্ত বেসরকারি হাসপাতালকে একইভাবে যোগদান করা দরকার। তবে শিল্পাঞ্চল দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল থেকে ফিরে যাইনি স্বাস্থ্য সাথী কার্ড-র মাধ্যমে পরিষেবা নিতে এসে কোন রোগী।1
- বাঁকুড়ার বিষ্ণুপুর1
- ছন্দে ছন্দে মধুর আনন্দে গুটিগুটি পায়ে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ সগৌরবে একশত বছর অতিক্রম করেলো। সেই উপলক্ষে 10 থেকে 12 জানুয়ারি২০২৬ তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হয়ে গেল। ১০ই জানুয়ারি ২০২৬ সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।পরে প্রদীপ প্রোজ্জ্ব্যলন অতিথি বরন এবং নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বরণ ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোগ্রাহী ভিন্ন স্বাদের সংগীত এবং নৃত্য ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও তিন দিন ধরে রয়েছে চলচ্চিত্র এবং দূরদর্শনের শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও কচিকাঁচাদের জন্য রয়েছে ম্যাজিক শো প্রবীণ দের জন্য রয়েছে যাত্রাপালা ও নানান অনুষ্ঠান । স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ আমাদের জানান বেলুড় মঠের মহারাজ স্বামী অচ্যুতানন্দজী প্রদীপ প্রজ্জালন এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ করেন।বিভিন্ন গুণী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানগুলি বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।3
- প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।1
- স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1
- ভূতুড়ে কাণ্ড দুর্গাপুরে। একটি ট্রাক, কিন্তু নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের গোলপার্ক এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে নম্বর প্লেট বদলাচ্ছিল ট্রাক চালক। খবর পেয়ে জনতা ট্রাকটি ধরে ফেলে। পরে পুলিশ এসে চালক ও ট্রাককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দাবি, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1