Shuru
Apke Nagar Ki App…
শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কাকসার বিদবিহারের শিবপুরে নব গ্রামের সামনে ট্রাকের পিছনে ধাক্কা বাইক আরোহীর। মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমিত বাদ্যকর (৪২)। দুর্গাপুর থানার এ জোনের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাইক নিয়ে কাঁকসার বিদ বিহারের বাসুদেবপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে শিবপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার মাঝে একটি দাঁড়িয়ে থাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ গোটা এলাকা।
Sanatan Garai
শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কাকসার বিদবিহারের শিবপুরে নব গ্রামের সামনে ট্রাকের পিছনে ধাক্কা বাইক আরোহীর। মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমিত বাদ্যকর (৪২)। দুর্গাপুর থানার এ জোনের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাইক নিয়ে কাঁকসার বিদ বিহারের বাসুদেবপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে শিবপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার মাঝে একটি দাঁড়িয়ে থাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ গোটা এলাকা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হলো রামপুরহাট মহকুমা শাসকের কাছে। আশা কর্মীদের চাকরিতে স্বীকৃতি সহ মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি সহ দশ দফা দাবি নিয়ে আজ বুধবার দুপুরে ৩১ শে ডিসেম্বর রামপুরহাট স্বাস্থ্য জেলার আশা কর্মীরা রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আশা কর্মীদের তরফ থেকে দাবি তোলা হয় ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকেও পাঁচ লক্ষ টাকা প্রদানের দাবীও জানিয়েছেন।1
- কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।1
- পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে2
- ভয়াবহ পথ দূর্ঘ টনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।রাস্তা ভেঙে ডাম্পার নিচে, ঘাটালের মনসুকা ঘোড়ইঘাট চাতালে।যদিও এই ঘটনায় হতাহতের কোনোও খবর নেই।1
- রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।1
- ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে1
- শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কাকসার বিদবিহারের শিবপুরে নব গ্রামের সামনে ট্রাকের পিছনে ধাক্কা বাইক আরোহীর। মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমিত বাদ্যকর (৪২)। দুর্গাপুর থানার এ জোনের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাইক নিয়ে কাঁকসার বিদ বিহারের বাসুদেবপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে শিবপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার মাঝে একটি দাঁড়িয়ে থাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ গোটা এলাকা।1
- ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।1
- খিদিরপুর মধ্যপাড়া (টাউন ক্লাব পাড়ার থেকে একটি Common Bronzeback Tree Snake উদ্ধার1