Shuru
Apke Nagar Ki App…
Amjad Khan
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- তৃণমুল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস, শীতবস্ত্র বিতরন পুরুলিয়া পৌরসভা প্রাঙ্গণে তৃণমুল কংগ্রেস কর্মীদের।1
- #iPhone13 #AutoRestart #MoistureDamage #BatteryReplacement #iPhoneRepair #Purulia #MoboSavior #MobileRepairShop #AppleService #TrustedService1
- দুর্গাপুরে কল্পতরু উৎসবের সূচনা করলেন মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় প্রত্যেক বছরের মত এবারও শুরু হল মেলা। ৫৭তম বর্ষে পদার্পণ করল। চলবে ১০তারিখ পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল,প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ।এই মেলাকে ঘিরে প্রথম দিন থেকেই এলাকার মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল। মেলা কমিটির তরফ থেকে ২০লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।1
- বাঁকুড়া, বিষ্ণুপুর:- কল্পতরু উৎসব পালন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে1
- আজ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় একটি সুবিশাল বাইক র্যালি - র আয়োজন করা হয়, বাইক র ্যালিতে অংশগ্রহণ করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ বিকেল চারটা নাগাদ বাইক র ্যালিটির আয়োজন করা হয় ঝাকরা এলাকায় ।1
- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।1
- তৃণমুল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো জেলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে, উপস্থিত জন প্রতিনিধি থেকে শুরু করে তৃণমুল কংগ্রেস কর্মীরা।1
- জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের ৩ জনের। জখম চালক। মৃত ও আহত সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের বামনাটাইপুরে। চারচাকা গাড়ি ও গ্যাস ট্যাঙ্কারের দু’টি কলকাতার দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গ্যাস ট্যাঙ্কারের চালককে খামিয়ে দুর্ঘটনায় পড়া গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করে। মৃত তিন জন হল ছেলে শেখ সাহানওয়াজ (২৭), বাবা শেখ মহম্মদ মুসেদ (৫৫) ও মা রেজিনা খাতুন (৫১)। এরা তিনজন একই পরিবারভুক্ত। বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারের সারদামনি পথ এলাকায়। দুর্গাপুর থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার সময় শক্তিগড় থানার বামনাটাইপুরে জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালের সামনে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে এই তিনজনই মারা যান। গাড়ির ড্রাইভার সাথে মহিলা গুরুতর জখম হয়েছেন। জানা গেছে, বাবা দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। ছেলে শেখ সাহানওয়াজ মুম্বাইয়ে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাকে এয়ারপোর্ট ছাড়তে মা ও বাবা চারচাকা গাড়ি করে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।1
- ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি জানান দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করেচেন মা তারার কাছে বলে তিনি জানান। পাশাপাশি আগামী 6 জানুয়ারি রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেই দিনকেই তারাপীঠ মন্দিরে মা তারার কাছে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানালেন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় অংশগ্রহণ করার জন্য।1