Shuru
Apke Nagar Ki App…
Purulia:আনাড়ায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, মৃতদেহ নিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ। #SIR_আতঙ্ক #পুরুলিয়া #পাড়া_ব্লক #Anara #Purulia #TrinamoolCongress #TMC #BJP #ElectionCommission #AdibasiNews #PoliticalProtest #WestBengalPolitics #GroundReport #BreakingNews #BanglaNews
Bidyut Mallik
Purulia:আনাড়ায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, মৃতদেহ নিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ। #SIR_আতঙ্ক #পুরুলিয়া #পাড়া_ব্লক #Anara #Purulia #TrinamoolCongress #TMC #BJP #ElectionCommission #AdibasiNews #PoliticalProtest #WestBengalPolitics #GroundReport #BreakingNews #BanglaNews
More news from Purulia and nearby areas
- Post by Amjad Khan1
- ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,"খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।"মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,"মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।" রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।"1
- ঘন কুয়াশার চাদরে মোড়া বেলপাহাড়ী1
- অবিলম্বে অসীম সরকারের গ্রেপ্তার চাই সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। কোরআনকে অপমান কুরুচি মন্তব্য করাকে নিয়ে ক্ষিপ্ত সারা পশ্চিমবঙ্গের মুসলমান3
- কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।1
- ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।1
- Post by Amjad Khan1
- অজয়ের অস্থায়ী সেতুর দাবীতে 'জয়দেব সেতু' অবরোধ। অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ জয়দেব সেতু।1
- পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে2