মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকাসিন্নির মেলা মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকা সিন্নির মেলাতে উপচে পড়া ভিড় মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবের মেজাজে ভাসছে গোটা বাঁকুড়া জেলা।। জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাধবপুর গ্রাম ষোল আনার ‘বাঁকা সিন্নির মেলা’ এক অনন্য নজির সৃষ্টি করেছে। ঘন জঙ্গলে ঘেরা এবং ঝর্না ধারার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মেলাটি দীর্ঘ প্রাচীন সময় থেকেই আয়োজিত হয়ে আসছে। মেলা কমিটির সম্পাদক ধনঞ্জয় মিদ্যা জানান, প্রকৃতির কোলে অবস্থিত এই মেলাটি অত্যন্ত প্রাচীন। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে মেলার আয়োজন করা হয়েছে। মেলার মুখ্য পুরোহিত শুকদেব অধিকারী বলেন, "এ বছর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ মায়ের কাছে পুজো দিতে এসেছেন।" প্রকৃতির সান্নিধ্যে এবং সম্প্রীতির আবহে মাধবপুরের এই মেলা সাধারণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।।
মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকাসিন্নির মেলা মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকা সিন্নির মেলাতে উপচে পড়া ভিড় মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবের মেজাজে ভাসছে গোটা বাঁকুড়া জেলা।। জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাধবপুর গ্রাম ষোল আনার ‘বাঁকা সিন্নির মেলা’ এক অনন্য নজির সৃষ্টি করেছে। ঘন জঙ্গলে ঘেরা এবং ঝর্না ধারার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মেলাটি দীর্ঘ প্রাচীন সময় থেকেই আয়োজিত হয়ে আসছে। মেলা কমিটির সম্পাদক ধনঞ্জয় মিদ্যা জানান, প্রকৃতির কোলে অবস্থিত এই মেলাটি অত্যন্ত প্রাচীন। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে মেলার আয়োজন করা হয়েছে। মেলার মুখ্য পুরোহিত শুকদেব অধিকারী বলেন, "এ বছর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ মায়ের কাছে পুজো দিতে এসেছেন।" প্রকৃতির সান্নিধ্যে এবং সম্প্রীতির আবহে মাধবপুরের এই মেলা সাধারণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।।
- মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকা সিন্নির মেলাতে উপচে পড়া ভিড় মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবের মেজাজে ভাসছে গোটা বাঁকুড়া জেলা।। জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাধবপুর গ্রাম ষোল আনার ‘বাঁকা সিন্নির মেলা’ এক অনন্য নজির সৃষ্টি করেছে। ঘন জঙ্গলে ঘেরা এবং ঝর্না ধারার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মেলাটি দীর্ঘ প্রাচীন সময় থেকেই আয়োজিত হয়ে আসছে। মেলা কমিটির সম্পাদক ধনঞ্জয় মিদ্যা জানান, প্রকৃতির কোলে অবস্থিত এই মেলাটি অত্যন্ত প্রাচীন। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে মেলার আয়োজন করা হয়েছে। মেলার মুখ্য পুরোহিত শুকদেব অধিকারী বলেন, "এ বছর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ মায়ের কাছে পুজো দিতে এসেছেন।" প্রকৃতির সান্নিধ্যে এবং সম্প্রীতির আবহে মাধবপুরের এই মেলা সাধারণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।।1
- শ্যামবাজার অঞ্চলের মকর মেলায় ভীড় উপচে পড়ছে। কচি কাঁচা থেকে শুরু করে বুড়ো বুড়ি সব বয়সের মানুষের দেখা মিললো এই মেলাতে । প্রতি বৎসরের ন্যায় এই বৎসর বসেছে অনেক রকমের দোকান দানি।3
- #Khatra #TMC #TrinamoolCongress #WestBengalPolitics #BankuraNews #Form7Vigilance #VoterListAwareness #KhatraTMC #AlertTMC #BankuraPolitics #তৃণমূল_কংগ্রেস #খাতড়া_সংবাদ #সতর্ক_তৃণমূল #বাংলার_সুরক্ষায়_তৃণমূল1
- Post by Ritesh Kumar1
- ব্লক সভাপতি ঘোাষনা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিক কে মারধর করে। জানাযায় গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষীপুর,জাড়া, মাংরুল তিনটি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোন এক্তিয়ার নেই। তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃনমূল কার্যালয়ে, নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিক কে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এ বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দৌলইকে বারবার ফোন করা হলো তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তিনি আমাদের জানিয়েছেন বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।1
- কয়েকদিন আগে মন্দির থেকে চুরি গিয়েছে শীতলা মাতার গহনা। সেই ঘটনায় এখনও শোক আর ক্ষোভ কাটেনি ভক্তদের মনে। ঠিক সেই আবহেই আজ মকরসংক্রান্তির পবিত্র দিনে মন্দিরে জড়ো হয়ে এক আশ্চর্য দৃশ্য দেখার দাবি উঠছে—শীতলা মাতার চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। ভক্তদের বিশ্বাস, এ শুধু কাকতালীয় নয়। মায়ের গহনা হারানোর যন্ত্রণা, ভক্তদের কষ্ট—সব মিলিয়ে যেন মায়েরই বেদনা প্রকাশ পাচ্ছে ওই অশ্রুতে। কেউ বলছেন, মা কাঁদছেন নিজের অপমান আর অবহেলার জন্য, কেউ আবার বলছেন, এটা ভক্তদের প্রতি মায়ের সতর্ক বার্তা। মকরসংক্রান্তির দিনে, যখন নতুন সূর্যের পথে যাত্রা শুরু হয়, তখন মায়ের চোখের জল ভক্তদের মনে আরও গভীর আবেগের সৃষ্টি করেছে। মন্দির চত্বরে প্রার্থনা, ধূপ-ধুনোর সঙ্গে সঙ্গে অনেকের চোখেও জল। সকলের একটাই প্রার্থনা—মায়ের গহনা ফিরে আসুক, মায়ের মুখে আবার হাসি ফুটুক, আর শীতলা মা রক্ষা করুন তাঁর সন্তানদের। ঘটনা দাসপুর ২ ব্লকের ভুঁইয়াড়া গ্রামের। উ জানুয়ারী দেখা যায় ওই গ্রামের পণ্ডিতদের ৩০০ বছরের প্রাচীন শীতলা মন্দিরে থাকা দেবী মূর্তির প্রায় ৭ লক্ষ টাকার সোনা রূপোর গহনা চুরি গেছে। সেই মন্দিরেই দেবী মূর্তির চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল। আর তা ঘিরেই ভক্তদের মধ্যে কার্যত উন্মাদনা। এই ঘটনার সত্যতা যাই হোক, ভক্তদের বিশ্বাসে আজ শীতলা মায়ের অশ্রু হয়ে উঠেছে এক গভীর অনুভূতির প্রতীক।1
- হুগলী সিঙ্গুর : হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোদীর সভার প্রস্তুতির কাজ। #newsupdat #hooghly #singur #bjp #tdbangla #PMNarendraModi #tdbangla1
- ভয়াবহ অগ্নিকাণ্ড কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। কামারপুকুর চটি কাছাকাছি একটি ক্লাব ঘরে আগুন লেগে যায় এবং তার ফলে ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এলাকা বাসির তৎপরতায় ও কামারপুকুর অঞ্চল প্রধানের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকল কেও খবর দেওয়া হয়।4