Shuru
Apke Nagar Ki App…
রামপুরহাট শহরে সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি রামপুরহাট শহরে সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি
LOCAL VOICE
রামপুরহাট শহরে সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি রামপুরহাট শহরে সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি
More news from Birbhum and nearby areas
- রামপুরহাট শহরে সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি1
- মল্লারপুরে সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের🛑🛑🛑🛑1
- হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ দিলেন মুর্শিদাবাদের যেখানে সভা করবে ৪৮ ঘন্টার মধ্যে হুমায়ুন কবির সভা করবেন সেখানে #news #bangla #news #open_challenge #MamataBanerjee #kolkata #hilightseveryonefollowers2025 #Murshidabad1
- সাত দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সোনাফি : মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের করুণ আকুতি1
- ব্রিগেড সভা নিয়ে অপূর্ব সরকার এর মন্তব্য পালটা জবাব দিলেন হুমায়ন কবির1
- দীর্ঘ ৩৪ বছরের অবহেলা কাটিয়ে অবশেষে মোহাম্মদপুরে রাস্তা, উপনির্বাচনের বয়কটের পর মিলল সুরাহা1
- আজ ১২ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বিবেকানন্দ স্ট্যাচু প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধের শপথ নেওয়া হয়। এরপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ। জাতীয় সংগীতের সুরে সমগ্র এলাকা এক ভাবগম্ভীর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। স্বামীজির আদর্শ ও জীবনদর্শনের ওপর ভিত্তি করে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কচিকাঁচাদের নিয়ে 'বসে আঁকো' প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে সোসাইটির পক্ষ থেকে এলাকার প্রায় ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান যুব সমাজের অবক্ষয় রোধে স্বামীজির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বামীজির সেই কালজয়ী মহামন্ত্র— 'ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না'— যুব সমাজের কাছে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তাঁদের দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি শেষ পর্যন্ত একটি মিলন উৎসবে পরিণত হয়। স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তীকে ঘিরে দিনভর এলাকায় এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।1
- সাত সকালেই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর মোদীয়ান কলেজ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল এক ট্রাক্টর চালক। তবে গাড়ি চালকের অসাধারণতার কারণে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছাই মল্লারপুর থানার পুলিশ।মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যাক্তির নাম কাঞ্চন মির্ধা( ৩২)। বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায়।1