নীতিন নবীন আসার আগেই গড়াগড়ি গেরুয়া পতাকার, বিতর্কে বিজেপি বিজেপির শীর্ষ নেতৃত্বের সফরের আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হতে চলেছে বিজেপির কমল মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের।তবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সিটি সেন্টারের একটি বেসরকারি বিলাসবহুল হোটেল পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বাঁধা বিজেপির একাধিক দলীয় পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কোথাও ছেঁড়া, কোথাও উল্টে পড়ে থাকা পতাকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।তৃণমূলের ২নং ব্লক সভাপতি অজয় দেবনাথ কটাক্ষ করে বলেন, বিজেপির কর্মী না থাকায় এজেন্সির মাধ্যমে পতাকা বাঁধানো হয়েছে বলেই এই অবস্থা। পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল দুষ্কৃতীরাই পতাকা খুলে দিয়েছে। তাঁর বক্তব্য, এসব করে কোনও লাভ হবে না, কমল মেলায় মানুষের ঢল নামবেই।
নীতিন নবীন আসার আগেই গড়াগড়ি গেরুয়া পতাকার, বিতর্কে বিজেপি বিজেপির শীর্ষ নেতৃত্বের সফরের আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হতে চলেছে বিজেপির কমল মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের।তবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সিটি সেন্টারের একটি বেসরকারি বিলাসবহুল হোটেল পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বাঁধা বিজেপির একাধিক দলীয় পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কোথাও ছেঁড়া, কোথাও উল্টে পড়ে থাকা পতাকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।তৃণমূলের ২নং ব্লক সভাপতি অজয় দেবনাথ কটাক্ষ করে বলেন, বিজেপির কর্মী না থাকায় এজেন্সির মাধ্যমে পতাকা বাঁধানো হয়েছে বলেই এই অবস্থা। পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল দুষ্কৃতীরাই পতাকা খুলে দিয়েছে। তাঁর বক্তব্য, এসব করে কোনও লাভ হবে না, কমল মেলায় মানুষের ঢল নামবেই।
- বিজেপির শীর্ষ নেতৃত্বের সফরের আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হতে চলেছে বিজেপির কমল মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের।তবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সিটি সেন্টারের একটি বেসরকারি বিলাসবহুল হোটেল পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বাঁধা বিজেপির একাধিক দলীয় পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কোথাও ছেঁড়া, কোথাও উল্টে পড়ে থাকা পতাকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।তৃণমূলের ২নং ব্লক সভাপতি অজয় দেবনাথ কটাক্ষ করে বলেন, বিজেপির কর্মী না থাকায় এজেন্সির মাধ্যমে পতাকা বাঁধানো হয়েছে বলেই এই অবস্থা। পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল দুষ্কৃতীরাই পতাকা খুলে দিয়েছে। তাঁর বক্তব্য, এসব করে কোনও লাভ হবে না, কমল মেলায় মানুষের ঢল নামবেই।1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের পোলো ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্নবলম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তাঁকে প্রথাগতভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক ও গর্বের দিন। ১৯৫০ সালের এই দিনেই দেশ তার সংবিধান লাভ করে এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে পোলো ময়দান ভরে ওঠে।1
- भारत की संस्कृति और हिंदी भाषा ने अंतरिक्ष में ऐतिहासिक पहचान बनाई 🇮🇳🚀।1931 की फ़िल्म आलम आरा का गीत “जात कहाँ हो” दुनिया का एकमात्र हिंदी गीत है, जो धरती से निकलकर हमारे सौरमंडल के बाहर पहुंच चुका है। यह गीत वॉयेजर-1 के गोल्डन रिकॉर्ड के साथ आज भी अंतरतारकीय अंतरिक्ष में तैर रहा है, जहां भारत की आवाज़ सितारों के बीच गूंज रही है 🎵🌌। #HindiPride #IndianCulture #Voyager1 #GoldenRecord #SpaceHistory #DesiPride #IndiaInSpace #MusicInSpace #Explore1
- पश्चिम बर्धमान के रानीगंज:- भारतीय जनता पार्टी के नवनियुक्त राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन 28 जनवरी को रानीगंज के दौरे पर आ रहे हैं। इससे पहले आज भाजपा के आसनसोल जिला सांगठनिक के रानीगंज विधानसभा नेतृत्व की ओर से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। प्रेस वार्ता में जिला इंचार्ज विवेक रंगा, विधानसभा संयोजक दिनेश सोनी, विधानसभा इंचार्ज मृत्युंजय चंद, विधानसभा प्रभारी सागर राय और मंडल अध्यक्ष शमशेर सिंह मौजूद थे। भाजपा नेताओं ने बताया कि राष्ट्रीय अध्यक्ष बनने के बाद नितिन नवीन का यह पहला पश्चिम बंगाल दौरा है। नितिन नवीन पहले दुर्गापुर में संगठनात्मक बैठक करेंगे, उसके बाद रानीगंज के स्पोर्ट्स असेंबली हॉल में पार्टी कार्यकर्ताओं और नेताओं के साथ बैठक करेंगे। इस दौरे का उद्देश्य 2026 विधानसभा चुनाव से पहले संगठन को मजबूत करना बताया गया है। भाजपा नेताओं का दावा है कि नितिन नवीन के दौरे से कार्यकर्ताओं में उत्साह है, वहीं तृणमूल कांग्रेस में बेचैनी देखी जा रही है। भाजपा का कहना है कि 2026 में प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में बदलाव तय है।1
- প্রজাতন্ত্র দিবস উদযাপন বাঁকুড়ার স্কুলে স্কুলে1
- ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন1
- পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।1
- পানাগড়ে তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলোর দোকানে মালিকের ছোট ছেলে মশা মারার ধুপ জ্বালাতে যাই। তখনই আগুন ধরে যায়। শিশুটিকে বাঁচানোর জন্য ছুটে যায় মা। দুজনেই অল্প বিস্তর ঝলসে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।4