বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।
বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।
- গদাই কর্মকার মালদাঃ বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের1
- বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।1
- দক্ষিণ দিনাজপুর: শীতের মরসুমে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে খেজুরের রস একটি জনপ্রিয় পানীয়। এই সময়ে, গ্রামের মানুষজন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এবং তা বিক্রি করে। খেজুরের রস একটি ঐতিহ্যবাহী পানীয় যা বালুরঘাটের সংস্কৃতির একটি অংশ। খেজুরের রস সংগ্রহের জন্য, গ্রামের মানুষজন ভোরবেলা খেজুর গাছে উঠে এবং গাছের কাণ্ডে ছিদ্র করে রস সংগ্রহ করে। এই রসটি একটি বড় পাত্রে সংগ্রহ করা হয় এবং পরে তা বিক্রি করা হয়। খেজুরের রস একটি মিষ্টি এবং সুস্বাদু পানীয় যা শীতের মরসুমে মানুষকে উষ্ণতা দেয়। বালুরঘাটে খেজুরের রসের চাহিদা খুব বেশি। এই পানীয়টি শুধু গ্রামের মানুষজনই নয়, শহরের মানুষজনও খুব পছন্দ করে। খেজুরের রসের দোকানগুলি শীতের মরসুমে খুব ব্যস্ত থাকে এবং মানুষজন এই পানীয়টি উপভোগ করে। বাজারে এক গ্লাস খেজুরের রস দশ টাকাতে বিক্রি হচ্ছে। খেজুরের রস একটি ঐতিহ্যবাহী পানীয় যা বালুরঘাটের সংস্কৃতির একটি অংশ। এই পানীয়টি শীতের মরসুমে মানুষকে উষ্ণতা দেয় এবং তাদের জীবনে আনন্দ নিয়ে আসে।4
- বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিক মুখোমুখি1
- কুমার গঞ্জ: এসআইআর নোটিসের পর বাড়ি ফেরার সময় ট্রেনে আ*ত্ম*ঘা*তী পরিযায়ী শ্রমিক—অশোকগ্রামে শোকের ছায়া।। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilinewsbangla #hilightseveryonefollowers #HiliNews #balurghat_city #NewsUpdate #কুমারগঞ্জ1
- ১৪ নাম্বার জাতীয় সড়কের কাছে বীরভূমের রামপুরহাটে মুনসুভা মোড় সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে। এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে জাতীয় সড়কের কাছে মুনসুভা মোড় সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে কার পার্কিং এলাকায় হঠাৎ আগুন দেখতে পাই এলাকার লোকজন খবর দেওয়া হয় রামপুরহাট দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও কি থেকে আগুন লেগেছে সেটা স্পষ্ট না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তিনবার আগুন লাগার ঘটনা ঘটে।1
- MASTER SHAHID SIDDIQUEE JINDABAD AMRA 2026 MLA DEKTHA CHAI AMRA 2026 SHAHID SIDDIQUEE KHELA HOBA BHAI MAMATA BANERJEE JINDABAD ABHISHEK BANERJEE JINDABAD JOY BANGLA1
- সুব্রত শেঠ মালদাঃ ওল্ড মালদা যুব তৃণমূলের উদ্যোগে প্রসেনজিৎ ঘোষের জন্মদিন পালন,ও শীতবস্ত্র বিতরণ1