Shuru
Apke Nagar Ki App…
দুর্গাপুরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিল্লি থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতির নবীন। তারপরেই তিনি সেখান থেকে রওনা দিলেন দুর্গাপুরে।।
Sanatan Garai
দুর্গাপুরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিল্লি থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতির নবীন। তারপরেই তিনি সেখান থেকে রওনা দিলেন দুর্গাপুরে।।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দুর্গাপুরে বিজেপির কমল মেলা। উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর আগে মাঠ পরিদর্শন করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের লোকো স্টেডিয়াম মাঠে আসানসোল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুদীর কুমার শর্মা। পতাকা উত্তোলনের পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআরএম সুদীর কুমার শর্মা বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের দিন। ১৯৫০ সালের এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। তিনি আরও বলেন, ভারতীয় রেল সর্বদা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং জাতির অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানান, এই প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনের কাজে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে আসার শপথ নেওয়ার জন্য।1
- पश्चिम बर्धमान के आसनसोल:- देश के 77वें गणतंत्र दिवस के अवसर पर आज आसनसोल के पोलो मैदान में जिला प्रशासन की ओर से झंडारोहण कार्यक्रम आयोजित किया गया। जिला शासक एस. पोन्नवलम ने राष्ट्रीय ध्वज फहराया। इस अवसर पर उन्हें परंपरागत तरीके से गार्ड ऑफ ऑनर प्रदान किया गया। कार्यक्रम को संबोधित करते हुए जिला शासक ने कहा कि 26 जनवरी का दिन सभी भारतवासियों के लिए अत्यंत महत्वपूर्ण है। इसी दिन वर्ष 1950 में देश को संविधान प्राप्त हुआ और भारत एक लोकतांत्रिक गणराज्य के रूप में स्थापित हुआ। उन्होंने सभी से संविधान और गणतंत्र की रक्षा के लिए एकजुट होकर आगे आने का आह्वान किया। कार्यक्रम में देशभक्ति का माहौल देखने को मिला।1
- ফিটনেস কিংডম জিমে রয়েছে আধুনিক মানের জিম ইকুইপমেন্ট, অভিজ্ঞ প্রশিক্ষক, ওজন কমানো ও শরীরচর্চার জন্য আলাদা ট্রেনিং প্রোগ্রাম, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সুবিধা এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ। সুস্থ শরীর ও ফিট লাইফস্টাইল গড়ে তুলতে এই জিম রামপুরহাটবাসীর কাছে একটি আদর্শ ঠিকানা হয়ে উঠবে বলেই আশা। ঠিকানা: রামপুরহাট হাসপাতাল পাড়া, এম সি দত্ত নার্সিং হোম ও হোটেল আপনজনের বিপরীতে, প্রথম ও প্রতিমা ফার্মেসির তৃতীয় তলায়।1
- ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন1
- পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।1
- ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোন ভবিষ্যৎ নেই। দুর্গাপুরে বললেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি সিটি সেন্টারের বিলাসবহুল হোটেলে আসেন। সেখানে তাকে সংবর্ধনা দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ জেলা নেতৃত্ব।1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- আসানসোলের লোকো স্টেডিয়ামের নিকটবর্তী সেন্ট মেরি গোরেতি স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশা কিরণ-এর উদ্যোগে চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানো হল। আজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ ও আশা শর্মার উপস্থিতিতে এই ওয়াটার কুলারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে আশা কিরণ সংগঠনের পক্ষ থেকে আশা শর্মা, স্কুলের সিস্টার মুক্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ আশা কিরণ সংগঠনের প্রশংসা করে বলেন, আসন্ন গ্রীষ্মের মরসুমে এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলের কর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে সেন্ট মেরি গোরেতি স্কুলের সিস্টার মুক্তা ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এই চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানোর জন্য আশা কিরণ সংগঠন এবং বিশেষভাবে আশা শর্মাকে ধন্যবাদ জানান।1
- पश्चिम बर्धमान के आसनसोल:-भारत के 77वें गणतंत्र दिवस के अवसर पर आज दयानंद विद्यालय में राष्ट्रीय ध्वज फहराया गया। इस कार्यक्रम में विद्यालय के सभी शिक्षक और कर्मचारी उपस्थित रहे। राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक ने झंडा फहराया। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, आर्य समाज की ओर से अरुण शर्मा सहित कई गणमान्य व्यक्ति मौजूद थे। झंडारोहण के बाद मंत्री मलय घटक ने कहा कि गणतंत्र दिवस हर भारतीय के लिए गर्व का दिन है, क्योंकि इसी दिन देश को संविधान मिला और भारत एक लोकतांत्रिक गणराज्य बना। वहीं नगर निगम चेयरमैन अमरनाथ चटर्जी ने भी गणतंत्र दिवस के महत्व पर प्रकाश डालते हुए कहा कि आज के दिन सभी को यह संकल्प लेना चाहिए कि हम अपने संविधान और गणतंत्र की रक्षा के लिए सदैव प्रतिबद्ध रहेंगे।1