যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের এ জোনের নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা(২৫)। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। দিদি পূজা শর্মার অভিযোগ,"সম্প্রতি ফোনে কথা বলার সময় যুবকের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। প্রায়শই দু’জনের মধ্যে মনোমালিন্য ও অশান্তির ঘটনাও ঘটত বলে দাবি পরিবারের। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকচ করে দেয়। এই ঘটনার পর থেকেই যুবক মানসিক অবসাদে ভুগছিল ভাই।" বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের এ জোনের নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা(২৫)। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। দিদি পূজা শর্মার অভিযোগ,"সম্প্রতি ফোনে কথা বলার সময় যুবকের আচরণে
অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। প্রায়শই দু’জনের মধ্যে মনোমালিন্য ও অশান্তির ঘটনাও ঘটত বলে দাবি পরিবারের। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকচ করে দেয়। এই ঘটনার পর থেকেই যুবক মানসিক অবসাদে ভুগছিল ভাই।" বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
- কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"1
- আসানসোলের ইবলিং লজ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোলের দক্ষিণের বিদায়কা আগ্নিমিত্রা পাল প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস এর বিষয় নিয়ে তিনি এক প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের পুলিশের কি ধরনের আচরণ এবং কাজের ঢং আছে1
- प्रसून बंदोपाध्याय की विषय पर बीजेपी विधायक अग्निमित्र पाल ने दी प्रतिक्रिया1
- एक वायरल वीडियो में मोबाइल की लिथियम-आयन बैटरी को परत-दर-परत खोलते हुए दिखाया गया है। क्लिप में ग्रेफाइट एनोड, कॉपर कलेक्टर और इलेक्ट्रोलाइट से भीगी सेपरेटर लेयर्स नजर आती हैं, जिन्हें छेदने पर आग लगने का खतरा होता है। इस खतरनाक “अनबॉक्सिंग” ने दिखाया कि रोज़मर्रा की टेक्नोलॉजी अंदर से कितनी संवेदनशील होती है। #viralreels #science #tech #battery #lithiumion #smartphone #techfacts #reelsinstagram1
- #Khatra #TMC #TrinamoolCongress #WestBengalPolitics #BankuraNews #Form7Vigilance #VoterListAwareness #KhatraTMC #AlertTMC #BankuraPolitics #তৃণমূল_কংগ্রেস #খাতড়া_সংবাদ #সতর্ক_তৃণমূল #বাংলার_সুরক্ষায়_তৃণমূল1
- মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুরের মাধবপুরে জঙ্গলে ঘেরা ঝর্না ধারা বাঁকা সিন্নির মেলাতে উপচে পড়া ভিড় মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবের মেজাজে ভাসছে গোটা বাঁকুড়া জেলা।। জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাধবপুর গ্রাম ষোল আনার ‘বাঁকা সিন্নির মেলা’ এক অনন্য নজির সৃষ্টি করেছে। ঘন জঙ্গলে ঘেরা এবং ঝর্না ধারার স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই মেলাটি দীর্ঘ প্রাচীন সময় থেকেই আয়োজিত হয়ে আসছে। মেলা কমিটির সম্পাদক ধনঞ্জয় মিদ্যা জানান, প্রকৃতির কোলে অবস্থিত এই মেলাটি অত্যন্ত প্রাচীন। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে মেলার আয়োজন করা হয়েছে। মেলার মুখ্য পুরোহিত শুকদেব অধিকারী বলেন, "এ বছর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ মায়ের কাছে পুজো দিতে এসেছেন।" প্রকৃতির সান্নিধ্যে এবং সম্প্রীতির আবহে মাধবপুরের এই মেলা সাধারণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।।1
- শ্যামবাজার অঞ্চলের মকর মেলায় ভীড় উপচে পড়ছে। কচি কাঁচা থেকে শুরু করে বুড়ো বুড়ি সব বয়সের মানুষের দেখা মিললো এই মেলাতে । প্রতি বৎসরের ন্যায় এই বৎসর বসেছে অনেক রকমের দোকান দানি।3
- এক যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ। যুবতীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল আসাম পুলিশ। কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে আসাম রাজ্যের পুলিশ ওই যুবককে কাঁকসার গোপালপুরে থেকে গ্রেফতার করে। ধৃতের নাম রঞ্জিত সিং। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা। আসাম রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ওই যুবকের সাথে আসামের বাকুম থানার এক যুবতী সমাজ মাধ্যমে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর হওয়ায় দুইজনের মধ্যে আপত্তিকর ছবি দেওয়া নেওয়া হয়। এরই মধ্যে ওই যুবতীর অন্যত্র বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যায়। সেই খবর জানতে পেরে ধৃত যুবক ওই যুবতীকে নানানভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। শেষে কোনো রকম ভাবে কোনো কাজ না হওয়ায় যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করে দেয় রঞ্জিত। যুবতী ও তার পরিবার বিষয়টি জানতে বাকুম থানায় রঞ্জিত সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসাম রাজ্যের পুলিশ মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়।1