কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"
কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"
- EXCLUSIVE NEWS बाइक में लगी आग ,जैसे ही उसे यह महसूस हुआ वह तुरंत बाइक से उतर गया और देखते ही बाइक आग का गोला बन गया आज आसनसोल के एचएलजी मोड़ के पास अचानक एक बाइक में आग लग गई घटना के बारे में पता चला है कि यहां पर एक बाइक सवार ट्रैफिक सिग्नल पर लाल बत्ती होने की वजह से रुका हुआ था तब अचानक उसे महसूस हुआ कि उसकी बाइक में आग लग रही है जैसे ही उसे यह महसूस हुआ वह तुरंत बाइक से उतर गया और पीछे हट गया देखते ही देखते उसकी बाइक आग का गोला बन गई और उसकी बाइक धु धु कर जलने लगी घटना से इलाके में अफरा तफरी मच गई घटना के बारे में वहां पर मौजूद लोगों ने बताया कि बाइक सवार अपनी बाइक पर खड़ा था कि तभी अचानक बाइक में आग लग गई आग लगने की वजह का पता नहीं चल पाया लेकिन घटना से इलाके में अफरा तफरी जरूर मच गई1
- হুগলি, কামারপুকুর: ভয়াবহ আগুন কামারপুকুর বাজারে1
- ভয়াবহ অগ্নিকাণ্ড কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। কামারপুকুর চটি কাছাকাছি একটি ক্লাব ঘরে আগুন লেগে যায় এবং তার ফলে ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এলাকা বাসির তৎপরতায় ও কামারপুকুর অঞ্চল প্রধানের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকল কেও খবর দেওয়া হয়।4
- মকর সংক্রান্তিতে পাড়া থানার ফতেপুর ড্যাম সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী মেলায় দুই রাজ্যের মানুষের ঢল।1
- ব্লক সভাপতি ঘোাষনা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিক কে মারধর করে। জানাযায় গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষীপুর,জাড়া, মাংরুল তিনটি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোন এক্তিয়ার নেই। তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃনমূল কার্যালয়ে, নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিক কে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এ বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দৌলইকে বারবার ফোন করা হলো তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তিনি আমাদের জানিয়েছেন বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।1
- উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার অন্তর্গত দখলবাটি অঞ্চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার দুপুরে রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি অঞ্চলে । উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে রাজ্যের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব1
- দুর্গাপুরের এ জোনের নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা(২৫)। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। দিদি পূজা শর্মার অভিযোগ,"সম্প্রতি ফোনে কথা বলার সময় যুবকের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। প্রায়শই দু’জনের মধ্যে মনোমালিন্য ও অশান্তির ঘটনাও ঘটত বলে দাবি পরিবারের। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকচ করে দেয়। এই ঘটনার পর থেকেই যুবক মানসিক অবসাদে ভুগছিল ভাই।" বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।2
- बस एसोसिएशन के चंदे की राशि का बस कर्मियों के कल्याण पर खर्च करने की मांग आसनसोल : आईएनटीटीयूसी नेता राजू अहलूवालिया ने आसनसोल बस स्टैंड पर आसनसोल बस एसोसिएशन के नाम से जारी एक रसीद दिखाया और कहा कि इसके माध्यम से 50 रुपये प्रति चंदा लिया जा रहा है। उन्होंने कहा कि पहले 30 रुपये प्रति चंदा लिया जाता था, लेकिन अब 50 रुपये प्रति चंदा लिया जा रहा है, लेकिन इस पैसे का एक भी रुपया परिवहन कर्मचारियों के कल्याण के लिए उपयोग नहीं किया जा रहा है। पूरी राशि बस एसोसिएशन ले रही है, परिवहन कर्मचारी लाभ नहीं पा रहे हैं। जब उनके परिवार में कोई आर्थिक आवश्यकता होती है, तो परिवहन कर्मचारियों को अपने बीच चंदा करके उस आवश्यकता को पूरा करना पड़ता है, लेकिन बस एसोसिएशन प्रत्येक महीने 50 रुपये चंदा के नाम पर जो पैसा ले रही है, उसका हिस्सा परिवहन कर्मचारी नहीं पा रहे हैं। राजू अहलूवालिया ने कहा कि इस तरह से परिवहन कर्मचारियों को वंचित नहीं किया जा सकता। उन्होंने कहा कि स्थिति इतनी भयानक है कि अगर कोई बस कर्मचारी का देहांत हो जाता है, तो उसके परिवार के लोगों को चंदा करके मृतक के शव का संस्कार करना पड़ता है।1
- বাঁকুড়া, জয়পুর: বাঁকা সিন্নি মেলা ২০২৬1