Shuru
Apke Nagar Ki App…
বাঁকুড়া, জয়পুর: বাঁকা সিন্নি মেলা ২০২৬
Reporter Inamul Bhuinya
বাঁকুড়া, জয়পুর: বাঁকা সিন্নি মেলা ২০২৬
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভয়াবহ অগ্নিকাণ্ড কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। কামারপুকুর চটি কাছাকাছি একটি ক্লাব ঘরে আগুন লেগে যায় এবং তার ফলে ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এলাকা বাসির তৎপরতায় ও কামারপুকুর অঞ্চল প্রধানের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকল কেও খবর দেওয়া হয়।4
- দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর অঞ্চলের, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটেছে ঘটনাটি1
- কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"1
- গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের কর্মকান্ড যাত্রীদের নজর কেড়েছে।1
- মকর সংক্রান্তির দিন সকালে দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, পুজো করতে বেরিয়ে বাসের ধাক্কায় আহত ব্রাহ্মণ1
- দাসপুরের বৈকুণ্ঠপুরে বাসের ধাক্কায় জখম পুরোহিত। বুধবারের সকালে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বৈকুন্ঠপুরে পুজো করতে বেরিয়ে বাসের ধাক্কা পুরোহিতের স্কুটিতে। গুরুতর জখম পুরহিতকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।1
- বাঁকুড়া, জয়পুর: বাঁকা সিন্নি মেলা ২০২৬1
- এক যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ। যুবতীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল আসাম পুলিশ। কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে আসাম রাজ্যের পুলিশ ওই যুবককে কাঁকসার গোপালপুরে থেকে গ্রেফতার করে। ধৃতের নাম রঞ্জিত সিং। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা। আসাম রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ওই যুবকের সাথে আসামের বাকুম থানার এক যুবতী সমাজ মাধ্যমে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর হওয়ায় দুইজনের মধ্যে আপত্তিকর ছবি দেওয়া নেওয়া হয়। এরই মধ্যে ওই যুবতীর অন্যত্র বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যায়। সেই খবর জানতে পেরে ধৃত যুবক ওই যুবতীকে নানানভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। শেষে কোনো রকম ভাবে কোনো কাজ না হওয়ায় যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করে দেয় রঞ্জিত। যুবতী ও তার পরিবার বিষয়টি জানতে বাকুম থানায় রঞ্জিত সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসাম রাজ্যের পুলিশ মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়।1
- ফোন-পে-র এক ক্লুতেই পর্দাফাঁস, সাত দিনের মাথায় গ্রেফতার ৫ ছিনতাইকারী, রাতভর যৌথ অভিযানে সাফল্য পুলিশের1